Ads Area

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs - May 2022 Part - 3

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 3)



★ কে সম্প্রতি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ৫টি আট হাজারি শৃঙ্গের শিখর ছুঁয়ে নজির গড়লেন?


➥ পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা ৩০ বছর বয়সি প্রিয়াঙ্কা মোহিতে।


★ ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি 'মুখ্যমন্ত্রী মুফট সেওয়ার কানেকশন যোজনা' চালু করল?


➥ দিল্লি (এর অধীনে, পূর্ব দিল্লিতে অবস্থিত ২৫,০০০ পরিবারকে বিনামূল্যে নর্দমা সংযোগ দেওয়া হবে)।


★ মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা 'সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি'র প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচান্দানি।


★ কোন টানেল সম্প্রতি নয়াদিল্লিতে, 'ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস'এর তরফ থেকে 'সেরা পরিকাঠামো প্রকল্প'এর পুরস্কার পেল?


➥ হিমাচল প্রদেশের রোহটাং'এ 'বর্ডার রোড অর্গানাইজেশন'এর তৈরি 'অটল টানেল'।


★ কে সম্প্রতি পেরুর বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সর্বোচ্চ কূটনৈতিক পুরস্কার অর্ডার অফ 'মেরিটে ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিস অফ পেরু জোসে গ্রেগোরিও পাজ সোলডান' পেলেন?


➥ মুম্বাইতে, পেরুর প্রাক্তন রাষ্ট্রদূত আর্দেশির বি. কে. দুবাশ।


★ ভারতের প্রথম রাজ্য হিসেবে, ওয়েবসাইট-ভিত্তিক 'মাইগ্রেশন ট্রাকিং সিস্টেম' অ্যাপ্লিকেশন তৈরি করল কারা?


➥ মহারাষ্ট্র।


★ "রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া'স সিভিল রেজিসট্রেশন সিস্টেম রিপোর্ট - ২০২০" অনুযায়ী, ভারতের সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে?


➥ লাদাখ (এখানে প্রতি ১,০০০ জন পুরুষ অনুযায়ী মহিলার জন্ম সংখ্যা ১,১০৪ জন)।


★ কাকে সম্প্রতি 'হোয়াইট হাউস'এ প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হিসেবে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন?


➥ কারিন জিন-পিয়ের।


★ কোথায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম কাচের সেতু চালু হল?


➥ ভিয়েতনাম ('বাচ লং' বা 'হোয়াইট ড্রাগন' নামে পরিচিত এই সেতুটির মোট দৈর্ঘ্য ৬৩২ মিটার)।


★ ২০২২ সালে কে 'বিশ্ব খাদ্য পুরস্কার' পেলেন?


➥ প্রবীণ গবেষণা বিজ্ঞানী তথা নিউইয়র্ক সিটিতে 'নাসা'র 'গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ'এর ক্লাইমেট ইম্প্যাক্টস গ্রুপের প্রধান সিন্থিয়া রোজেনজওয়েগ (খাদ্যশৃঙ্খল ও জলবায়ুর মধ্যে সম্পর্ক ও উভয়ই ভবিষ্যতে কীভাবে পরিবর্তিত হবে, সে বিষয়ে পূর্বাভাস সম্পর্কিত গবেষণার জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম উপজাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিল?


➥ ওড়িশা সরকার।


★ কোথায় সম্প্রতি ভারতের প্রথম 'ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব' চালু হল?


➥ হায়দ্রাবাদের 'ড. রেড্ডিস ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস'এ।


★ রাজ্যের বিভিন্ন কারাগারে শাস্তি ভোগ করা কয়েদিদের জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'জিভালা' নামে একটি ঋণ প্রকল্প চালু করল?


➥ মহারাষ্ট্র।


★ কোথায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম রেপ্টর ডাইনোসরের দেহাবশেষের খোঁজ মিলল?


➥ লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়।


★ কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ অলকেশ কুমার শর্মা।


★ 'ভারতীয় বিমান বাহিনী'র ডিরেক্টর জেনারেল (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ এয়ার মার্শাল সঞ্জীব কাপুর।


★ দেশের একমাত্র জেলা হিসেবে, সব গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি লাইব্রেরি স্থাপন করে নজির গড়ল কোন জেলা?


➥ ঝাড়খণ্ডের জামতারা।


★ কোথায় সম্প্রতি ভারতের প্রথম শহর হিসেবে ভ্যাকুয়াম-ভিত্তিক নিষ্কাশন ব্যবস্থা চালু হল?


➥ উত্তর প্রদেশের আগ্রায়।


★ 'ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস'এর চেয়ারপার্সন এখন কে?


➥ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা।


★ ২০২২ সালে কে লন্ডনে 'রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি'তে 'হুইটলি গোল্ড পুরস্কার' পেলেন?


➥ প্রখ্যাত তুষার চিতা বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী সংরক্ষণবিদ ড. চারুদত্ত মিশ্র (এশিয়ার উচ্চ পর্বত বাস্তুতন্ত্রের বড় বিড়াল প্রজাতির সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জড়িত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ ২০২২-'২৩ সালের জন্য, 'ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কম্পানিজ'এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ কৃষ্ণণ রামানুজম।


★ কে সম্প্রতি উত্তর ইংল্যান্ডের ডারহাম কাউন্টির বার্নার্ড ক্যাসেলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মেয়র হিসেবে মনোনীত হয় নজির গড়লেন?


➥ কলকাতার মেয়ে রিমা চট্টোপাধ্যায়।


★ ইউক্রেনে, মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ব্রিডগেট ব্রিঙ্ক।


★ কোন বলিউড অভিনেত্রী ৭৫ তম 'কান চলচ্চিত্র উৎসব'এর জুরির সদস্য হচ্ছেন?


➥ দীপিকা পাডুকোন।


★ ২০২২ সালে কে 'বর্ষসেরা পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার'এর সম্মান পেলেন?


➥ কলকাতার বাসিন্দা দেবদত্ত চক্রবর্তী (ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে তোলা 'কেবাবিয়ানা' নামের একটি ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'সোশ্যাল আওয়ারেনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি' নামে একটি সামাজিক সচেতনতা প্রচারাভিযান চালু করল?


➥ কর্ণাটক।


★ ভারতীয় হজ কমিটির চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ অরুবনপল্লী পুঠিয়াপুরক্কাল আব্দুল্লাক্কুটি।


★ সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট'এর রিপোর্ট অনুসারে, ২০২১ সালে সামরিক খাতে খরচের হিসেবে ভারতের স্থান কত?


➥ তৃতীয়।


★ সম্প্রতি প্রয়াত টনি ব্রুকস (৯০ বছর) কোন দেশের প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসিং কার ড্রাইভার?


➥ ব্রিটেন।


★ নিষিদ্ধ স্টেরয়েড (স্ট্যানোজোলল) পরীক্ষার ফল পজিটিভ আসায়, কার ওপর সম্প্রতি সাময়িক নিষেধাজ্ঞা জারি করল 'অ্যাথলেটিকস ইন্টিগ্রিটি ইউনিট'?


➥ ভারতীয় মহিলা ডিসকার থ্রোয়ার কমলপ্রীত কাউর।


★ ব্রাজিলে অনুষ্ঠিত, ২৪ তম 'বধির অলিম্পিক'এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে কে সম্প্রতি সোনার পদক পেলেন?


➥ ভারতীয় শুটার ধানুশ শ্রীকান্ত।




Current Affairs

Link

Monthly Current Affairs - May 2022 Part - 2

Click Here

Monthly Current Affairs - May 2022 Part - 1

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad