বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকা
বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন |
নমস্কার বন্ধুরা,
আজকের এই পাঠে আপনারা পাবেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন সম্পর্কিত একটি তালিকা।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন থেকে প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গেছে। এই বিষয়টি ব্যাঙ্কের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য চাকরির পরীক্ষাতেও এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই তালিকা থেকে আপনি পেয়ে যাবেন।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকাতে থাকছে বিভিন্ন সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক ও বিদেশী ব্যাঙ্কগুলি সম্পর্কে তথ্য।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকা
【 সরকারি ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য】
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | বর্তমান পদাধিকারী | ট্যাগলাইন |
---|---|---|---|---|---|
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯৫৫ | তদানীন্তন ভারত সরকার | মুম্বাই | দীনেশ কুমার খাড়া (Chairman) |
With you all the way/Pure Banking Nothing Else/The Nation's banks on us |
ব্যাঙ্ক অফ বরোদা | ১৯০৮ | মহারাজা সায়াজিরাও | বরোদা | সঞ্জীব চাড্ডা (MD & CEO) |
India's International Bank |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯০৬ | বোম্বাইয়ের ব্যবসায়ীগণ | মুম্বাই | অতনু কুমার দাস (MD & CEO) |
Relationship beyond Banking |
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র | ১৯৩৫ | ভি জি কালে ও ডি কে সাঠে | পুণে | এ এস রাজীব (MD & CEO) |
One family one Bank |
কানাড়া ব্যাঙ্ক | ১৯০৬ | এ সুব্বারাও পাই | বেঙ্গালুরু | এল ভি প্রভাকর (MD & CEO) |
It is easy to change for those who you, Love together we can do... |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯১১ | স্যার সোরাবজি পোচকানওয়ালা | মুম্বাই | এম ভি রাও (MD & CEO) |
Central To you Since 1911/Build a better life around us |
ইন্ডিয়ান ব্যাঙ্ক | ১৯০৭ | ভি কৃষ্ণস্বামী | চেন্নাই | শান্তিলাল জৈন (MD & CEO) |
Taking Banking Technology to the common man |
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক | ১৯৩৭ | এম চিদম্বরম চেট্টিয়ার | চেন্নাই | পার্থপ্রতীম সেনগুপ্ত (MD & CEO) |
Good people to grow with |
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক | ১৯০৮ | ভাইবীর সিং, সুন্দর সিং মজিথা এবং সর্দার টারলোচন সিং | নতুন দিল্লি | স্বরূপ কুমার সাহা (MD & CEO) |
Where service is a way of life |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ১৮৯৫ | দয়াল সিং মজিথা ও অন্যান্য | নতুন দিল্লি | অতুল কুমার গোয়েল (MD & CEO) |
The name you can bank on |
ইউকো ব্যাঙ্ক | ১৯৪৩ | ঘনশ্যাম দাস বিড়লা | কলকাতা | সোমা শঙ্কর প্রসাদ (MD & CEO) |
Honours your Trust |
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯১৯ | ─ | মুম্বাই | এ. মণি মেখালাই (MD & CEO) |
Good People to Bank with |
【 বেসরকারি ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য】
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | বর্তমান পদাধিকারী | ট্যাগলাইন |
---|---|---|---|---|---|
ফেডেরাল ব্যাঙ্ক | ১৯৪৫ | কে পি হার্নিস | কোচি | শ্যাম শ্রীনিবাসন (MD & CEO) |
Your Perfect Banking Partner |
নৈনিতাল ব্যাঙ্ক | ১৯২২ | গোবিন্দ বল্লভ পন্থ | নৈনিতাল | দীনেশ পন্থ (চেয়ারম্যান ও CEO) |
Banking with personal touch |
তামিলনাড়ু মার্কেস্টাইল ব্যাঙ্ক লিঃ | ১৯২১ | নাদার ব্যবসায়িক সমিতি | তুতিকোরিণ | থিরু কে ভি রামামুর্তি (MD & CEO) |
Customer oriented and committed to excellence |
অ্যাক্সিস ব্যাঙ্ক | ১৯৯৪ | UTI, LIC, GIC, NIC, NIAC, OIC, UIIC -এর যৌথ উদ্যোগে | মুম্বাই | অমিতাভ চৌধুরী (MD & CEO) |
Badhti Ka naam Zindagi/Everything is the same except the name |
এইচডিএফসি ব্যাঙ্ক | ১৯৯৪ | ─ | মুম্বাই | শশীধর জগদীশন (MD & CEO) |
We understand your world |
আইসিআইসিআই ব্যাঙ্ক | ১৯৯৪ | ভারতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান | মুম্বাই | সন্দীপ বক্সী (MD & CEO) |
hum Hai Na!!/Khyaal Apka |
ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক | ১৯২০ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর (কেরল) | প্রলয় মন্ডল (অস্থায়ী) (MD & CEO) |
Support all the way |
ধনলক্ষ্মী ব্যাঙ্ক | ১৯২৭ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর (কেরল) | জে কে শিবান (MD & CEO) |
তন. মন. ধন |
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক | ১৯০৪ | কুম্বকনম সিটি ইউনিয়ন ব্যাঙ্কের নাম পরিবর্তন হয়ে ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় | কুম্বকনম (তামিলনাড়ু) | এন কামাকোডি (MD & CEO) |
Trust and Excellence |
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক | ১৯৮৫ | উদয় কোটাক | মুম্বাই | উদয় কোটাক (MD & CEO) |
Let's make money simple |
জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক | ১৯৩৮ | মহারাজা হরি সিং | শ্রীনগর | বলদেব প্রকাশ (MD & CEO) |
Serving to empower |
কর্ণাটক ব্যাঙ্ক | ১৯২৪ | বি আর ব্যাসার্যচর | ম্যাঙ্গালোর | মহাবালেশ্বর এম এস (MD & CEO) |
Your family Bank across India |
কারুর বৈশ্য ব্যাঙ্ক | ১৯১৬ | এম এ ভেঙ্কটরমন চেট্টিয়ার ও অথি কৃষ্ণা চেট্টিয়ার | কারুর (তামিলনাড়ু) | বি রমেশ বাবু (MD & CEO) |
Smart way to Bank |
রত্নাকর ব্যাঙ্ক | ১৯৪৩ | ─ | মুম্বাই | আর শুভ্রমনিয়া কুমার (MD & CEO) |
আপনো কা ব্যাঙ্ক |
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক | ১৯২৯ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর (কেরালা) | মুরলী রামকৃষ্ণন (MD & CEO) |
Experience next generation banking |
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক | ১৯৯৪ | এস পি হিন্দুজা | মুম্বাই | সুমন্ত কাঠপালিয়া (MD & CEO) |
We make you feel richer |
ইয়েস ব্যাঙ্ক | ২০০৪ | রানা কাপুর | মুম্বাই | প্রশান্ত কুমার (MD & CEO) |
Experience our experties |
IDFC First ব্যাঙ্ক | ২০১৫ | রাজীব লাল | মুম্বাই | ভি বৈদ্যনাথন (MD & CEO) |
ব্যাঙ্কিং হটকে |
বন্ধন ব্যাঙ্ক | ২০০১ | চন্দ্রশেখর ঘোষ | কলকাতা | চন্দ্রশেখর ঘোষ (MD & CEO) |
আপকা ভালা সবকি ভালাই |
IDBI ব্যাঙ্ক | ১৯৬৪ | তদানীন্তন ভারত সরকার | মুম্বাই | রাকেশ শর্মা (MD & CEO) |
Banking for all |
【 বিদেশী ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য】
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | বর্তমান পদাধিকারী | ট্যাগলাইন |
---|---|---|---|---|---|
DBS ব্যাঙ্ক | ১৯৬৮ | গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর | সিঙ্গাপুর | পিটার সি লিম হুয়াত (Non-Executive Chairman) |
Live More, Bank Less |
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক | ১৯৬৯ | জেমস উইলসন | লন্ডন (যুক্তরাজ্য) |
হোসে ভিনালস (গ্রুপ চেয়ারম্যান) |
Your right partner |
দয়েস ব্যাঙ্ক | ১৮৭০ | ─ | ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) | ডক্টরপল অ্যাকলেইটনার (Chairman) |
a passion to perform |
বি এন পি পরিবাস | ২০০০ | বি এন পি ও পরিবাস সংস্থার সংযুক্তিকরণের ফলে গঠিত | প্যারিস (ফ্রান্স) | জাঁ লেমিয়ের (চেয়ারম্যান) |
The Bank for a changing world |
বার্কলেস ব্যাঙ্ক | ১৮৯৬ | ২০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের মাধ্যমে গঠিত | লন্ডন | নাইজেল হিগিংস (গ্রুপ চেয়ারম্যান) |
Fluent in Finance |
এ বি এন অ্যামরো | ১৯৯১ | ABN ও AMRO ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গঠিত | আমস্টারডাম (নেদারল্যান্ড) | রবার্ট সোয়াক (CEO) |
Making more possible |
এইচএসবিসি | ১৮৬৫ | থমাস সুথারল্যান্ড | হংকং, লন্ডন, কানাডা | মার্ক ই টাকার (গ্রুপ চেয়ারম্যান) |
The world's local bank |
সিটি ব্যাঙ্ক | ১৮১২ | মসেস টেলর এবং জন জ্যাকব অ্যাস্টির | নিউইয়র্ক | ১) আশু খুল্লার (CEO) ২) প্রমিত ঝাভেরি(সহ সভাপতি) |
The City never sleeps |
আরও পড়ুন...
➥ ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা
➥ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক - Regional Rural Bank | বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য
➥ ব্যাঙ্কের সংযুক্তিকরণ সম্পর্কিত তথ্য | Which bank merged to which bank
➥ মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম | Name of the Covers of Organs in Human Body
Please do not enter any spam link in the comment box.