Ads Area

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - May 2022
Monthly Current Affairs in Bengali - May 2022

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



আরো পড়ুন...

Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২




Monthly Current Affairs in Bengali - May 2022 (Part - 2)


★ 'নেপচুন' নামে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলটি কোন দেশের?

➥ ইউক্রেন।


★ সম্প্রতি ভারতের কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন জ্বর শনাক্ত করা হয়েছে?

➥ ত্রিপুরা।


★ 'নীতি আয়োগ'এর ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ড. সুমন কে. বেরি।


★ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী এখন কে?

➥ প্যাট্রিক আচি।


★ ২০২২ সালে কে নতুন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসেবে ভূষিত হলেন?

➥ বিশ্বব্যাপী ব্যবসায়িক পেশাদার ববিতা সিং (শিক্ষা, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি ও কূটনীতির মাধ্যমে শান্তির প্রচারে অসামান্য অবদানের জন্য এই সম্মান পেলেন তিনি)।


★ 'ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স'এর তরফ থেকে কে সম্প্রতি মর্যাদাপূর্ণ 'এন্টারপ্রেনার লিডারশিপ পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?

➥ 'জেনারেল অ্যাটমিক গ্লোবাল কর্পোরেশন'এর ভারতীয়-মার্কিনী চিফ এক্সিকিউটিভ বিবেক লাল (প্রতিরক্ষা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি)।


★ কোথায় সম্প্রতি ভারতের প্রথম ৯৯.৯৯৯% বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করল 'অয়েল ইন্ডিয়া লিমিটেড'?

➥ অসমের জোরহাট পাম্প স্টেশনে (প্ল্যান্টটির প্রতিদিন ১০ কেজি সবুজ হাইড্রোজেন উৎপাদন করার ক্ষমতা রয়েছে)।


★ 'জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস' কবে পালিত হয়?

➥ ২৪ এপ্রিল।


★ দিল্লির নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?

➥ বিজয় কুমার দেব।


★ দিল্লির মুখ্য সচিব হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ নরেশ কুমার।


★ কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ অজয় কুমার সুদ।


★ নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে দেশের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য সম্প্রতি 'এল-রুট সার্ভার' ইন্সটল করল?

➥ রাজস্থান।


★ বিভিন্ন ভাষায় শিক্ষা দিতে, কোথায় সম্প্রতি 'ই-কিতাব কোশ' নামে একটি ই-লাইব্রেরী উদ্যোগ চালু করা হল?

➥ জম্মু ও কাশ্মীর।


★ রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করতে, ভারতের কোন রাজ্য সরকার জুলাই থেকে 'গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড' চালু করতে চলেছে?

➥ ঝাড়খণ্ড সরকার।


★ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ভারতীয় বংশোদ্ভূত শান্তি শেঠি।


★ ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার।


★ 'প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ইন্ডিয়া'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ এল. ভি. বৈদ্যনাথন।


★ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুকানাকেরে সিদ্দালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পার নামে কোন বিমানবন্দরের নামকরণ করা হবে?

➥ শিবমোগ্গা বিমানবন্দর।


★ ভারতের প্রথম 'ইনক্রেডিবল ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রুজ সম্মেলন ২০২২' আয়োজন করবে কোন শহর?

➥ মুম্বই।


★ কোথায় সম্প্রতি 'হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন'এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

➥ গুজরাটের জামনগর।


★ কোথায় সম্প্রতি ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেমের উদ্বোধন হল?

➥ গুজরাটের গান্ধীনগরের 'স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কমপ্লেক্স'এ।


★ কোথায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক তিন-চাকা তৈরির কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত 'বিলিতি ইলেক্ট্রিক ইনকর্পোরেটেড'?

➥ তেলেঙ্গানা।


★ 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন'এর ডিরেক্টর (ফিনান্স) ও চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ পমিলা জসপাল।


★ কাকে সম্প্রতি ভারতের কান্ট্রি হেড হিসেবে মনোনীত করল 'উইপ্রো'?

➥ সত্য ইশ্বরন।


★ ২০২২ সালে কে 'ম্যালকম আদিশেশিয়া পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?

➥ প্রখ্যাত ভারতীয় মার্কসবাদী অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার প্রভাত পটনায়েক।


★ 'অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ মনীশা কাপুর।


★ হিমাচল প্রদেশকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে সংযুক্ত করতে, কোন সংস্থা সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ টানেল তৈরি করার সিদ্ধান্ত নিল?

➥ বর্ডার রোডস অর্গানাইজেশন।


★ 'ইউনিসেফ'এর ইউওয়াহ বোর্ডের কো-চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ অশ্বিন ইয়ার্দি।


★ মার্কিনী ব্যবসায়িক পত্রিকা 'ফোর্বস'এর তালিকা অনুযায়ী, কিংবদন্তি মার্কিনী ধনকুবের ওয়ারেন বাফেটকে অতিক্রম করে, কে সম্প্রতি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তির শিরোপা পেলেন?

➥ 'আদানি গ্রুপ'এর চেয়ারম্যান গৌতম আদানি (তাঁর মোট সম্পদের মূল্য ১২৩.৭ বিলিয়ন মার্কিন ডলার)।


★ কোথায় সম্প্রতি ভারতের বৃহত্তম 'ফুলফিলমেন্ট সেন্টার' চালু করলো ই-কমার্স ফার্ম 'ফ্লিপকার্ট'?

➥ পশ্চিমবঙ্গের হরিণঘাটায়।


★ ২০২২ সালে ষষ্ঠ 'এন্টারপ্রেনার অ্যান্ড লিডারশিপ পুরস্কার'এ, 'ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স'এর তরফ থেকে কে 'উওমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া' পুরস্কার পেলেন?

➥ 'মোদী এন্টারপ্রাইজেস'এর চেয়ারপার্সন ড. বিনা মোদী।


★ কোথায় সম্প্রতি ভারতে প্রথম ১০০% ডিজিটাল বাস পরিষেবা চালু হল?

➥ মুম্বই।


★ বালি ও অন্যান্য খনিজ সামগ্রী বহনকারী যানবাহনগুলিকে ট্র্যাক করতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'ভেহিক্যাল মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম' মোবাইল অ্যাপ চালু করল?

➥ হরিয়ানা।


★ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।


★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'ই-অধিগম' প্রকল্প চালু করল?

➥ হরিয়ানা সরকার (প্রকল্পটির অধীনে, রাজ্যের সরকারি স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৩ লাখ ট্যাবলেট বিতরণ করা হয়েছে)।


★ কোন ২ ভারতীয় ক্রিকেটার সম্প্রতি ২০২২ সালে ক্রিকেট রেফারেন্স বই 'উইসডেন ক্রিকেটার্স আলমানাক'এর (যুক্তরাজ্য থেকে প্রকাশিত) বিচারে, বছরের সেরা ৫ ক্রিকেটারের তালিকায় স্থান পেলেন?

➥ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ।


★ কে সম্প্রতি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ মার্কিন মুলুকের বিখ্যাত 'মলোকাই চ্যানেল' জয় করে ইতিহাস গড়লেন?

➥ বাংলা তথা পূর্ব বর্ধমান জেলার কালনার বাসিন্দা ২৪ বছর বয়সী মহিলা সাঁতারু সায়নী দাস।




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad