Ads Area

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - May 2022
Monthly Current Affairs in Bengali - May 2022

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।






Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 1)



★ কোন দেশকে সম্প্রতি 'রাষ্ট্রসংঘ'এর মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হল?


➥ রাশিয়া (ইউক্রেনে গনহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।


★ ২০২২ সালে 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি' তালিকায়, ভারতের সব আইন স্কুলের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলো কারা?


➥ 'ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি'র 'জিন্দাল গ্লোবাল ল স্কুল'।


★ কোন দেশ সম্প্রতি সফলভাবে 'গাওফেন-৩০৩' নামে একটি নতুন পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করল?


➥ চিন।


★ সম্প্রতি চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে সম্মানিত করলো 'ওহিও স্টেট সেনেট'। কোন চলচ্চিত্রের জন্য এই সম্মান পেলেন তিনি?


➥ দ্য কাশ্মীর ফাইলস।


★ ২০২২ সালে মার্কিনী ব্যবসায়িক পত্রিকা 'ফোর্বস'এর তরফ থেকে প্রকাশিত, বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় কে শীর্ষস্থান পেলেন?


➥ 'টেসলা' ও 'স্পেসএক্স'এর চিফ এক্সিকিউটিভ অফিসার এলন মাস্ক (তার মোট সম্পদের মূল্য ২১৯ বিলিয়ন ডলার)।


★ ২০২২ সালে কে 'ও. হেনরি পুরস্কার' পেলেন?


➥ বর্ষীয়ান বাঙালি লেখক অমর মিত্র ('গাঁওবুড়ো' ছোটগল্পের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ ২০২১ সালে কে 'সরস্বতী সম্মান'এর জন্য মনোনীত হলেন?


➥ প্রখ্যাত হিন্দি কবি ও সাহিত্যিক তথা অধ্যাপক রামদরশ মিশ্র (২০১৫ সালে প্রকাশিত হিন্দি কবিতা সংকলন 'Mein to Yahan Hun'এর জন্য এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিনি)।


★ অন্ধ্রপ্রদেশে সম্প্রতি কটি নতুন জেলার সূচনা করা হয়েছে?


➥ ১৩টি (ফলে, এখন রাজ্যের মোট জেলার সংখ্যা দাঁড়ালো ২৬)।


★ ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ বিনয় মোহন কোয়াত্রা।


★ ছাত্র-ছাত্রীদের পাঠক্রম বহির্ভূত ক্রিয়া-কলাপের কাজে উৎসাহিত করার জন্য, স্কুলে ক্লাস শেষের পর সরকারি স্কুলগুলির জন্য, ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'হবি হাবস' চালু করল?


➥ দিল্লি সরকার।


★ ২০২১ সালে কে অসামান্য মহিলা মিডিয়াব্যক্তিত্ব হিসেবে, 'চামেলি দেবী জৈন পুরস্কার' পেলেন?


➥ মুম্বাইয়ের সাংবাদিক আরেফা জোহরি।


★ হাঙ্গেরির প্রধানমন্ত্রী এখন কে?


➥ ভিক্টর ওরবান।


★ কাকে সম্প্রতি মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের প্রথম স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে মনোনীত করল 'ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল'?


➥ ড. ইয়ান ফ্রাই।


★ সার্বিয়ার প্রেসিডেন্ট এখন কে?


➥ আলেকজান্ডার ভুসিচ।


★ 'ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন'এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ড. মনোজ সোনি।


★ ভার্চুয়াল পদ্ধতিতে ২ দেশের মধ্যে ব্রডগেজ রেল পরিষেবার উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা। কোন রুটে এই ট্রেন চলবে?


➥ বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত।


★ ভারতের কোন রাজ্যে সম্প্রতি 'শি অটো' স্ট্যান্ড চালু হয়েছে?


➥ অন্ধ্রপ্রদেশ।


★ ভারতীয় বায়ুসেনার কোন হেলিকপ্টারের সম্প্রতি ৬০ বছর পূর্তি পালিত হল?


➥ চেতক হেলিকপ্টার।


★ 'দিল্লি মেট্রো রেল কর্পোরেশন'এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ বিকাশ কুমার।


★ কে সম্প্রতি সবথেকে কম সময়ে প্রায় ৬,০০০ কিলোমিটার পথ দৌড়ে শেষ করার জন্য 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়লেন?


➥ দিল্লির আল্ট্রা রানার সুফিয়া খান (২০২০ সালের ১৬ ডিসেম্বর দিল্লি থেকে দৌড় শুরু করে ২০২১ সালের ৬ এপ্রিলের মধ্যে এই ৬০০২ কিলোমিটার রাস্তার দৌড় সম্পূর্ণ করেন তিনি। এই দৌড় শেষ করতে তার মোট সময় লেগেছে ১১০ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট)।


★ ২০২২ সালে 'উইংস ইন্ডিয়া'র তরফ থেকে, মর্যাদাপূর্ণ 'সেরা দেশীয় বিমানসংস্থা'র পুরস্কার পেল কারা?


➥ 'স্টার এয়ার' (সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সংযোগহীন রুট জুড়ে ভ্রমণকারীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেল তারা)।


★ কেমিক্যাল ফার্ম 'এসআরএফ লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ আশিষ ভরত রাম।


★ 'সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া'র ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ সঞ্জয় শর্মা।


★ 'টাটা স্টিল'এর ভাইস-চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ নোয়েল নাভাল টাটা।


★ বিশ্বের প্রথম দেশ হিসেবে বন্য পশুদের বৈধ অধিকার অনুমোদন করলো কারা?


➥ ইকুয়েডর (এই আইনের মাধ্যমে বন্য পশুদের শিকার, চোরাচালান ও খাঁচায় বন্দী করা যাবে না)।


★ কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে চালু হওয়া, প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন কে?


➥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


★ কোন দেশ সম্প্রতি 'হেলিনা' নামে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করল?


➥ ভারত।


★ ভারতের প্রথম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে বৈদ্যুতিক সাইকেলকে বৈদ্যুতিক যানবাহন নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত করছে কারা?


➥ দিল্লি।


★ ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পতি ১৬৫ ফুট উচ্চতায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার কথা ঘোষণা করেছেন?


➥ মনিপুর।


★ 'এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ বিক্রম দেব দত্ত।


★ ২০২১ সালে 'এআইএমএ ম্যানেজিং ইন্ডিয়া পুরস্কার'এ, 'চলচ্চিত্র' বিভাগে কে সম্প্রতি 'বর্ষসেরা পরিচালক'এর সম্মান পেলেন?


➥ সুজিত সরকার ('সর্দার উধম' চলচ্চিত্রের জন্য এই সম্মান পেলেন তিনি)।


★ সম্প্রতি প্রয়াত প্রফুল্ল কর (৮৩ বছর) কোন ভাষার সঙ্গীতশিল্পী ছিলেন?


➥ ওড়িয়া।


★ পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন কে?


➥ শাহবাজ শরীফ।


★ সাম্প্রতিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় 'মেগি' কোন দেশে আঘাত হেনেছে?


➥ ফিলিপিন্স (স্থানীয় ভাষায় এটির নাম দেওয়া হয়েছে 'আগাটন')।


★ 'হুনার হাট'এর ৪০ তম সংস্করণ সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছে?


➥ মুম্বাই।


★ কোথায় সম্প্রতি দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য, ভারতের প্রথম ইন্টারনেট রেডিও চ্যানেল 'রেডিও অক্ষ' চালু হল?


➥ মহারাষ্ট্রের নাগপুরে।


★ কোন দেশ সম্প্রতি 'NROL-85' নামে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করল?


➥ মার্কিন যুক্তরাষ্ট্র।


★ মালিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ভারতীয় বংশোদ্ভূত রচনা সচদেব কোরহোনেন।


★ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণাকারী কায়রন পোলার্ড কোন দেশের খেলোয়াড়?


➥ ওয়েস্ট ইন্ডিজ।


★ কোন ২ দেশের খেলোয়াড়দের সম্প্রতি ২০২২ সালের 'উইম্বলডন'এ অংশগ্রহণে নিষিদ্ধ করা হল?


➥ রাশিয়া ও বেলারুশ (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad