Ads Area

Current Affairs in Bengali | November 2022 - Part 1 | কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali | November 2022 - Part 1 | কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali | November 2022 - Part 1
Current Affairs in Bengali | November 2022 - Part 1

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs in Bengali | November 2022 - Part 1 যেখানে থাকছে ৪০টি কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


Current Affairs in Bengali | November 2022 - Part 1 বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো ধরনের SSC, PSC, RRB, BANK ইত্যাদি পরীক্ষায় বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বেশিরভাগ পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। এই পেজে আমরা Current Affairs in Bengali | November 2022 - Part 1 | কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




Current Affairs in Bengali | November 2022 - Part 1 ::


১) সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- মহম্মদ বিন সলমন।



২) সম্প্রতি প্রেগনেন্সির কত সপ্তাহ পর্যন্ত দেশের সব মহিলাদের গর্ভপাতের অধিকার বৈধ ঘোষণা করল 'সুপ্রিম কোর্ট'?


উত্তরঃ- ২৪ সপ্তাহ।



৩) ২০২২ সালে 'আইআইএফএল ওয়েলথ হারুন ইন্ডিয়া ৪০ অ্যান্ড আন্ডার সেল্ফ-মেড রিচ লিস্ট'এ কে সম্প্রতি শীর্ষস্থান পেলেন?


উত্তরঃ- ভারতের বৃহত্তম স্টক ব্রোকার 'জিরোধা' কোম্পানির সহ-প্রতিষ্ঠাতার নিখিল কামাথ (তার মোট সম্পত্তির পরিমাণ ১৭,৫০০ কোটি টাকা)।



৪) রাজ্যের পর্যটন স্থানগুলির প্রচার করতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আইআরসিটি'র সঙ্গে চুক্তি করল?


উত্তরঃ- ছত্রিশগড়।



৫) সাম্প্রতিক প্রয়াত জয়ন্তী পটনায়ক (৯০ বছর) কে ছিলেন?


উত্তরঃ- ভারতীয় রাজনীতিবিদ ও সমাজকর্মী।



৬) ইউক্রেনের মোট ক'টি অঞ্চলকে সম্প্রতি রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন?


উত্তরঃ- ৪টি।



৭) 'ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ'এর ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অনীশ দয়াল সিং।



৮) 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া'র পূর্ণ সময়ের সদস্য হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণণ।



৯) সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারি চালিত কোয়াডকপ্টার কনজিউমার ক্যামেরা ড্রোন চালু করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ড্রোনটির নাম কি?


উত্তরঃ- ড্রোনি।



১০) কোন গ্রামকে সম্প্রতি ভারতের প্রথম ২৪×৭ সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


উত্তরঃ- গুজরাতের মেহসানা জেলার মোধেরা।



১১) সম্প্রতি প্রয়াত অরুণ বালি (৭৯ বছর) কে ছিলেন?


উত্তরঃ- অভিনেতা।



১২) কোথায় সম্প্রতি জল ক্রীড়া কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর?


উত্তরঃ- হিমাচল প্রদেশের বিলাসপুরের কোলদাম বরমানায়।



১৩) সূর্যের অজানা রহস্য উন্মোচনে, কোন দেশ সম্প্রতি 'কুয়াফু-১' স্যাটেলাইট উৎক্ষেপণ করল?


উত্তরঃ- চীন।



১৪) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 'রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার'এর করা সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্যে সবথেকে বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটে কোন রাজ্যে?


উত্তরঃ- ঝাড়খন্ড (ঝাড়খন্ডে প্রতি ১০০ জন মেয়ের মধ্যে ৫.৮% মেয়েদের বিয়ে হয়ে যায় ১৮ বছর পেরোনোর আগেই, যা সারা দেশে সব থেকে বেশি)।



১৫) 'ইসরো'র 'চন্দ্রযান-২' সম্প্রতি এই প্রথমবারের মতো চাঁদের মাটিতে কোন মৌলের খোঁজ পেল?


উত্তরঃ- সোডিয়াম।



১৬) আরএসএস অধ্যুষিত সংস্থা 'সেবা ভারতী'র তরফ থেকে কারা সম্প্রতি 'সেবা রত্ন' সম্মান পেলেন?


উত্তরঃ- রতন টাটা ও চালসানি বাবু রাজেন্দ্র প্রসাদ।



১৭) 'সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড'এর সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ড. অখিলেশ গুপ্তা।



১৮) 'অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া'র চেয়ারম্যান এখন কে?


উত্তরঃ- এ. বালাসুব্রমনিয়ান।



১৯) ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, কারা সম্প্রতি প্রতিটি জেলায় কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর তৈরি করার মাইলফলক অর্জন করল?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।



২০) সম্প্রতি ভারতের প্রথম মাইক্রো ক্যাটেগরি ড্রোন টাইপ সার্টিফিকেশন পেল কোন সংস্থা?


উত্তরঃ- বেঙ্গালুরুতে অবস্থিত অ্যারোস্পেস কোম্পানি 'অ্যাস্টেরিয়া অ্যারোস্পেস লিমিটেড'।



২১) 'বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন' ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- বিচারপতি দীনেশ কুমার শর্মা।



২২) সম্প্রতি নাগাল্যান্ডের দিখৌ নদী থেকে একটি নতুন প্রজাতির মাছের আবিষ্কার করলেন মকোকচুং জেলার 'ফজল আলি কলেজ'এর গবেষকদের একটি দল। এই নতুন প্রজাতিটির নাম কি রাখা হয়েছে?


উত্তরঃ- Pethia dikhuensis.



২৩) বিশ্বে প্রথম কারা একক স্ট্যান্ডার্ড চার্জার আইন পাস করল?


উত্তরঃ- ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট।



২৪) বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে।



২৫) কে সম্প্রতি 'অপটিমাস' নামে একটি প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট প্রকাশ্যে আনলেন?


উত্তরঃ- ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা 'টেসলা'র চিফ এক্সিকিউটিভ অফিসার এলন মাস্ক (দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করবে মানুষের মত দেখতে এই রোবট)।



২৬) সম্প্রতি সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান। বিমানটির নাম কি?


উত্তরঃ- অ্যালিস (ইজরায়েলের 'অ্যাভিয়েশন এয়ারক্র্যাফট' কোম্পানির তৈরি এই বিমানটি সফলভাবে আকাশে উড়তে সক্ষম হয়েছে। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি ৩,৫০০ ফুট উচ্চতায় উঠেছিল)।



২৭) সম্প্রতি ১৩৬ ফুট লম্বা দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'এ নাম তুলল উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউয়ের জাংকিপুরমের একটি পুজো মণ্ডপ। কিসের আদলে এই পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে?


উত্তরঃ- বৃন্দাবনে নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে।



২৮) ২০২২ সালে 'বিশ্ব ক্ষুধা সূচক'এ ১২১টি দেশের মধ্যে ভারতের স্থান কত?


উত্তরঃ- ১০৭।



২৯) 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র এক্সিকিউটিভ বোর্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত ড. বিবেক মূর্তি।



৩০) বসনিয়া ও হার্জেগোভিনায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- পার্থ সতপতী।



৩১) দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত, 'ওয়ার্ল্ড গ্রীন সিটি পুরস্কার ২০২২'এ 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউসার্স'এর তরফ থেকে ভারতের কোন শহর সম্প্রতি 'ওয়ার্ল্ড গ্রীন সিটি পুরস্কার' ও 'লিভিং গ্রীন ফর ইকোনমিক রিকভারি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ' পুরস্কার পেল?


উত্তরঃ- তেলেঙ্গানার শহর হায়দ্রাবাদ।



৩২) কোন সংস্থা সম্প্রতি রাজস্থানের বিকানের জেলায়, ১,১৯০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- কোল ইন্ডিয়া লিমিটেড।



৩৩) বেঙ্গালুরুর সংস্থা 'থিঙ্ক ট্যাঙ্ক'এর তরফ থেকে ২০২২ সালে প্রকাশিত 'পাব্লিক অ্যাফেয়ার্স ইনডেক্স'এ কোন রাজ্য সম্প্রতি ১৮টি বড় রাজ্যের মধ্যে সেরা শাসিত রাজ্যের শিরোপা পেল?


উত্তরঃ- হরিয়ানা (হরিয়ানার স্কোর ০.৬৯৪৮)।



৩৪) কুয়েতে, ভারতের রাষ্ট্রদূত হিসাবে সম্পতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ড. আদর্শ স্বাইকা।



৩৫) কোথাই সম্প্রতি 'দ্য ট্র্যাপিং জোন' আবিষ্কার করলেন বিজ্ঞানীরা?


উত্তরঃ- ভারতের দক্ষিণ প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপে (এই ট্র্যাপিং জোন হল একটি নতুন বাস্তুতন্ত্র, যা ভূপৃষ্ঠের প্রায় ৫০০ মিটার নিচে আবিষ্কার করা হয়েছে)।



৩৬) কোন দেশে সম্প্রতি 'প্লে পয়েন্টস প্রোগ্রাম' চালু করল গুগল?


উত্তরঃ- ভারত।



৩৭) ইরাকের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- আব্দুল লতিফ রশিদ।



৩৮) 'ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি'র ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- মৃণালিনী শ্রীবাস্তব।



৩৯) বিপন্ন স্লেন্ডার লরিসের জন্য ভারতের প্রথম অভয়ারণ্য কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?


উত্তরঃ- তামিলনাড়ু।



৪০) গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলে আসা সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে, কোন ২ দেশ সম্প্রতি এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছালো?


উত্তরঃ- ইজরায়েল ও লেবানন।




More Current Affairs

Link

Current Affairs October 2022 in Bengali

Click Here



Read More...

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022

Competitive GK Questions in Bengali Part 28

ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ২

Competitive GK Mock Test in Bengali Part 117


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad