Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 2) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
Monthly Current Affairs in Bengali |
"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পাঠে আমরা আপনাকে Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 2) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ Current Affairs সরবরাহ করেছি
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Monthly Current Affairs), কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের জন্য প্রস্তুত নেওয়ার সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 2)
❑ সম্প্রতি এইচ.আই.ভি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া প্রথম মহিলাটি কোন দেশের নাগরিক?
☞ মার্কিন যুক্তরাষ্ট্র।
❑ মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের ঘোষিত একটি অনন্য মহাকাশ মিশনের ক্রুদের মধ্যে কে থাকবেন?
☞ স্পেসএক্স'এর ইঞ্জিনিয়ার তথা ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অনিল মেননের স্ত্রী আন্না মেনন (মিশনটির নাম 'পোলারিস ডন')।
❑ ভারতের প্রথম বায়োসেফটি লেভেল-৩ মোবাইল ল্যাবরেটরি সম্প্রতি কোথায় চালু হয়েছে?
☞ মহারাষ্ট্রের নাসিকে।
❑ কোথায় সম্প্রতি ৫৫০ টন ক্ষমতাসম্পন্ন গোবর-ধন (বায়ো-সিএনজি) প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
☞ মধ্যপ্রদেশের ইন্দোরে।
❑ সম্প্রতি প্রয়াত ও সাধন পান্ডে (৭১ বছর) কে ছিলেন?
☞ পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক ও স্বনির্ভর গোষ্ঠী মন্ত্রী।
❑ ভারতের বাইরে আইআইটি'র প্রথম শাখা কোথায় স্থাপিত হবে?
☞ সংযুক্ত আরব আমিরশাহী।
❑ 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ' কোথায় ভারতের প্রথম 'জিও ওয়ার্ল্ড সেন্টার' চালু করছে?
☞ মুম্বাই।
❑ 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'এর সাম্প্রতিক তালিকায় পাকিস্তান কোন তালিকায় রয়েছে?
☞ ধূসর তালিকায়।
❑ টেলিকম ডিসপুটস সেটলমেন্ট অ্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল'এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ধীরুভাই নারানভাই প্যাটেল।
❑ ২০২২ সালে কোন দেশে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে?
☞ স্পেন।
❑ কে সম্প্রতি বিশ্বের সবথেকে বড় স্ট্রবেরি চাষ করে 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস'এ নাম তুললেন?
☞ ইজরায়েলের কাদিমা জোরানের কৃষক চাহি এরিয়েল (তাঁর ফলানো একটি স্ট্রবেরির ওজন হয়েছে ২৮৯ গ্রাম)।
❑ সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ চৌকসে (৮৩ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
☞ চলচ্চিত্র সমালোচক।
❑ বিহারের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় চালু হতে চলেছে?
☞ দ্বারভাঙ্গা জেলায়।
❑ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে ঝুঁকিপূর্ণ কোন ২টি দেশ?
☞ ভারত ও পাকিস্তান।
❑ রোগ থেকে ফসল রক্ষা করার জন্য কোন আইআইটি'র গবেষকরা সম্প্রতি বায়ো-ডিগ্রেডেবল ন্যানো পার্টিকেল উদ্ভাবন করলেন?
☞ আইআইটি কানপুর।
❑ ২০২১ সালে 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনডেক্স'এ ভারতের স্থান কত?
☞ ১২০।
❑ ভারতের কোন শহর সম্প্রতি ১০ মিনিট ধরে ১১.৭১ লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড গড়লো?
☞ মধ্যপ্রদেশের উজ্জয়িনী (শিবরাত্রি উপলক্ষে 'শিব জ্যোতি অর্পণম মহোৎসব'এর অংশ হিসাবে এই প্রদীপ জ্বালানো হয়েছিল)।
❑ 'জেট এয়ারওয়েজ'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ সঞ্জীব কাপুর।
❑ চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ অক্ষয় বিধানি।
❑ আবহাওয়া ও বিপজ্জনক পরিবেশগত অবস্থার পূর্বাভাস দিতে কোন সংস্থা সম্প্রতি 'GOES-T' নামে স্যাটেলাইট চালু করল?
☞ নাসা।
❑ ২০২১ সালে 'বিলিওনেয়র্স পপুলেশন রিপোর্ট'এ ভারতের স্থান কত?
☞ তৃতীয়।
❑ কোন দেশ সম্প্রতি 'ইউরোপিয়ান ইউনিয়ন'এ যোগ দিল?
☞ ইউক্রেন।
❑ 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া'র প্রথম মহিলা চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ মাধবী পুরী বুচ।
❑ মুম্বাইয়ের পুলিশ কমিশনার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ সঞ্জয় পান্ডে।
❑ বৈজ্ঞানিকভাবে চাঁদে অনুসন্ধান চালানোর জন্য কোন দেশের গবেষকরা এই প্রথমবার ৫টি ক্ষুদ্র রোবট তৈরি করছেন?
☞ মেক্সিকোর গবেষকরা।
❑ কোথায় সম্প্রতি ভারতের প্রথম 'স্মার্ট ম্যানেজড ইভি চার্জিং স্টেশন' চালু হল?
☞ নতুন দিল্লিতে।
❑ কে সম্প্রতি 'জাতীয় বিজ্ঞান দিবস' উপলক্ষে, 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরোলজি' পুনেতে, 'ইন্টারন্যাশনাল মন্সুনস প্রজেক্ট অফিস' চালু করলেন?
☞ কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. জিতেন্দ্র সিং।
❑ কোথায় সম্প্রতি রাস্তার পশুদের জন্য, ভারতের প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল?
☞ তামিলনাড়ুর চেন্নাইতে।
❑ 'বিশ্বব্যাঙ্ক গ্রুপ'এর অধীনে থাকা ৫টি সংস্থার মধ্যে ১টি 'মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি'র অপারেশন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ জুনায়েদ কামাল আহমেদ।
❑ কাকে সম্প্রতি ব্যাঙ্গালুরুতে 'ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল'এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত করল 'বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন'?
☞ শিক্ষাবিদ ও গবেষণা বিজ্ঞানী অধ্যাপক ভূষণ পটবর্ধন।
❑ বিশ্বের প্রথম দেশ হিসেবে, উদ্ভিদ ভিত্তিক কোভিড-১৯ টিকা ব্যবহারে অনুমোদন দিলো কোন দেশ?
☞ কানাডা (টিকাটির নাম 'Covifenz')।
❑ প্রথম বহুপাক্ষিক সংস্থা হিসাবে 'গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক' সিটিতে অফিস খুলবে কারা?
☞ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
❑ ৩ বছরের জন্য, 'ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ দেবাশীষ পান্ডা।
❑ চারধাম প্রকল্পের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ 'সুপ্রিম কোর্ট'এর প্রাক্তন বিচারপতি আর্জন কুমার সিক্রি।
❑ 'দিল্লি হাইকোর্ট'এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ বিপিন সাংঘি।
❑ 'কোলগেট-পালমলিভ (ইন্ডিয়া) লিমিটেড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
☞ প্রভা নরসিমহান।
❑ ২০২২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে, নেপালের কোন রূপান্তরকামী মহিলা 'ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ' পুরস্কার পেলেন?
☞ ভূমিকা শ্রেষ্ঠ।
❑ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এখন কে?
☞ ভগবন্ত মান।
❑ সম্প্রতি প্যালেস্টাইনে ভারতের কোন রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে?
☞ মুকুল আর্য।
❑ ২০২২ সালে বেজিং শীতকালীন অলিম্পিক গেমসে কোন দেশ সবথেকে বেশি পদক পেয়েছে?
☞ নরওয়ে (১৬টি সোনার পদক, ৮টি রুপোর পদক ও ১৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ৩৭টি পদক পেয়েছে তারা)।
❑ সম্প্রতি অবসর ঘোষণাকারী ভেল্লাস্বামী রামা বনিথা কোন খেলার সঙ্গে যুক্ত?
☞ ক্রিকেট (তিনি কর্ণাটকের মহিলা ক্রিকেটার)।
❑ কে সম্প্রতি 'এয়ারথিংস মাস্টার্স দাবা প্রতিযোগিতা'য় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস গড়লেন?
☞ ভারতের কিশোর দাবা গ্র্যান্ডমাস্টার তামিলনাড়ুর বাসিন্দা রমেশবাবু প্রজ্ঞানন্ধা।
❑ কে সম্প্রতি ভারতের ১২ তম খেলোয়াড় হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেললেন?
☞ বিরাট কোহলি।
❑ সর্বকনিষ্ঠ ও একমাত্র বেসামরিক অশ্বারোহী ক্রীড়াবিদ হিসাবে 'এশিয়ান গেমস'এর ট্রায়ালে অংশ নিচ্ছেন কে?
☞ হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা শশাঙ্ক সিং কাটারিয়া।
❑ সম্প্রতি প্রয়াত শেন ওয়ার্ন (৫২ বছর) কোন দেশের ক্রিকেটার ছিলেন?
☞ অস্ট্রেলিয়া।
❑ ২০২২ সালে 'দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ'এ মহিলাদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হলেন?
☞ লাটভিয়ার টেনিস তারকা জেলেনা অস্তাপেঙ্কো।
❑ ২০২২ সালে 'মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ' কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
☞ নিউজিল্যান্ড।
More Current Affairs |
Link |
---|---|
Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1) |
Please do not enter any spam link in the comment box.