জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 21
GK Questions Answers in Bengali - Part 21 |
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।
GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 21 তে থাকছে 37টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Bangla GK Diary is best government exam preparation website in bengali language.
Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK, History GK, Geography GK, Science GK, Polity GK and Latest Notification.
আরো পড়ুন...
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - Gk Questions Answers in Bengali
১। 'ওপেন হার্ট সার্জারি' কে আবিষ্কার করেন?
➥ ক্লারেন্স ওয়ালটন লিলেহেই।
২। সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়?
➥ ভোরবেলায়।
৩। সালোকসংশ্লেষকারী অঙ্গানু কোনটি?
➥ ক্লোরোপ্লাস্ট।
৪। অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কি?
➥ ইস্ট।
৫। পুরনো পান্ডুলিপির লেখাপড়ার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়?
➥ অবলোহিত রশ্মি।
৬। উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কি কি?
➥ সংশ্লেষণ ও আত্তীকরণ।
৭। প্রোটিন পরিপাকের শেষে কোন পদার্থের সৃষ্টি হয়?
➥ অ্যামাইনো অ্যাসিড।
৮। রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়লে কি ঘটবে?
➥ জন্ডিস।
৯। রক্তের সঞ্চয়স্থল কোন গ্রন্থি?
➥ প্লীহা।
১০। কোন বিজ্ঞানী প্রথম দেখান, সব জৈব যৌগের মধ্যে কার্বন আছে?
➥ অ্যান্তোইন ল্যাভয়সিয়ার।
আরও পড়ুন...
➥ Railway Group D Exam 17th August 2022 Questions in Bengali
১১। পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন মতবাদ সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল?
➥ সহজযান বা, সহজিয়া।
১২। 'বিক্রমশিলা মহাবিহার' কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?
➥ বিক্রমশিলা উপাধিকারী পাল রাজা ধর্মপাল।
১৩। 'অধীনতামূলক মিত্রতা নীতি' কে প্রবর্তন করেন?
➥ লর্ড ওয়েলেসলি।
১৪। সদর দেওয়ানী আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?
➥ ফোর্ট উইলিয়ামে।
১৫। 'মনসব' কথাটির অর্থ কি?
➥ পদমর্যাদা।
১৬। 'দার-উল-সাফা' কি?
➥ গরিবদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়।
১৭। 'দার-উল-সাফা'র প্রতিষ্ঠাতা কে?
➥ সুলতান ফিরোজ শাহ তুঘলক।
১৮। 'দায়ভাগ' গ্রন্থটির রচয়িতা কে?
➥ জিমূতবাহন।
১৯। মহাকবি কালিদাস কোন যুগের কবি?
➥ গুপ্ত যুগ।
২০। পশুচিকিৎসার ওপর গুপ্ত যুগে লেখা ২টি গ্রন্থের নাম কি?
➥ হস্তায়ুর্বেদ ও অশ্বশাস্ত্র।
আরও পড়ুন...
➥ Railway Group D Exam 18th August 2022 Questions in Bengali
২১। কোন নদী দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর ভারতকে আলাদা করেছে?
➥ নর্মদা।
২২। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
➥ সেন্ট লরেন্স।
২৩। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়?
➥ তুঙ্গভদ্রা।
২৪। কোন পুন্যতীর্থ আগে 'কপিল' নামে পরিচিত ছিল?
➥ হরিদ্বার।
২৫। ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কত?
➥ দ্বিতীয়।
২৬। পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে?
➥ ভারত ও শ্রীলঙ্কা।
২৭। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি?
➥ মানস।
২৮। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?
➥ যমুনোত্রী।
২৯। 'মেটস্যাট' কি?
➥ ভারতের আবহাওয়া বিষয়ক উপগ্রহ।
৩০। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়?
➥ অন্ধ্রপ্রদেশ।
আরও পড়ুন...
৩১। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী, বিদেশী রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় ও নতুন রাজ্য গঠন করা যায়?
➥ ২।
৩২। কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন?
➥ রাষ্ট্রপতি।
৩৩। 'সুপ্রিম কোর্ট'এর বিচারপতি তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে, কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন?
➥ রাষ্ট্রপতি।
৩৪। সংসদীয় পদ্ধতিতে ভারতীয় অবদান কোনটি?
➥ অ্যাডজর্নমেন্ট মোশন।
৩৫। কোন বিধায়ক, অর্থ বিধায়ক কিনা, তার সিদ্ধান্ত কে নেন?
➥ লোকসভার অধ্যক্ষ।
৩৬। লোকসভার জিরো আওয়ারের মেয়াদকাল কতদিনের?
➥ অনির্দিষ্ট।
৩৭। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন?
➥ প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।
আরও পড়ুন...
➥ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 18
➥ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 19
➥ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 20
Please do not enter any spam link in the comment box.