Ads Area

Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1)
Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1)

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পাঠে আমরা আপনাকে Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ Current Affairs সরবরাহ করেছি 


মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Monthly Current Affairs), কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের জন্য প্রস্তুত নেওয়ার সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 1)


❑ কারা সম্প্রতি ভারতের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার 'পরম প্রভেগা' চালু করল? 

☞ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স বেঙ্গালুরু (এটি ভারতীয় একাডেমিক প্রতিষ্ঠানের বৃহত্তম সুপার কম্পিউটার)। 


❑ ভারতের প্রথম 'Other Effective Area-based Conservation Measures (OECMs)' সাইট কোনটি? 

☞ হরিয়ানার গুরুগ্রামের 'আরাবল্লী বায়োডাইভারসিটি পার্ক'। 


❑ পর্তুগালের প্রধানমন্ত্রী এখন কে? 

☞ আন্তোনিও কোস্টা। 


❑ হায়দ্রাবাদে 'ডি.আর.ডি.ও'র 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি'র ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ প্রবীণ বিজ্ঞানী জি এ শ্রীনিবাস মূর্তি। 


❑ কে সম্প্রতি নয়াদিল্লিতে, 'পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন? 

☞ এস. আর. নরসিমহান। 


❑ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ফ্লাইং বোট 'THE JET' কোথায় চালু হতে চলেছে? 

☞ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে। 


❑ কোন সংস্থা ওড়িশার 'নীলাচল ইস্পাত নিগম লিমিটেড'কে কিনে নিতে চলেছে? 

☞ টাটা গ্রুপের কোম্পানি 'টাটা স্টিল লং প্রডাক্টস লিমিটেড'। 


❑ ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক কোথায় গড়ে উঠতে চলেছে? 

☞ মধ্যপ্রদেশের জব্বলপুরের লামহেটায়। 


❑ কোন দেশ সম্প্রতি সফলভাবে 'Hwasong-12' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো? 

☞ উত্তর কোরিয়া। 


❑ সম্প্রতি প্রয়াত হেমানন্দ বিসওয়াল (৮২ বছর) কোন রাজ্যের প্রথম উপজাতি সম্প্রদায়ভুক্ত মুখ্যমন্ত্রী ছিলেন? 

☞ ওড়িশা। 


❑ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ লেফটেন্যান্ট জেনারেল GAV Reddy । 


❑ সম্প্রতি রঙিন স্মারক কয়েন চালু করলেন নির্মলা সীতারমণ। এটি কোন পৌরাণিক গ্রন্থের উপর তৈরি করা হয়েছে? 

☞ পঞ্চতন্ত্র। 


❑ কেরালার প্রথম কারাভন পার্ক কোথায় চালু করা হয়েছে? 

☞ ইদুক্কি জেলার ভাগামন। 


❑ ভারতের কোন রাজ্যে 'Vikram Sarabhai Children's Innovation Centre' চালু হয়েছে? 

☞ গুজরাত। 


❑ 'এসবিআই বোর্ড'এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ সঞ্জয় মালহোত্রা। 


❑ আর্মি স্টাফের ডেপুটি চিফ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ Lieutenant General Channira Bansi Ponnappa. 


❑ সম্প্রতি প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (৯০ বছর) কি জন্য বিখ্যাত ছিলেন? 

☞ গান। 


❑ অন্ধ্রপ্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ কে. ভি. রাজেন্দ্রনাথ রেড্ডি। 


❑ গুরুগ্রামের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ কলা রামচন্দ্রন। 


❑ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে সম্প্রতি কোন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার? 

☞ অপারেশন গঙ্গা। 


❑ কে সম্প্রতি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হলেন? 

☞ কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন। 


❑ কোন সংস্থা সম্প্রতি 'Naso95' নামে বিশ্বের ক্ষুদ্রতম পরিধানযোগ্য এয়ার পিউরিফায়ার চালু করল? 

☞ আইআইটি দিল্লি স্টার্ট আপ 'ন্যানোক্লিন গ্লোবাল প্রাইভেট লিমিটেড'। 


❑ পাকিস্তান সেনাবাহিনীর প্রথম হিন্দু লেফটেন্যান্ট অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ কৈলাশ কুমার। 


❑ এল সালভাদোরে, ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ মনোজ কুমার মহাপাত্র। 


❑ ভারতের প্রথম ই-বর্জ্য ইকোপার্ক কোথায় তৈরি হতে চলেছে? 

☞ দিল্লি। 


❑ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের প্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ অভিষেক সিং। 


❑ প্রথম ভারতীয় হিসেবে কে ২০২২ সালে সম্মানজনক 'বোল্টজম্যান পদক' পাচ্ছেন? 

☞ পদার্থবিদ ও 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ' পুণের এমেরিটাস অধ্যাপক দীপক ধর (স্ট্যাটিসটিক্যাল ফিজিক্সে অসামান্য অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি)। 


❑ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ব্যান্ড প্রোডাক্ট হিসাবে ঘোষিত হল কোনটি? 

☞ ল্যাভেন্ডার। 


❑ ব্রহ্মপুত্র নদীতে ফেরি পরিষেবার জন্য, কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম নাইট নেভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল? 

☞ অসম। 


❑ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ সঞ্জীব সান্যাল। 


❑ বিশ্বের কোন শহরে সম্প্রতি 'মিউজিয়াম অফ ফিউচার' চালু করা হয়েছে? 

☞ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে। 


❑ সুইডিশ ফার্নিচার রিটেলার 'IKEA India'র ('Ingka Group'এর অংশ) প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার ও চিপ সাসটেইনেবিলিটি অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ সুজান পালভারার। 


❑ কোথায় সম্প্রতি 'নিকর্ষন সদন'এর উদ্বোধন করা হয়েছে? 

☞ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। 


❑ কোন দেশ সম্প্রতি 'হাইবারি' নামে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করল? 

☞ জাপান। 


❑ কোন দেশ সম্প্রতি 'C-Dome' নামে নতুন নাভাল এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো? 

☞ ইজরায়েল। 


❑ হরিয়ানার গুরুগ্রাম জেলায় 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পের প্রচারদূত হিসেবে সম্প্রতি কারা মনোনীত হলেন? 

☞ দাবা খেলোয়াড় ২ বোন তানিষ্কা কাটিয়া ও ঋদ্ধিকা কাটিয়া। 


❑ 'ইন্টারন্যাশনাল রাবার স্টাডি গ্রুপ'এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ কে. এন. রাঘবন। 


❑ সম্প্রতি প্রয়াত শকুন্তলা চৌধুরী (১০২ বছর) কে ছিলেন? 

☞ সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী। 


❑ হিমাচল প্রদেশের প্রথম জীববৈচিত্র উদ্যান কোথায় তৈরি হয়েছে? 

☞ মান্ডি জেলার ভুলা উপত্যকায়। 


❑ কে সম্প্রতি ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে ত্রিশতরান করার নজির গড়লেন? 

☞ বিহারের ২২ বছর বয়সি ব্যাটম্যান শাকিবুল গণি (পশ্চিমবঙ্গের 'যাদবপুর বিশ্ববিদ্যালয়'এর সল্টলেক ক্যাম্পাস গ্রাউন্ডে মিজোরামের বিরুদ্ধে প্লেট গ্রুপ রঞ্জি ট্রফি ম্যাচে ৪০৫ বলে ৩৪১ রান করেন তিনি, যেখানে ছিল ৫৬টি চার ও ২ টি ছক্কা)। 


❑ ভারতের টেস্ট ক্রিকেট দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে সম্প্রতি মনোনীত হলেন? 

☞ রোহিত শর্মা। 


❑ ২০২২ সালে কোন দল 'প্রো কাবাডি লিগ'এ চ্যাম্পিয়ন হলো? 

☞ দাবাং দিল্লি (পাটনা পাইরেটসকে ৩৭-৩৬ ব্যবধানে হারিয়ে)। 


❑ সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে ভারতীয় ভারত্তোলক মীরাবাঈ চানু কোন পদক পেলেন? 

☞ সোনার পদক। 


❑ ভারতীয় ব্যাডমিন্টন ডাবলস দলের কোচ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ মালয়েশিয়া ট্যান কিম হার (২০২৬ এশিয়ান গেমস পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি)। 


❑ ডিশ টিভি ইন্ডিয়া'র প্রচারদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? 

☞ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad