Ads Area

হরপ্পা/সিন্ধু সভ্যতা (Harappan/Indus civilization) - হরপ্পার প্রত্নক্ষেত্রের প্রাপ্ত নিদর্শনাদি -Archaeological Evidence found in Harappan Sites

হরপ্পা/সিন্ধু সভ্যতা (Harappan/Indus civilization) - হরপ্পার প্রত্নক্ষেত্রের প্রাপ্ত নিদর্শনাদি -Archaeological Evidence found in Harappan Sites


সিন্ধু সভ্যতার নামকরণ 'হরপ্পা সভ্যতা' হল কেন?


সুপ্রাচীন সভ্যতার সর্বপ্রথম আবিষ্কৃত স্থলটি সিন্ধুনদের তীরবর্তী অঞ্চলে হওয়ায় এটি সুদীর্ঘকাল যাবৎ 'সিন্ধু সভ্যতা' নামেই সমধিক পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সিন্ধুতট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরে বহুদূর পর্যন্ত বিস্তৃত প্রায় ১৫০০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া মহেঞ্জোদাড়োর তুলনায় হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলি অনেক বেশি প্রাচীন ও মহেঞ্জোদাড়ো অপেক্ষা গুরুত্বপূর্ণ বলে বর্তমানে প্রত্নতত্ত্ববিদগণের নিকট এই সভ্যতা 'হরপ্পা সভ্যতা' নামে সুপরিচিত।



বিস্তারিত জানুন - হরপ্পা সভ্যতার ইতিহাস, শিল্প সাহিত্য, বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা



হরপ্পার প্রত্নক্ষেত্রের প্রাপ্ত নিদর্শনাদি -Archaeological Evidence found in Harappan Sites


✱ মহেঞ্জোদাড়ো:

স্নানাগার, শস্য ভান্ডার, বহুসংখ্যক স্তরের উপর গড়ে ওঠা সভাগৃহ, নৃত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, ব্রঞ্চ নির্মিত মোষের মূর্তি, গম ও যবের দানা, সিলমোহর, সুতো কাটার চরকা, পুরোহিত রাজার মূর্তি, ভ্যানিটি কেস, সিংহের লেজ বিশিষ্ট কাল্পনিক একশৃঙ্গ অশ্বের চিত্র (Unicorn)।


✱ হরপ্পা:

বৃহৎ শস্যাগার, দুর্গ জাতীয় ঘেরা জায়গার ধ্বংসাবশেষ, পাথরের লিঙ্গ, কার্পাস, সিলমোহর, তামার শিকল, ষাঁড়ের মূর্তি, সমাধিক্ষেত্র, কালো ধূসর পাথরের নটরাজ মূর্তি।


✱ লোথাল:

সামুদ্রিক পোতাশ্রয় বা বন্দর (প্রথম), জাহাজ মেরামতির কারখানা, ধানচাষের প্রমাণ মেলে, যুগ্ম কবর, নকশা করা মৃৎপাত্র, দাবার ছক বোর্ড, ঘটি, ইট পোড়াবার চুল্লি (অগ্নিবেদী), পোড়ামাটির তৈরি অশ্বমূর্তি, মিশরীয় মমির পোড়ামাটির অনুকৃতি, ওজনযন্ত্র (দাঁড়িপাল্লা), প্রতিরক্ষা দুর্গ, পুঁতি তৈরীর কারখানা।


✱ সুরকোটাডা:

অশ্বের অস্থি। সম্ভবত ২০০০ খ্রিঃ পূর্বাব্দে অশ্বের অস্থি আবিষ্কৃত হয়েছে।


✱ বনওয়ালি:

একটি লাঙলের খেলনার সংস্করণ, সিটাডেল, ঢাকনা দেওয়া ম্যানহোল, পাথরের বাটখারা, হোমকুন্ড, উৎকৃষ্ট বার্লি।


✱ কালিবঙ্গান:

কাঠের লাঙল (প্রাচীনতম নিদর্শন), গম ও যবের দানা, দুর্গের ধ্বংসাবশেষ, ইট পোড়াবার চুল্লি (অগ্নিবেদী), উটের অস্থি, উপরের স্তরে ঘোড়ার কঙ্কাল, হাতির পায়ের হাড়, কূপ, কালো বালা, হাতির দাঁতের চিরুনি, পাথরের শিবলিঙ্গ।


✱ চানহুদারো:

প্রচুর ঝিনুকের খোলনির্মিত অলংকারের দোকান, ধাতব সামগ্রী ও পুঁতি নির্মিত সামগ্রীর দোকান, তামার তৈরি যন্ত্রপাতি, কালির দোয়াতের মত সামগ্রী, ডানামেলা ঈগল পাখির ছাপযুক্ত দুটি সিলমোহর, রেশমগুটি নির্মাণ, লিপস্টিক জাতীয় প্রসাধনী সামগ্রী পাওয়া গেছে।


✱ ঢোলাভিরা:

লিপি সমন্বিত সাইনবোর্ড, গুদামঘর, ত্রিভুজাকার দুর্গ, কূপ, দর্শক আসনবিশিষ্ট ক্রীড়াঙ্গন।


✱ রূপার:

মানুষের সঙ্গে একটি কুকুরকে কবরস্থ করা হয়েছে।


✱ দিসালপুর:

বৃহদাকার দুর্গ।


✱ রংপুর:

ধানের তুষ, ছয় ধরণের মৃৎপাত্র।


✱ সুৎকাজেনদাড়ো:

বৃহৎ দুর্গ, তামার কুঠার, পাখির ছাপযুক্ত মৃৎপাত্র।


✱ আলমুরাদ:

লাল এবং কালো মৃৎপাত্র।


✱সুক্কুর:

ফ্লিন্ট পাথরের ছুরি।


✱ আমরি:

গন্ডারের চিত্র।



আরো পড়ুন - হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ - Major Sites of Harappan Civilisation and their Excavators



হরপ্পার প্রত্নক্ষেত্রগুলি সম্পর্কিত তথ্য - Information about Harappan Archaeological Sites:


✱ ঢোলাভিরা হল সর্বশেষ আবিষ্কৃত প্রত্নক্ষেত্র। এখানেই হরপ্পালিপি সম্বলিত সাইনবোর্ড মিলেছে।


✱ ঢলাভিরা প্রত্নক্ষেত্রটি তিনটি পর্বে বিভক্ত ছিল। এখানে দুর্গ এবং নিচের শহরের পাশাপাশি একটি মধ্যবর্তী বসতি আবিষ্কৃত হয়েছে। একে মধ্যম শহর বলা হত। যা হরপ্পার অন্য প্রত্নক্ষেত্রে দেখতে পাওয়া যায় না।


✱ রুপার ছিল স্বাধীনতার পরবর্তীকাল প্রথম প্রত্নক্ষেত্রস্থল।


✱ সিন্ধু সভ্যতায় প্রথম ধানের চাষ লোথালে (১৮০০ খ্রিঃ) হয়েছিল বলে মনে করা হয়। এটি ছিল বন্দরনগরী, পোতাশ্রয়ের অস্তিত্ব ছিল। এছাড়াও হরপ্পা, কালিবঙ্গান, রংপুরে ধানের চাষ হত বলে মনে করা হয়।


✱ চানহুদারো ছিল একমাত্র স্থান যেটি ছিল কোনপ্রকার দুর্গবিহীন। অর্থাৎ সিটাডেল ছিল না।


✱ জলনিকাশী ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল চানহুদারোতে। কালিবঙ্গান এ জলনিকাশী ব্যবস্থা অনুপস্থিত ছিল।


✱ হরপ্পা সভ্যতায় রাখিগড়াই অঞ্চলে মেয়েদের জন্য পৃথক সমাধিক্ষেত্রের কথা জানা যায়।


✱ কালিবঙ্গানে আবিষ্কৃত একটি বিশিষ্ট নিদর্শন হল একটি চষাক্ষেত্রের অস্তিত্ব। পূর্ব-পশ্চিমে লাঙ্গলের দাগ ছিল ৩০ সেমি করে তফাতে, আর উত্তর-দক্ষিণে দাগ গুলি ১.৯ মিটার করে তফাতে।


✱ হরপ্পা সভ্যতায় হরপ্পাকে 'প্রবেশদ্বার' আখ্যা দেওয়া হয়। এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিলমোহর মিলেছে।


✱ ভারতের সীমান্তভুক্ত বৃহত্তম হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থল দুটি হল- ঢোলাভিরা (গুজরাট), রাখিগড়ি (হরিয়ানা)।


✱ হরপ্পার পুরুষ দেবতাকে স্যার জন মার্শাল 'পশুপতি শিব' এবং ব্যাসাম 'আদি শিব' বলে মনে করেন।


✱ কালিবঙ্গানে সাধারণ মানুষের ঘরবাড়ি ছিল কাঁচা ইটের তৈরি।


✱ হরপ্পা সভ্যতায় উৎখননের দ্বারা প্রায় ৫৭১৮ সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে।


✱ হরপ্পায় মৃতদেহ সৎকারের তিনটি পদ্ধতি প্রচলিত ছিল- (১) দ্রব্য সামগ্রীসহ কবর বা পূর্ণ সমাধি, (২) দ্রব্য সামগ্রীবিহীন কবর বা আংশিক সমাধি, (৩) ভস্মকবর বা দাহোত্তর সমাধি।


✱ মৃতদেহকে সাধারণত কবরস্থানের উত্তর থেকে দক্ষিণ দিকে শায়িত করার নিয়ম ছিল। শবের মাথা উত্তরদিকে রাখা হত।


✱ মহেঞ্জোদাড়ো শহরের পশ্চিম এলাকায় আর্নেস্টম্যাকে একটি বৃহৎ আকৃতির বাড়িকে 'কলেজ বাড়ি' আখ্যা দেন এবং স্যার জন মার্শাল এখানেই আরেকটি বাড়িকে 'সভাগৃহ' বলে বর্ণনা করেছেন।


✱ হরপ্পাবাসী ভক্তিবাদ, জন্মান্তরবাদে এবং পরলোকে বিশ্বাসী ছিল।


✱ হরপ্পা সংস্কৃতির মানুষদের গড়ায় ছিল ৩০ বছর।


✱ হরপ্পা সভ্যতায় সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে- মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান।


✱ হরপ্পাবাসীদের ধর্মবিশ্বাসে মন্দির বা দেবালয়ের কোন স্থান ছিল না বলেই মনে করা হয়।


✱ হরপ্পায় প্রাপ্ত এক সিলমোহরে পা তোলা ভঙ্গিতে দণ্ডায়মান নারীর উদর থেকে এক চারাগাছ বের হওয়ার দৃশ্য দেখা যায়। ঐতিহাসিকদের অনুমান এটা ভূমাতার মূর্তি, অনেকের মতে এই দেবী হলেন পুরানকথিত শাকম্ভরী দেবী। আসলে সিন্ধুবাসীরা মনে করত মেয়েদের মা হওয়া এবং মাটিতে ফসল হওয়া ছিল একই ব্যাপার।


✱ হরপ্পায় বাড়িগুলি পোড়া ইটের তৈরি হত। ইটের মাপ ছিল ১১ ইঞ্চি লম্বা, ৫.৫ ইঞ্চি চওড়া, ২.৭৫ ইঞ্চি পুরু।


✱ লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। হরপ্পা সভ্যতায় লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর বা পোতাশ্রয়।


✱ মহেঞ্জোদাড়োর প্রধান রাজপথটি ছিল ৩৪ ফুট চওড়া এবং গাড়ি চলাচলের উপযোগী।


✱ রাস্তা তৈরিতে চুন-সুরকি জাতীয় জিনিস ও পাথর ব্যবহৃত হত।


✱ হরপ্পাবাসীরা তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্শা, তীর, ধনুক, মুষল, কাস্তে প্রভৃতি অস্ত্র ব্যবহার করত, সিন্ধু সভ্যতায় ঢাল, বর্ম, শিরস্ত্রান প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের সন্ধান মেলেনি।


✱ বস্ত্রবয়ন শিল্প ছিল হরপ্পার প্রধান শিল্প।



More Important GK Link
Different Names for Geographical Locations Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad