Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2006 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2006 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2006
General Science - WBCS Prelims Previous Year 2006

নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2006 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।

Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন। 


General Science - WBCS Prelims Previous Year 2006



1. একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে?


A) গতিশক্তি

B) স্থিতিশক্তি

C) তড়িৎশক্তি

D) চুম্বকশক্তি 


Ans: B) স্থিতিশক্তি


2. নিচের কোন যৌগটির মধ্যে উপচুম্বকীয় (paramagnetic) ধর্ম দেখা যায়?


A) H2O

B) NO

C) CO2

D) SO2 


Ans: B) NO


3. বিধিনিষেধিত উৎসেচক (Restriction enzymes) কোথায় সংশ্লেষিত হয়?


A) সমস্ত ইউক্যারিওটিক কোষে

B) কেবলমাত্র ইস্ট এবং ব্যাকটেরিয়াতে

C) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে

D) সব কোষে 


Ans: C) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে


4. ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়?


A) কমে যায়

B) বেড়ে যায়

C) একই থাকে

D) উপরের কোনোটিই নয় 


Ans: A) কমে যায়


5. ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়। ঐ মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায়?


A) পৃথকীকরণ চোঙের সাহায্যে

B) বাষ্পীভবনের সাহায্যে

C) আংশিক পাতনের সাহায্যে

D) জলকে বাষ্পীভূত করে 


Ans: C) আংশিক পাতনের সাহায্যে


6. কি স্প্রে করে ফলের পতন রোধ করা যায়?


A) IAA

B) অ্যবসিসিক

C) সাইটোকাইনিন

D) NAA 


Ans: D) NAA


7.  একটি সেলাই মেশিনের গতি:


A) বৃত্তাকার গতি

B) সরলরৈখিক গতি

C) দোলন গতি

D) ঘূর্ণন গতি 


Ans: C) দোলন গতি


8. উদ্ভিদের যে গ্রাহক (receptor) আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল?


A) সংজ্ঞাবহ কোষ (Sensory cell)

B) সংজ্ঞাবহ অঙ্গপ্রত্যঙ্গ (Sensory organcells)

C) প্রোটিন অনু (Protein molecule)

D) K এর নতিমাত্রা (gradient of K) 


Ans: C) প্রোটিন অনু (Protein molecule)


9. যখন আপাতন কোন (incidence angle), দুটি মাধ্যমে সংকট কোণের (critical angle) সমান হয় তখন প্রতিসরণ কোণের (reflection angle) মান কত হবে?


A) 0°

B) 90°

C) 45°

D) আপাতন কোণের সমান 


Ans: B) 90°


10. কোনটি প্রোটোজোয়া নয়?


A) হাইড্রা

B) ইউগ্লেনা

C) অ্যামিবা

D) প্যারামেসিয়াম 


Ans: A) হাইড্রা


11. কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি (Primary and Secondary growth) বাধাপ্রাপ্ত হয়?


A) অক্সিন

B) জিব্বেরেলিন

C) এ্যাবসিসিক অ্যাসিড

D) সাইটোকাইনিন 


Ans: C) এ্যাবসিসিক অ্যাসিড


12. 'হাবল' একটি কি?


A) পারমাণবিক অস্ত্র

B) বাদ্যযন্ত্র

C) মহাকাশ দূরবীন

D) নক্ষত্র 


Ans: C) মহাকাশ দূরবীন


13. চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?


A) শীতলীকরণ (Refrigeration)

B) বিকিরণ (Radiation)

C) পুনঃশিলীভবন (Regelation)

D) উপরের কোনোটিই নয় 


Ans: C) পুনঃশিলীভবন (Regelation)


14. ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়?


A) যকৃত

B) মূত্রথলি

C) বৃক্ক

D) হিমোগ্লোবিন 


Ans: A) যকৃত


15. যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয় তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে?


A) 1

B) 2

C) 4

D) 8 


Ans: B) 2


16. একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল-


A) তাপমাত্রা

B) বেগ

C) রৈখিক ভরবেগ

D) গতিশক্তি 


Ans: C) রৈখিক ভরবেগ


17. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল-


A) আর্কিওপটেরিক্স

B) প্লাটিপাস

C) জাভা অ্যাপম্যান

D) তিমি 


Ans: A) আর্কিওপটেরিক্স


18. জার্মেনিয়াম এবং সিলিকন এর মত উপাদানকে কি বলা হয়?


A) অন্তরক

B) পরিবাহী

C) ধাতু

D) অর্ধ-পরিবাহী 


Ans: D) অর্ধ-পরিবাহী


19. কোনটি বৃক্কের কাজ নয়?


A) আল্ট্রাফিলট্রেশন

B) টিউবুলার রি-অ্যাবজর্বশন

C) টিউবুলার সেক্রেশন

D) ফ্যাগোসাইটোসিস 


Ans: D) ফ্যাগোসাইটোসিস


20. হ্রদের জলের উপরিভাগ যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কত হয়?


A) 0° সেলসিয়াস

B) 4° সেলসিয়াসের কম

C) 4° সেলসিয়াস

D) 4° সেলসিয়াসের বেশী 


Ans: C) 4° সেলসিয়াস


21. 'লুপ অব হেনলি' (Loop of Henle) কোথায় থাকে?


A) করটেক্সে

B) মেডুলাতে

C) রেনাল পেলভিসে

D) ইউরেটারে 


Ans: B) মেডুলাতে


22. অতিবেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কি?


A) লিম্যান পর্যায়ের বর্ণালী

B) বামার পর্যায়ের বর্ণালী

C) ব্র্যাকেট পর্যায়ের বর্ণালী

D) পাশেন পর্যায়ের বর্ণালী 


Ans: A) লিম্যান পর্যায়ের বর্ণালী


23. নীচের কোনটি ভাইরাল অসুখ?


A) ক্যানসার

B) লিউকোমিয়া

C) টাইফয়েড

D) ইয়োলো ফিভার 


Ans: D) ইয়োলো ফিভার


24. নারিকেলের পুষ্পবিন্যাসটি (inflorescence) হল?


A) পুষ্পস্তবক সংক্রান্ত (Racemose)

B) উদুম্বর বিন্যাস (Hvpanthodium)

C) সায়াথিয়াম (Cyathium)

D) চমসামঞ্জরী (Spadix) 


Ans: D) চমসামঞ্জরী (Spadix)


25. একটি তেজস্ক্রিয় মৌলের 75%, 6 ঘন্টার মধ্যে ক্ষয় হয়। মৌলটির অর্ধজীবনকাল কত?


A) 2 ঘন্টা

B) 4 ঘন্টা

C) 5 ঘন্টা

D) 3 ঘন্টা 


Ans: D) 3 ঘন্টা




More Important GK Link
মোঘল সাম্রাজ্যের ইতিহাস - বাবর Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad