Ads Area

RRB Group D Exam 2022 Questions in Bengali

RRB Group D Exam 23rd August 2022 Questions in Bengali

RRB Group D Exam 23rd August 2022 Questions
RRB Group D Exam 23rd August 2022 Questions

নমস্কার বন্ধুরা,

এই পাঠে শেয়ার করলাম Railway Group D Exam 23rd August 2022 এর কিছু সাধারণ জ্ঞান, Current Affairs এবং সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর।


এই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী ও বিভিন্ন ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল থেকে। আসুন দেরী না করে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন।


আরও পড়ুন...

➤ RRB Group D Exam Question 2022 (All Dates)




RRB Group D Exam 23rd August 2022 Questions in Bengali::



১) এক গ্লাস জলে একটি কয়েন রেখে দিলে সেটা দেখে ওপরের দিকে ভাসছে বলে মনে হয়। কোন কারণে এমন মনে হয়?

উত্তরঃ- Refraction


২) ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের উপহ্রদ কোথায় অবস্থিত?

উত্তরঃ- উড়িষ্যা (চিলকা হ্রদ)।


৩) নিরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিল?

উত্তরঃ- টোকিও অলিম্পিক।


৪) ২০২২ সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা টেস্ট ম্যাচে কোন খেলোয়াড় তার ১০০ তম টেস্ট ম্যাচ খেলেছে?

উত্তরঃ- বিরাট কোহলি।


৫) ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ভারত কতগুলি ODI ম্যাচ খেলার রেকর্ড বানিয়েছে?

উত্তরঃ- ১০০০


৬) এন. কে. সিং ফাইন্যান্স কমিশনের কততম চেয়ারম্যান?

উত্তরঃ- ১৫ তম।


৭) মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে কোন ধারায় বর্ণিত?

উত্তরঃ- ৭৫(৩) ধারায়।


৮) গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে?

উত্তরঃ- Coliform Bacteria.


৯) Fiscal policies কোনটির part?

উত্তরঃ- Ministry of Finance


১০) পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কখন 'Twenty Point Programme' চালু হয়?

উত্তরঃ- ১৯৭৫ সালে।


১১) Nishagandhi Dance Festival কোথায় পালন করা হয়?

উত্তরঃ- কেরালা।


১২) ইলেকট্রিক হিটারের তার কোনটি দ্বারা তৈরি?

উত্তরঃ- নাইক্রোম।


১৩) সবচেয়ে পুরাতন বেদ কোনটি?

উত্তরঃ- ঋগবেদ।


১৪) সাধারণ মানুষের রক্তচাপ কেমন হয়?

উত্তরঃ- 120/80mmHg


১৫) 'Insolvency and Bankruptcy Noard of India' এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তরঃ- রবি মিত্তাল।


১৬) বিড়ি কোন পাতায় তৈরি হয়?

উত্তরঃ- কেন্দু পাতা।


১৭) Syad Modi ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ জিতেছে কে?

উত্তরঃ- পি. ভি. সিন্ধু।


১৮) ভারত কোন সংস্থার কাছ থেকে ১১৫ মিলিয়ন ডলার লোন নিয়েছে?

উত্তরঃ- বিশ্ব ব্যাঙ্ক (World Bank)।


১৯) নারকেলের সবচেয়ে কঠোর ভাগের নাম কি?

উত্তরঃ- এন্ডোকার্প।


২০) হিমালয়ের সবচেয়ে পূর্বভাগ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

উত্তরঃ- ব্রহ্মপুত্র নদী।


২১) পর্যায় সারণিতে মোট কতগুলি উপাদান রয়েছে এবং কতগুলি প্রাকৃতভাবে পাওয়া?

উত্তরঃ- বর্তমানে ১১৮ টি উপাদান আমাদের কাছে পরিচিত, এই ১১৮ টির মধ্যে মাত্র ৯৪ টি প্রাকৃতভাবে ঘটে।


২২) দ্রাবিড় স্থাপত্য কলার সাথে কোথাকার স্থাপত্য কলার মিল রয়েছে?

উত্তরঃ- দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা।


২৩) সবচেয়ে পুরনো Municipality হলো কোনটি?

উত্তরঃ- Fort Kochi Municipality (Established by Dutch in 1664)


২৪) একটি চুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয় তবে তার Direction কোনদিকে হবে?

উত্তরঃ- উত্তর দক্ষিণ।


২৫) ভারতীয় সংবিধানের ৮০ নম্বর ধারায় রাজ্যসভায় সর্বাধিক অনুমোদিত সদস্য সংখ্যা কত?

উত্তরঃ- ২৫০


২৬) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

উত্তরঃ- পশ্চিমঘাট।


২৭) ভারতীয় সেনা দ্বারা সম্প্রতি একটি মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেটির নাম কি?

উত্তরঃ- 'ASIGMA' (Army Secure IndiGeneous Messaging Application)


২৮) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে দেব নগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ- অনুচূ ৩৪৩(১)।


২৯) অষ্টম বারের জন্য Billiard Championship 2022 জিতেছেন কে?

উত্তরঃ- পঙ্কজ আদবানী।


৩০) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি. ভি. নরসিমহা রাও প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তরঃ- অষ্টম।


৩১) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কি ছিলেন?

উত্তরঃ- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি এবং লেখক।


৩২) রক্ত তঞ্চন বা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

উত্তরঃ- অনুচক্রিকা (Platelets)।


৩৩) নর্মদাপুরাম শহর কোথায় অবস্থিত?

উত্তরঃ- মধ্যপ্রদেশ।


৩৪) লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ- মণিপুর।


৩৫) এইডস এর ভাইরাসের নাম কি?

উত্তরঃ- HIV ভাইরাস।


৩৬) Global Wind Report 2022 ভারতের স্থান কত?

উত্তরঃ- চতুর্থ।


৩৭) চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ- উত্তরপ্রদেশ।


৩৮) কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তরঃ- কর্ণাটক।





Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad