Ads Area

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম | Name of the Covers of Organs in Human Body

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম | Name of the Covers of Organs in Human Body

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

নমস্কার বন্ধুরা,

এই পেজে আমরা মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম শেয়ার করেছি যেখানে মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তার আবরণীর একটি সুন্দর তালিকা পাবেন।


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম সম্পর্কিত প্রশ্ন আসে। হৃদপিন্ডের আবরণীর নাম কি? যকৃতের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণী পর্দার নাম কি? ফুসফুসের আবরণীর নাম? কিডনির আবরণীর নাম কি? এই ধরনের প্রশ্নগুলি প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা গেছে।


আজকের এই মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম সম্পর্কিত তালিকাটি ভালো করে দেখে নিন। আগামী পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আপনি সহজেই করতে পারবেন।




মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম



অঙ্গের নাম আবরণীর নাম
ফুসফুস প্লুরা
হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড মেনিনজেস
বৃক্ক রেনাল ক্যাপসুল
যকৃত গ্লিনস ক্যাপসুল
তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম
ক্রোমোজোম পেলিকল
অস্থি (ভেতরে) এন্ডোস্টিয়াম
অস্থি (বাহিরে) পেরিঅস্টিয়াম
পেশি সারকোলেমা
কোষ গহ্বর টনোপ্লাস্ট




❖ মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ বৃক্কের আবরণীর নাম কি?

উত্তরঃ রেনাল ক্যাপসুল


প্রশ্নঃ মস্তিষ্কের আবরণীর নাম কি?

উত্তরঃ মেনিনজেস


প্রশ্নঃ যকৃতের আবরণীর নাম কি?

উত্তরঃ গ্লিনস ক্যাপসুল


প্রশ্নঃ ফুসফুসের আবরণীর নাম কি?

উত্তরঃ প্লুরা


প্রশ্নঃ হৃদপিন্ডের আবরণীর নাম কি?

উত্তরঃ পেরিকার্ডিয়াম





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad