Monthly Current Affairs in Bengali - September 2022 (Part 1) || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
![]() |
Monthly Current Affairs in Bengali - September 2022 |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আমরা আপনাদের জন্য শেয়ার করলাম Monthly Current Affairs in Bengali - September 2022 (Part 1) যেখানে থাকছে ৩২টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - September 2022 (Part 1) || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
আরও পড়ুন...
➤ Monthly Current Affairs in Bengali - August 2022
Monthly Current Affairs in Bengali - September 2022 (Part 1)
১) সম্প্রতি ভারতের মোট কটি শহরে 'গুগল ম্যাপস'এর জনপ্রিয় ফিচার 'গুগল স্ট্রিট ভিউ' চালু করল 'গুগল ইন্ডিয়া'?
উত্তরঃ- ১০টি।
২) কার্গিল সেক্টরের দ্রাসে 'পয়েন্ট ৫১৪০'এর নতুন নাম কি?
উত্তরঃ- গান হিল।
৩) ১৭ আগস্ট, নিজস্ব ই-ট্যাক্সি পরিষেবা চালু করেছে কেরালা সরকার। এটির নাম কি?
উত্তরঃ- কেরালা সাভারি।
৪) দিল্লির পুলিশ কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জয় অরোরা।
৫) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য দুধ ও ডিম প্রকল্প চালু করল?
উত্তরঃ- কেরালা (প্রকল্পটির নাম পোশাকা বাল্যম)।
৬) বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে?
উত্তরঃ- মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায়।
৭) পাক-ই-স্তান পুলিশের প্রথম মহিলা হিন্দু ডেপুটি সুপারেনটেনডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- মনীষা রোপেতা।
৮) শিশুদের ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ও তাদের শিক্ষার ব্যবস্থা করতে, ভারতের কোন রাজ্যের পুলিশ সম্প্রতি 'অপারেশন মুক্তি' নামে এক বিশেষ অভিযান শুরু করল?
উত্তরঃ- উত্তরাখন্ড পুলিশ।
৯) প্রতিরক্ষা প্রযূক্তির বিকাশ ও দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষে, সম্প্রতি কোন আইআইটি'র সঙ্গে যুক্ত হল 'ডিআরডিও'?
উত্তরঃ- আইআইটি রুরকি।
১০) জুলাইয়ে, ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশে পরিণত হল কোন দেশ?
উত্তরঃ- রাশিয়া।
১১) জুরুরি ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য, 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড' সম্প্রতি কোন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল?
উত্তরঃ- বাংলাদেশ।
১২) 'সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার'এর প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সুরেশ এন. প্যাটেল।
১৩) ভারতের প্রধান বিচারপতি কে হতে চলেছেন?
উত্তরঃ- উদয় উমেশ ললিত।
১৪) সম্প্রতি কত সালের মধ্যে 'ভারতীয় বিমান বাহিনী'র সব 'মিগ-২১' যুদ্ধবিমান পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক?
উত্তরঃ- ২০২৫ সাল।
১৫) সহজে কাস্ট সার্টিফিকেট পেতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মিশন ভূমিপুত্র' প্রকল্প চালু করল?
উত্তরঃ- অসম সরকার।
১৬) দেশে 'মাঙ্কিপক্স' পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে, সম্প্রতি বিশেষ টাস্ক ফোর্স গঠন করল কেন্দ্রীয় সরকার। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন কে?
উত্তরঃ- 'নীতি আয়োগ'এর সদস্য ড. ভি. কে. পাল।
১৭) কে সম্প্রতি 'ড. সি. নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কার' পেলেন?
উত্তরঃ- বিশিষ্ট ওড়িয়া লেখিকা ড. প্রতিভা রায়।
১৮) ভারতের জন্য 'বিশ্বব্যাঙ্ক'এর নতুন কান্ট্রি ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- অগাস্তে টানো কুয়ামে
১৯) 'প্রেস ইনফরমেশন ব্যুরো'র প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সত্যেন্দ্র প্রকাশ।
২০) 'ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ'এর ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ড. হিমাংশু পাঠক।
২১) সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন কটি জেলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়?
উত্তরঃ- ৭টি।
২২) ধূমপান মুক্ত প্রজন্ম তৈরীর লক্ষ্যে, বিশ্বে এই প্রথম কোন দেশ সম্প্রতি পার্লামেন্টে তামাক বিরোধী বিল পাস করল?
উত্তরঃ- নিউজিল্যান্ড।
২৩) 'প্রাইম মিনিস্টার্স অফিস'এর ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- শ্বেতা সিং।
২৪) সম্প্রতি শতাব্দি প্রাচীন 'লঙ্গত সিং কলেজ'এর জ্যোতির্বিদ্যা ল্যাব 'ইউনেস্কো'র হেরিটেজ অবজারভেটরির তালিকায় স্থান পেল। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ- বিহার।
২৫) কৃষি পরিকাঠামো তহবিলের ব্যবহারে ভারতের কোন রাজ্য সম্প্রতি শীর্ষস্থান পেল?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।
২৬) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মোট কত স্টার্টআপকে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক মাইলফলক ছুলো ভারত?
উত্তরঃ- ৭৫,০০০।
২৭) কোন এয়ারলাইন্স সম্প্রতি নতুন নীতি চালু করল, যার মাধ্যমে অবসরপ্রাপ্ত পাইলটরা আবারও কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন?
উত্তরঃ- এয়ার ইন্ডিয়া।
২৮) 'বামিংহাম কমনওয়েলথ গেমস'এ পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে সম্প্রতি কোন পদক পেলেন ভারতের সঙ্কেত মহাদেব সরগর?
উত্তরঃ- রুপোর পদক।
২৯) 'বামিংহাম কমনওয়েলথ গেমস'এ মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কে সম্প্রতি সোনার পদক পেলেন?
উত্তরঃ- মীরাবাই চানু।
৩০) কে সম্প্রতি আন্তর্জাতিক টোয়েন্টি-২০ ক্রিকেটের ইতিহাসে পরপর ২টি ম্যাচে শতরান করার নজির গড়লেন?
উত্তরঃ- ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাককিওন।
৩১) 'বামিংহাম কমনওয়েলথ গেমস'এ মহিলাদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে ভারতের বিন্দিয়ারানী দেবী সম্প্রতি কোন পদক পেলেন?
উত্তরঃ- রুপোর পদক।
৩২) বাংলার প্রথম ক্রীড়াবিদ হিসাবে, কে সম্প্রতি 'বামিংহাম কমনওয়েলথ গেমস'এ পুরুষদের ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনার পদক পেয়ে নজির গড়লেন?
উত্তরঃ- অচিন্ত্য শিউলি।
আরও পড়ুন...
➤ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - Part 21
➤ ভারতের রামসার সাইটগুলির তালিকা
➤ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
Please do not enter any spam link in the comment box.