Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2007 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2007 Solved Question Answer


নমস্কার বন্ধুরা,
WBCS Prelims Previous Year 2007 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।
Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।



General Science - WBCS Prelims Previous Year 2007


1. অগ্নি-3 হল?


A) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল

B) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল

C) সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল

D) শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল


Ans: B) ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল


2. কোন ফাইটোহরমোন সেনসেন্সের জন্য দায়ী?


A) সাইটোকাইনিন

B) অক্সিন

C) জিব্বেরেলিন

D) ইথিলিন


Ans: D) ইথিলিন


3. নিউট্রনের আবিস্কর্তা হলেন?


A) জেমস চ্যাডউইক

B) জে. জে. থমসন

C) রাদারফোর্ড

D) নীলস বোর


Ans: A) জেমস চ্যাডউইক


4. নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ (hereditary disease) নয়?


A) হিমোফিলিয়া (Hemophilia)

B) বর্ণান্ধতা (Color blindness)

C) আলঝাইমার ব্যাধি (Alzheimer's disease)

D) ডাউন সিনড্রোম (Down's syndrome)


Ans: C) আলঝাইমার ব্যাধি (Alzheimer's disease)


5. হাতের সাহায্যে বস্তু তোলার সময়, হাত কি ভাবে কাজ করে?


A) প্রথম শ্রেণীর লিভার

B) দ্বিতীয় শ্রেণীর লিভার

C) তৃতীয় শ্রেণীর লিভার

D) সরল যন্ত্র


Ans: C) তৃতীয় শ্রেণীর লিভার


6. হোয়াইট ভিট্রিয়ল (white vitriol) হল?


A) FeSO4, 7H2O

B) ZnSO4, 7H2O

C) MgSO4, 7H2O

D) CuSO4, 7H2O


Ans: C) MgSO4, 7H2O


7.  ইকোলজিক্যাল নিচ (Ecological niche) বলতে কী বোঝায়?


A) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ

B) একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ

C) উপরের (A) এবং (B) উভয়ই

D) উপরের কোনোটিই নয়


Ans: A) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ


8. নিম্নোক্ত কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়?


A) নারোরা

B) কাকরাপাড়া

C) চামেরা

D) কুদানকুলাম


Ans: C) চামেরা


9. লোহা (Iron) দ্রবীভূত হয় না?


A) গরম লঘু NHO4-তে

B) ঠাণ্ডা লঘু HNO3-তে

C) ধূমায়িত HNO3-তে

D) উপরের কোনোটিতেই নয়


Ans: C) ধূমায়িত HNO3-তে


10. সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির, কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা ________?


A) সম্পূর্ণ শোষণ করে

B) সম্পূর্ণ প্রতিফলিত করে

C) প্রতিসরিত করে

D) বিক্ষিপ্ত প্রতিফলিত করে


Ans: D) বিক্ষিপ্ত প্রতিফলিত করে


11. ভিরিয়ন (virion) হল?


A) ভাইরাসের সংক্রামক কণা

B) ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা

C) ভাইরাসের সংক্রামক দশা

D) উপরের কোনোটিই নয়


Ans: A) ভাইরাসের সংক্রামক কণা


12. প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়?


A) কার্বন ডাই অক্সাইড

B) হাইড্রোজেন ফ্লুরাইড

C) কার্বন মনোক্সাইড

D) সালফার ডাই অক্সাইড


Ans: A) কার্বন ডাই অক্সাইড


13. পিডাংকেল (peduncle) একটি?


A) ফুলের বৃন্ত (Stalk of flower)

B) পাতার বৃন্ত (Stalk of a leaf)

C) ফলের বৃন্ত (Stalk of a fruit)

D) উপরের কোনোটিই নয়


Ans: A) ফুলের বৃন্ত (Stalk of flower)


14. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল?


A) 0

B) -1/2

C) -1

D) +2


Ans: B) -1/2


15. পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়?


A) তাপের সুপরিবাহী

B) ঘনত্ব বেশি

C) তড়িৎ সুপরিবাহী

D) সহজলভ্যতা


Ans: A) তাপের সুপরিবাহী


16. মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়?


A) কিউলেক্স মশা

B) ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই

C) সাইমেক্স ছারপোকা

D) সার্কোপ্টিস মাইট


Ans: B) ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই


17. দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা যায়?


A) ইমালসন (emulsion)

B) জেন (gel)

C) ফেনা (foam)

D) সল (sol)


Ans: A) ইমালসন (emulsion)


18. মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে?


A) XY ক্রোমোজোম

B) XO ক্রোমোজোম

C) XX ক্রোমোজোম

D) XXO ক্রোমোজোম


Ans: A) XY ক্রোমোজোম


19. প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক (producer) ধরনের এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্তলাভিষিক্ত?


A) ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন

B) ভাসমান প্লাঙ্কটন প্রাণীবৃন্দ/জুপ্লাঙ্কটন

C) নিরামিষভোজী প্রাণীবৃন্দ/হার্বিভোর

D) আমিষভোজী প্রাণীবৃন্দ/কার্নিভোর


Ans: A) ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন


20. সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস?


A) টোবাকো মোজাইক ভাইরাস

B) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস

C) এডিনো ভাইরাস

D) ওপরের কোনোটিই নয়


Ans: B) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস


21. নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসেবে কাজ করে?


A) H2O2

B) MnO2

C) K2Cr2O7

D) H2S


Ans: D) H2S


22. রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন একটি?


A) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো-পলিমার

B) কার্বোহাইড্রেট

C) প্রোটিন

D) ল্যাকটিক অ্যাসিড


Ans: A) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো-পলিমার


23. কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন্ কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে?


A) ইলেকট্রন

B) পজিট্রন

C) নিউট্রন

D) ফোটন


Ans: A) ইলেকট্রন


24.  কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলে?


A) 0°C

B) 100°C

C) 4°C

D) 10°C


Ans: C) 4°C


25.  একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক একই বেগে চলছে। ট্রাক দুটির গঠন হুবহু এক হলেও, মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে এ থেকে কোন সূত্রটি প্রমাণিত হয়?


A) নিউটনের প্রথম গতিসূত্র

B) নিউটনের দ্বিতীয় গতিসূত্র

C) নিউটনের তৃতীয় গতিসূত্র

D) মহাকর্ষীয় সূত্র


Ans: B) নিউটনের দ্বিতীয় গতিসূত্র


26.  যখন একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে তোলা হয়, তখন তার ওজনের কি পরিবর্তন হবে?


A) বৃদ্ধি

B) একই থাকে

C) হ্রাস

D) ওঠানামা


Ans: C) হ্রাস


27.  নিচের কোনটি বহুরূপী প্রজাতি (polymorphic species)?


A) বাগানের টিকটিকি ( Garden Lizard)

B) মাকড়সা (Spider)

C) গরিলা (Gorilla)

D) পিঁপড়া (Ant)


Ans: D) পিঁপড়া (Ant)




More Important GK Link
General Science - WBCS Prelims Previous Year 2006 Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad