Ads Area

RRB Group D Exam Question 2022 in Bengali

RRB Group D Exam 24th August 2022 Questions in Bengali

RRB Group D Exam 24th August 2022
RRB Group D Exam 24th August 2022

নমস্কার বন্ধুরা,

এই পাঠে শেয়ার করলাম RRB Group D Exam 24th August 2022 এর কিছু সাধারণ জ্ঞান, Current Affairs এবং সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর।


এই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী এবং বিভিন্ন ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে। আসুন দেরী না করে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন।



RRB Group D Exam 24th August 2022 Questions in Bengali ::



১) অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে?

উত্তরঃ- রাষ্ট্রপতি।



২) কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?

উত্তরঃ- Na2Co3,10H2O.



৩) ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন?

উত্তরঃ- ১৯৬৬ সালে।



৪) গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন?

উত্তরঃ- বোধগয়া।



৫) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয়?

উত্তরঃ- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।



৬) মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয়?

উত্তরঃ- জানুয়ারি।



৭) ব্লিচিং পাউডার থেকে কোন গ্যাস পাওয়া যায়?

উত্তরঃ- ক্লোরিন।



৮) অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি?

উত্তরঃ- বক্সাইট।



৯) মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ- ওড়িশা।



১০) ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে?

উত্তরঃ- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।



১১) কোন প্রাণীর অযৌন জনন দেখা যায়?

উত্তরঃ- হাইড্রা।



১২) ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল?

উত্তরঃ- গিরিরাজ সিং।



১৩) ১৮১৩ সালে কোন আইন চালু করা হয়?

উত্তরঃ- চার্টার অ্যাক্ট বা সনদ আইন।



১৪) বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত?

উত্তরঃ- দশম।



১৫) ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে?

উত্তরঃ- ওয়েস্ট ইন্ডিজ।



১৬) গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন?

উত্তরঃ- রাওলাট আইন।



১৭) সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে?

উত্তরঃ- ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)।



১৮) ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

উত্তরঃ- কে. সি. নিয়োগী।



১৯) হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয়?

উত্তরঃ- জারণ।



২০) ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে?

উত্তরঃ- রাষ্ট্রপতি।



২১) Forbes most-spoken languages in the world এ বাংলা ভাষার Rank কত?

উত্তরঃ- 6.



২২) Laws of Electromagnetic induction ক দিয়েছিলেন?

উত্তরঃ- মাইকেল ফ্যারাডে।



২৩) মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয়?

উত্তরঃ- জানুয়ারি।



২৪) কয়লা এবং পেট্রোলিয়াম দহনে কোন গ্যাস নির্গত হয়?

উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড।



২৫) সিন্ধু জল চুক্তি অনুসারে ভারত কত শতাংশ সিন্ধু নদীর জল ব্যবহৃত করতে পারে?

উত্তরঃ- ২০ শতাংশ।



২৬) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে কোন দুটি ব্যাঙ্ক যুক্ত হয়েছে?

উত্তরঃ- ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।



২৭) ভারতের তরফ থেকে একমাত্র কোন খেলোয়াড় শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন?

উত্তরঃ- মোহাম্মদ আরিফ খান।



২৮) উদ্ভিদ কখন কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে?

উত্তরঃ- শ্বসন প্রক্রিয়ার সময়।



২৯) Vishnoi জাতির লোক কোন রাজ্যে বসবাস করে?

উত্তরঃ- রাজস্থান।



৩০) কোন উৎসবটি তামিল জাতির পরম্পরাগত এবং ঐতিহ্যবাহী উৎসব যা প্রত্যেক বছর ফসল কাটার উৎসব হিসাবে পালন করা হয়?

উত্তরঃ- পোঙ্গল।



৩১) ১১তম মৌলিক কর্তব্য কোন সালে যুক্ত হয়েছে?

উত্তরঃ- ২০০২ সালে ৮৬তম সংশোধনীর মাধ্যমে।



৩২) প্রথম অর্থনৈতিক সমীক্ষা (First Economic Survey) কবে করা হয়েছিল?

উত্তরঃ- ১৯৫০-১৯৫১ সালে।



৩৩) পোখরানে প্রথম পরমাণু পরীক্ষা কোন সালে করা হয়েছিল?

উত্তরঃ- ১৯৭৪ সালের ১৮ মে । ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম হল স্মাইলিং বুদ্ধ (পোখরান-১)।



৩৪) সংবিধানের কোন ধারণাটি আমেরিকার সংবিধান থেকে ভারতের সংবিধানে নেওয়া হয়েছে?

উত্তরঃ- প্রস্তাবনা (Preamble) মৌলিক অধিকার (Fundamental Rights)।



৩৫) পর্যায় সারণিতে ১১৮টি মৌলের মধ্যে কতগুলি কৃত্রিমভাবে তৈরি?

উত্তরঃ- ২৪টি।



৩৬) 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- নতুন দিল্লি।



৩৭) ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি?

উত্তরঃ- কোরান।



আরও পড়ুন...

Railway Group D Exam 17th August 2022

Railway Group D Exam 18th August 2022

Railway Group D Exam 22nd August 2022

RRB Group D Exam 23rd August 2022



Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad