Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2011 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2011 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2011
General Science - WBCS Prelims Previous Year 2011



নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2011 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে এখানে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে। এর কম বা বেশি General Science এর প্রশ্ন কোনো কোনো সালে এসেছে।

Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।



General Science - WBCS Prelims Previous Year 2011


1. একটি স্কেলার রাশির (scalar quantity) উদাহরণ?


A) বেগ

B) বল

C) ভরবেগ

D) শক্তি


Ans: D) শক্তি


2. একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল। ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করার সময় প্রসারিত হলে বৃত্তাকার অংশের ব্যাসের কি পরিবর্তন হবে?


A) বাড়বে

B) কমবে

C) বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর

D) বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর


Ans: A) বাড়বে


3. একটি আবদ্ধ পাত্রে কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপের কি পরিবর্তন হবে?


A) অপরিবর্তিত থাকবে

B) দ্বিগুণ হবে

C) এক-চতুর্থাংশ হবে

D) চারগুণ হবে


Ans: A) অপরিবর্তিত থাকবে


4. নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হল?


A) বিভাজন

B) স্প্যালেশন

C) সংযোজন

D) নিউট্রন শোষণ


Ans: A) বিভাজন


5. মহাকর্ষীয় ধ্রুবকের একক কি?


A) 6.67×10^-8 cm^4.sec^-1.gm^-2

B) 6.67×10^-8 cm.sec^-3.gm^-2

C) 6.67×10^-8 cm^3.sec^-2.gm^-1

D) 6.67×10^-8 cm^-3.sec^-2.gm


Ans: C) 6.67×10^-8 cm^3.sec^-2.gm^-1


6. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত?


A) 4f থেকে বেশি

B) 4f থেকে কম

C) 2f এর সমান

D) 4f এর সমান


Ans: D) 4f এর সমান


7.  নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ (Endemic Plant)?


A) Quercus Incana

B) Eleusine Coracana

C) Phoenix Paludosa

D) Kydia Calycina


Ans: A) Quercus Incana


8. ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত?


A) প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের জীবন ইতিহাস

B) ভ্যাকসিনিয়া

C) DNA-এর গঠন

D) অ্যান্টিবডি


Ans: C) DNA-এর গঠন


9. 3% - 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হল?


A) গন্ধক

B) চুন

C) পটাশিয়াম পারম্যাঙ্গানেট

D) ন্যাপথলিন


Ans: A) গন্ধক


10. স্নায়ুকোশ (Nerve cells) সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে?


A) এক্টোডার্ম

B) এন্ডোডার্ম

C) মেসোডার্ম

D) এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই


Ans: A) এক্টোডার্ম


11. প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে?


A) 10

B) 20

C) 30

D) 40


Ans: B) 20


12. নিম্নলিখিতগুলির মধ্যে কোন দলটি একই পর্বের অন্তর্ভুক্ত নয়?


A) ক্রে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস (Crayfish, Cuttlefishe and Hagfish)

B) স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার (Starfish, Sea urchin and Sea cucumber)

C) আরশোলা, কাঁকড়া ও মাকড়সা (Cockroach, Crab and Spider)

D) তিমি, টিকটিকি ও ব্যাঙ (Whale, Lizard and Frog)


Ans: A) ক্রে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস (Crayfish, Cuttlefishe and Hagfish)


13. খালি চোখে দেখা যায় এরকম কোশের ক্ষুদ্রতম আকার হল?


A) 1 মাইক্রন

B) 10 মাইক্রন

C) 100 মাইক্রন

D) 1000 মাইক্রন


Ans: C) 100 মাইক্রন


14. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কোনটি?


A) ইনসুলিন

B) টায়ালিন

C) পেপসিন

D) ট্রিপসিন


Ans: C) পেপসিন


15. নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল?


A) ক্লোরেল্লা (Chlorella)

B) ট্রেরেন্টিপোহলিয়া (Terentepohlia)

C) স্পিরুলিনা (Spirullina)

D) সারগাসাম (Sargassum)


Ans: B) ট্রেরেন্টিপোহলিয়া (Terentepohlia)


16. নিম্নোক্ত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছে?


A) নাইট্রোজেন ডাই অক্সাইড

B) সালফার ডাই অক্সাইড

C) ফ্রিয়ন

D) ক্লোরিন নাইট্রেট


Ans: C) ফ্রিয়ন


17. পিতল নিম্নোক্ত কোন ধাতুদ্বয়ের সংকর?


A) লোহা ও তামা

B) তামা ও টিন

C) তামা ও অ্যালুমিনিয়াম

D) তামা ও দস্তা


Ans: D) তামা ও দস্তা


18. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়?


A) নীল আলোয়

B) কমলা আলোয়

C) সবুজ আলোয়

D) লাল আলোয়


Ans: C) সবুজ আলোয়


19. দুটি তথ্য দেওয়া আছে:

(i) মানবজাতি বায়ুমণ্ডল ছাড়া জীবনধারণ করতে পারে না

(ii) চাঁদে কোন বায়ুমণ্ডল নেই

এর উপর ভিত্তি করে নেওয়া কোন সিদ্ধান্তটি সঠিক


A) কিছু মানুষ চাঁদে বাস করতে পারবে না

B) চাঁদে কোনরূপ জীবনের সম্ভাবনা নেই

C) কোন মানুষ চাঁদে বাস করতে পারবে না

D) সব কটি সঠিক


Ans: C) কোন মানুষ চাঁদে বাস করতে পারবে না


20. ক্রানজ অ্যানাটমি বলে যে, উদ্ভিদের আছে কোন চক্র?


A) C3 চক্র

B) C4 চক্র

C) C2 চক্র

D) C3 এবং C4 চক্র উভয়ই


Ans: B) C4 চক্র


21. বায়ুমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়?


A) পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট

B) নাইট্রোজেন মনোঅক্সাইড

C) আল্ট্রাভায়োলেট রশ্মি

D) হাইড্রোকার্বন


Ans: A) পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট


22. উদ্ভিদ কোশের মূল উপাদান কোন কার্বোহাইড্রেট?


A) সেলুলোজ

B) সুক্রোজ

C) স্টার্চ

D) লিগনিন


Ans: A) সেলুলোজ


23. নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন?


A) সেরাটোফাইলাম (Ceratophyllum)

B) আইকরনিয়া (Eichhornia)

C) মনোকোরিয়া (Monochoria)

D) পিস্টিয়া (Pistia)


Ans: B) আইকরনিয়া (Eichhornia)


24. দুটি তামার তার A ও B এর ওজন একই এবং B এর ব্যাসার্ধ A এর অর্ধেক হলে তাদের প্রতিরোধের R(A)/R(B) অনুপাত হবে-


A) 1/4

B) 1/8

C) 1/16

D) 1/2


Ans: C) 1/16





More Important GK Link
General Science - WBCS Prelims Previous Year 2010 Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad