Daily Current Affairs in Bengali - 19th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 19th March 2022 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই Current Affairs বিষয়ে ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
19th March 2022, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২, Today Current Affairs Bangla, Current Affairs 2022 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2022
Daily Current Affairs in Bengali - 19th March 2022
1. 31st GD Birla Award পেতে চলেছেন কে?
A) পিকে চৌধুরী
B) সৌমিত্র সিনহা
C) নারায়ন প্রধান
D) রতন দেশমুখ
Ans: C) নারায়ন প্রধান
2. কোন রাজ্য সর্বনিম্ন মাতৃ মৃত্যুহার তালিকায় প্রথম স্থানে রয়েছে?
A) উত্তর প্রদেশ
B) কর্ণাটক
C) কেরালা
D) তামিলনাড়ু
Ans: C) কেরালা
3. কোন ভারতীয় ব্যাঙ্ক Asian Bank of The Year 2021 জিতলো?
A) SBI Bank
B) Axis Bank
C) HDFC Bank
D) ICICI Bank
Ans: B) Axis Bank
4. কোন মহাকাশ গবেষণা সংস্থা ছাত্রদের জন্য তরুণ বিজ্ঞানী প্রোগ্রাম "YUVIKA" এর আয়োজন করল?
A) JAXA
B) Spacex
C) ISRO
D) NASA
Ans: C) ISRO
5. সম্প্রতি প্রয়াত কুমুদবেন মণিশঙ্কর জোশী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
A) রাজস্থান
B) মনিপুর
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
Ans: C) অন্ধ্রপ্রদেশ
6. ভারতের প্রথম fuel cell electric vehicle (FCEV) কোনটি?
A) Maruti Sukui
B) Hyundai tower
C) Renault LTD
D) Toyota Mirai
Ans: D) Toyota Mirai
7. কোন দেশ Instagram এর বিকল্প হিসেবে Rossgram লঞ্চ করল?
A) ফ্রান্স
B) বেলারুশ
C) ইউক্রেন
D) রাশিয়া
Ans: D) রাশিয়া
8. সম্প্রতি বিকাশ রাজ কোন রাজ্যের chief electoral officer হিসেবে নিযুক্ত হলেন?
A) রাজস্থান
B) পশ্চিমবঙ্গ
C) তেলেঙ্গানা
D) মনিপুর
Ans: C) তেলেঙ্গানা
9. বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 250 টি উইকেট নিলেন কে?
A) মিতালি রাজ
B) ঝুলন গোস্বামী
C) জেস ওয়াটকিন
D) অ্যাসলে গার্ডনার
Ans: B) ঝুলন গোস্বামী
10. কোন দেশে দুটি পাওয়ার প্রজেক্ট তৈরীর জন্য আদানি গ্রুপ MoU স্বাক্ষর করলো?
A) মালয়েশিয়া
B) পাকিস্তান
C) শ্রীলঙ্কা
D) নেপাল
Ans: C) শ্রীলঙ্কা
More Current Affairs |
Link |
---|---|
18th March 2022 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.