জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 30
GK Questions in Bengali Part 30 |
প্রিয় বন্ধুরা,
GK Questions in Bengali Part 30 তে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
আরো পড়ুন...
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 30 ::
১। বার্নিশের কাজে ব্যবহৃত হয়, এমন একটি পদার্থের নাম কি?
➥ মেথিলেটেড স্পিরিট।
২। মুল্যবান প্রাকৃতিক পাথরগুলির মূল উপাদান কি?
➥ অ্যালুমিনিয়াম অক্সাইড।
৩। ফলের রস সংরক্ষণ করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
➥ সোডিয়াম বেনজোয়েট।
৪। সামুদ্রিক আগাছা কিসের গুরুত্বপূর্ণ উৎস?
➥ আয়োডিন।
৫। চলমান গাড়ি আচমকা ব্রেক কষলে ভিতরে বসে থাকা যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন?
➥ গতিজাড্যের কারণে।
৬। 'টেকনোমিটার' যন্ত্র কি পরিমাপ করে?
➥ ঘূর্ণনের গতিবেগ।
৭। মুখ দেখার আয়না কি জাতীয় দর্পণ?
➥ সমতল দর্পণ।
৮। মস্তিষ্কের পর্দার নাম কি?
➥ মেনিনজেস।
৯। স্নায়ুকোশের আবরণীর নাম কি?
➥ এপিনিউরিয়াম।
১০। 'স্টিম ইঞ্জিন' কে আবিষ্কার করেন?
➥ জেমস ওয়াট।
১১। 'মিত্র মেলা' কে প্রতিষ্ঠা করেন?
➥ বিনায়ক দামোদর সাভারকর।
১২। 'ভবানী মন্দির' বইটি কে প্রকাশ করেন?
➥ অরবিন্দ ঘোষ।
১৩। 'গদর' শব্দের অর্থ কি?
➥ বিপ্লব।
১৪। কে 'ফরাজি আন্দোলন' এর সূত্রপাত করেছিলেন?
➥ হাজী শরিয়ৎউল্লাহ।
১৫। 'আত্মোন্নতি সমিতি'র প্রতিষ্ঠাতা কে?
➥ বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়।
১৬। 'সারা ভারত কিষান সভা' কবে প্রতিষ্ঠিত হয়?
➥ ১৯৩৬ খ্রিস্টাব্দে।
১৭। পি. এন. ঠাকুর কার ছদ্মনাম?
➥ রাসবিহারী বসু।
১৮। 'বেনারস সংস্কৃত কলেজ' কে তৈরি করেন?
➥ জোনাথান ডানকান।
১৯। ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের লোক ছিলেন?
➥ মহারাষ্ট্র।
২০। গন্ডোফার্নিস কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন?
➥ পল্লব।
২১। কোন শিলায় স্তর থাকে না?
➥ আগ্নেয় শিলা।
২২। ভূত্বকে কোন শিলা প্রথম সৃষ্টি হয়?
➥ আগ্নেয় শিলা।
২৩। গোবর গ্যাসের প্রধান উপাদান কি?
➥ মিথেন।
২৪। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে?
➥ যেখানে কম্পনের উৎপত্তি হয়।
২৫। 'অ্যাম্ফিবোলাইট' কোন শিলার পরিবর্তিত রূপ?
➥ ব্যাসল্ট শিলার।
২৬। লুনি নদী কোথায় পড়েছে?
➥ কচ্ছের রাণ অঞ্চলে।
২৭। কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
➥ ঝিলাম।
২৮। পলি, কাদা প্রভৃতি পদার্থ নদী কিভাবে বহন করে?
➥ ভাসমান প্রক্রিয়ায়।
২৯। 'কাঁসাই' নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
➥ বিহারের পার্বত্য অঞ্চল থেকে।
৩০। 'ব্রাহ্মণী' জলপ্রপাত কোন পাহাড়ে আছে?
➥ অযোধ্যা পাহাড়।
Read More...
◾ ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তি ২০২২
◾ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর
◾ বিখ্যাত ব্যক্তিদের উপাধি বা উপনাম
◾ ভারতীয় জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর
Please do not enter any spam link in the comment box.