Ads Area

Daily Current Affairs in Bengali - 20th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Daily Current Affairs in Bengali - 20th March 2022 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২


Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 20th March 2022 এর 11টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।

কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই Current Affairs বিষয়ে ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।


20th March 2022, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২, Today Current Affairs Bangla, Current Affairs 2022 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2022




Daily Current Affairs in Bengali - 20th March 2022


1. 2022 সালের World Happiness Index অনুযায়ী ভারতের স্থান কত?


A) 136

B) 137

C) 130

D) 125 


Ans: A) 136


2. Miss World 2021 এর খেতাব জিতলেন Rolina Bielawska, ইনি কোন দেশের মহিলা?


A) নেদারল্যান্ড

B) ক্রোয়েশিয়া

C) আমেরিকা

D) পোল্যান্ড 


Ans: D) পোল্যান্ড


3. World sleep day এবছর কবে পালিত হলো?


A) 18 মার্চ

B) 16 মার্চ

C) 17 মার্চ

D) 19 মার্চ 


Ans: A) 18 মার্চ


4. অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থবছর 2022-2023 এর জন্য জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে কত টাকা বাজেটের জন্য ঘোষণা করল?


A) 1.42 লক্ষ কোটি টাকা

B) 2.42 লক্ষ কোটি টাকা

C) 1.64 লক্ষ কোটি টাকা

D) 1.40 লক্ষ কোটি টাকা 


Ans: A) 1.42 লক্ষ কোটি টাকা


5. Hurun Global Rich List 2022 এ কে শীর্ষস্থান দখল করল?


A) এলন মাস্ক

B) জেফ বেজোস

C) মুকেশ আম্বানি

D) বার্নাড আর্নল্ট 


Ans: A) এলন মাস্ক


6. 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের জন্য ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার কোথায় 'মহাত্মা গান্ধী গ্রীন ট্রায়াঙ্গল' এর উন্মোচন করলেন?


A) মাদাগাস্কার

B) মালদ্বীপ

C) জাপান

D) সিঙ্গাপুর 


Ans: A) মাদাগাস্কার


7. Asian youth and junior boxing championship এ কতজন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জিতল?


A) 3

B) 4

C) 5

D) 1 


Ans: C) 5


8. IPL 2022-এর জন্য Royal Challengers Bangalore (RCB) দলের নতুন ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেট খেলোয়াড়?


A) গ্লেন ম্যাক্সওয়েল

B) জোশ হজলউড

C) বিরাট কোহলি

D) ফাফ দু প্লেসিস 


Ans: D) ফাফ দু প্লেসিস


9. 36th International Geographical Congress কোথায় অনুষ্ঠিত হবে?


A) নিউ দিল্লি

B) মুম্বাই

C) চেন্নাই

D) ভুবনেশ্বর 


Ans: A) নিউ দিল্লি


10. Nissan India কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?


A) Frank Torres

B) David Jones

C) Shantanu Sharma

D) David debson 


Ans: A) Frank Torres


11. 2022 সালের কলকাতা বই মেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা কটি বই প্রকাশিত হলো?


A) 11

B) 12

C) 15

D) 10 


Ans: B) 12




More Current Affairs

Link

19th March 2022 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad