Ads Area

কেন্দ্রীয় সরকারে প্রায় ৭ হাজার মাল্টি টাস্কিং স্টাফ - SSC MTS Recruitment 2022 Notification

কেন্দ্রীয় সরকারে প্রায় ৭ হাজার মাল্টি টাস্কিং স্টাফ - SSC MTS Recruitment 2022 Notification

Multi Tasking (Non-Technical) Staff
Multi Tasking (Non-Technical) Staff

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য 'Multi Tasking (Non-Technical) Staff' পদে কয়েক হাজার ছেলে-মেয়েদের নেওয়া হচ্ছে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস 'গ্রুপ সি' নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। 


Multi Tasking (Non-Technical) Staff পদে প্রায় ৬ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। শূন্যপদের সঠিক সংখ্যা পরে জানানো হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০/০৪/২০২২। Multi Tasking (Non-Technical) Staff এ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। 


Multi Tasking (Non-Technical) Staff এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, আবেদন মূল্য, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।



পদের নাম-

❯ Multi Tasking (Non-Technical) Staff


মোট শূন্যপদ-

❯ স্টাফ সিলেকশন কমিশন সূত্রে জানা গেছে, এই পদে প্রায় ৬ হাজারের বেশি শূন্যপদ পূরণ হবে। শূন্যপদের সঠিক সংখ্যা পরে জানানো হবে। 


আবেদন শুরু- ২২/০৩/২০২২


আবেদন শেষ- ৩০/০৪/২০২২


যোগ্যতা-

❯ উপরোক্ত পদে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।


বয়সসীমা-

❯ 'Multi Tasking (Non-Technical) Staff' পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১/১/২০২২ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে ২/১/১৯৯৭ থেকে ১/১/২০০৪ এরমধ্যে। বিভিন্ন বিভাগের প্রার্থীদের জন্য যথারীতি বয়সের ছাড় রয়েছে।

 

নিয়োগ পদ্ধতি-

পরীক্ষা হবে দুটি পর্যায়ে।

❯ প্রথম ধাপে থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে ৪টি পার্টে (জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস)। মোট প্রশ্ন সংখ্যা ১০০ টি, সময় থাকবে ৯০ মিনিট।

❯ দ্বিতীয় ধাপে থাকবে ডেসক্রিপ্টিভ টাইপের ৫০ নম্বরের প্রশ্ন ইংরেজি ও বাংলা বিষয়ে। এই পেপারে থাকবে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখা বা চিঠি লেখা। সময় থাকবে ৪৫ মিনিট।

* দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন।


আবেদন মূল্য-

❯ পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে। 


আবেদন পদ্ধতি-

❯ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

❯ আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in থেকে।

❯ প্রথমে One Time Registration করতে হবে।

❯ প্রার্থীদের ফটো ও সই আপলোড করতে হবে।

❯ আবেদন করতে পারবেন ৩০/০৪/২০২২ তারিখ পর্যন্ত।

 

Important Link-

❯ Official Notification: Download

❯ Apply Online: Click Here

❯ Official Website: Click Here



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad