General Science - WBCS Prelims Previous Year 2014 | বিগত বছরের সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
![]() |
General Science - WBCS Prelims Previous Year 2014 |
নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা WBCS Prelims Previous Year 2014 সালের General Science অর্থাৎ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি।
General Science - WBCS Prelims Previous Year বিগত বছরের সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি থেকে আপনি ধারণা করতে পারবেন সাধারণ বিজ্ঞান বা General Science থেকে কোন ধরনের প্রশ্নগুলি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে WBCS Prelims Previous Year (2000-2021) বিগত প্রতিটি বছরের সাধারণ বিজ্ঞান (General Science) প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে। এর কম বা বেশি General Science এর প্রশ্ন কোনো কোনো সালে এসেছে।
আরো পড়ুন...
✤ General Science - WBCS Prelims Previous Year 2000
✤ General Science - WBCS Prelims Previous Year 2001
✤ General Science - WBCS Prelims Previous Year 2002
✤ General Science - WBCS Prelims Previous Year 2003
✤ General Science - WBCS Prelims Previous Year 2004
✤ General Science - WBCS Prelims Previous Year 2005
✤ General Science - WBCS Prelims Previous Year 2006
✤ General Science - WBCS Prelims Previous Year 2007
✤ General Science - WBCS Prelims Previous Year 2008
✤ General Science - WBCS Prelims Previous Year 2009
✤ General Science - WBCS Prelims Previous Year 2010
✤ General Science - WBCS Prelims Previous Year 2011
✤ General Science - WBCS Prelims Previous Year 2012
✤ General Science - WBCS Prelims Previous Year 2013
General Science - WBCS Prelims Previous Year 2014
1. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন?
A) তির্যক (Transverse)
B) অনুদৈর্ঘ্য (Longitudinal)
C) তড়িৎ চুম্বকীয় (Electromagnetic)
D) সমবর্তন (Polarized)
Ans: B) অনুদৈর্ঘ্য (Longitudinal)
2. নিচের কোনটি ব্যতিক্রম?
A) মিটার
B) ফার্লং
C) একর
D) মাইল
Ans: C) একর
3. রাডার (RADAR) কোন কাজে ব্যবহৃত হয়?
A) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে
B) বেতার গ্রাহক থেকে সংকেত নিতে
C) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে
D) কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে
Ans: D) কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে
4. নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক?
A) আলফা রশ্মি
B) বিটা রশ্মি
C) গামা রশ্মি
D) X-ray
Ans: C) গামা রশ্মি
5. আলোকবর্ষ (Light Year) কিসের একক?
A) সময়
B) দূরত্ব
C) আলো
D) আলোর প্রাবল্য
Ans: B) দূরত্ব
6. কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলে?
A) আপেক্ষিক তাপ (Specific heat)
B) তাপগ্রাহিতা (Thermal capacity)
C) জলসম (Water equivalent)
D) ওপরের কোনোটিই নয়
Ans: B) তাপগ্রাহিতা (Thermal capacity)
7. বায়ুমন্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে?
A) হিলিয়াম
B) নিয়ন
C) আর্গন
D) জেনন
Ans: C) আর্গন
8. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?
A) প্লাটিনাম
B) রুপো
C) লোহা
D) সোনা
Ans: D) সোনা
9. সাধারণত বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কিভাবে থাকে?
A) সমান্তরাল সজ্জা
B) শ্রেণি সজ্জা
C) শ্রেণী ও সমান্তরাল সজ্জা
D) উপরের কোনোটিই নয়
Ans: A) সমান্তরাল সজ্জা
10. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি?
A) প্রতিসরণ
B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
C) বিক্ষেপ
D) প্রতিফলন
Ans: B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
11. ধোলাই করা সোডার (Washing soda) রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম কার্বনেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) সোডিয়াম বাই কার্বনেট
D) সোডিয়াম হাইড্রোক্সাইড
Ans: A) সোডিয়াম কার্বনেট
12. H+ এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত?
A) শূন্য
B) এক
C) দুই
D) তিন
Ans: A) শূন্য
13. একটি আইসোটোপের অর্ধায়ু হল 2 ঘণ্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে?
A) 1/6
B) 1/3
C) 1/8
D) 1/4
Ans: C) 1/8
14. লবঙ্গ (Clove) আহরণ করা হয় কোন অংশ থেকে?
A) মূল (Root)
B) কান্ড (Stem)
C) পাতা (Leaf)
D) ফুলের মুকুল (Flower bud)
Ans: D) ফুলের মুকুল (Flower bud)
15. নিচের কোনটি প্রকৃত ফল নয়?
A) খেজুর
B) কুল
C) আপেল
D) আঙ্গুর
Ans: C) আপেল
16. নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়?
A) পেলেগ্রা
B) রিকেট
C) কোয়াশিওরকর
D) রেটিনোব্লাসটোমা
Ans: C) কোয়াশিওরকর
17. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়?
A) পোলিও
B) ম্যালেরিয়া
C) ডার্মাটাইটিস
D) কলেরা
Ans: C) ডার্মাটাইটিস
18. AIDS-এর কারণ কি?
A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) প্রোটোজোয়া
D) হেলমিন্থ
Ans: B) ভাইরাস
19. নিচের কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের?
A) পাতার জালিকা শিরা
B) প্রধান মূল তন্ত্র
C) ট্রাইমেরাস পুষ্প
D) চিরজীবী
Ans: C) ট্রাইমেরাস পুষ্প
20. 'কম্পাউন্ড মাইক্রোস্কোপ'এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য?
A) দুটি লেন্স
B) অতিবেগুনি রশ্মির দরকার
C) শুধুমাত্র মৃত জীব দেখার জন্য ব্যবহার
D) বড় জায়গার দরকার
Ans: A) দুটি লেন্স
21. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি V, J, L অথবা I আকৃতির হয়?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ
Ans: C) অ্যানাফেজ
22. পাচিত খাদ্যের শোষন কোথায় হয়?
A) পাকস্থলীতে (Stomach)
B) ক্ষুদ্রান্ত্রে (Small Intestine)
C) বৃহদান্ত্রে (Large Intestine)
D) কোলনে (Colon)
Ans: B) ক্ষুদ্রান্ত্রে (Small Intestine)
23. রাইজোম (Rhizome) কেন একটি পরিবর্তিত কান্ড?
A) মাটি থেকে উলম্বভাবে বাড়ে ও এতে শাঁসালো পাতা থাকে
B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
C) এর কাণ্ডটি নিবিড় ও ডিস্ক এর মতো
D) এর পর্ব আছে, আন্তরপর্ব আছে ও পাতাগুলি বাদামী, আঁশের মতো
Ans: B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
24. প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ হল?
A) স্নায়ু কোষ
B) হেপাটোসাইট
C) রক্ত কোষ
D) পেশী কোষ
Ans: A) স্নায়ু কোষ
25. গাজরের শিকর সনাক্তকরণ বৈশিষ্ট্য হল?
A) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল (conical with small roots)
B) শাঙ্কবাকৃতি ও কোন ক্ষুদ্র মূল নেই (conical without small roots)
C) ছোট শিকড়সহ গোলাকার (round with small roots)
D) ছোট শিকড় ছাড়া অনিয়মিত (regular with no small roots)
Ans: A) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল (conical with small roots)
More Important GK | Link |
---|---|
WBJEE GNM & ANM Mock Test 2022 | Click Here |
Please do not enter any spam link in the comment box.