Ads Area

Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - April 2022
Monthly Current Affairs in Bengali - April 2022

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 3)


★ ২০২২ সালে 'নরওয়েজিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্স এন্ড লেটারস'এর তরফ থেকে, কে অ্যাবেল পুরস্কার পেলেন?

➥ মার্কিনী গণিতবিদ ডেনিস পার্নেল সুলিভান (টপোলজিতে (গণিত বিষয়ক) যুগান্তকারী অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ এবার 'মাউন্ট এভারেস্ট'এ বসতে চলেছে বিশ্বের সর্বোচ্চ সেল ফোন টাওয়ার। কোন সংস্থা এটি তৈরি করবে?

➥ নেপালের একটি বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি 'এনসেল' (মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে বসতে চলেছে এই টাওয়ার, যেখানে ৫,২০০ মিটার উচ্চতা পর্যন্ত দ্রুতগতির ৪জি ইন্টারনেট সংযোগ মিলবে)।


★ কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি 'কৃত্রিম বুদ্ধিমত্তা' নির্ভর 'পিগ ট্রান্সলেটর' নামে বিশেষ এক ধরনের অ্যালগরিদম সফটওয়্যার কাজে লাগিয়ে ৪০০ শুকরের ভাষা নির্ভুলভাবে 'ডিকোড' করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন?

➥ ডেনমার্কের বিজ্ঞানীরা।


★ কোন শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রতি ভারতে জলের সমস্যা সমাধানের জন্য, 'অ্যাকোয়াম্যাপ' নামে একটি নতুন আন্তঃবিভাগীয় জল ব্যবস্থাপনা ও নীতি কেন্দ্র তৈরি করল?

➥ আই. আই. টি মাদ্রাজ।


★ কোন রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করে, প্রথম 'এক স্টেশন, এক পণ্য' ধারণাটি বাস্তবায়ন করবে?

➥ বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন।


★ কোন দেশ সম্প্রতি 'কন্টিনেন্টাল ইউরোপ সিনক্রোনাস এরিয়া'র সঙ্গে যুক্ত হল?

➥ ইউক্রেন (এটি একটি বিদ্যুৎ গ্রিড, যা ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত)।


★ দেশের প্রথম রাজ্য হিসাবে কার্বন-নিরপেক্ষ চাষ পদ্ধতি চালু করতে চলেছে কোন রাজ্য?

➥ কেরালা।


★ তামিলনাড়ু কোন শাস্ত্রীয় সংগীত যন্ত্র সম্প্রতি 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন' ট্যাগ পেল?

➥ নরসিংহপেট্টাই নাগাস্বরম।


★ সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু কোন দেশে চালু হয়েছে?

➥ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দার্দানেলিস প্রণালীতে।


★ 'এশিয়া ওয়ান পত্রিকা'র তরফ থেকে, কে সম্প্রতি কোভিড-১৯ কমিটমেন্ট পুরস্কার' পেলেন?

➥ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (কোভিড-১৯ অতিমারির মধ্যেও রাজ্যের অর্থনীতির পুনরুজ্জীবন ও সমাজের সামগ্রিক কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


★ 'ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট'এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ রেনু সিং।


★ সম্প্রতি কোথায় 'প্রধানমন্ত্রী সংগ্রহালয়' নামে দেশের সব প্রাক্তন প্রধান মন্ত্রীদের নিয়ে মিউজিয়াম তৈরি করা হল?

➥ দিল্লি।


★ কে সম্প্রতি 'মোদী স্টোরি' নামে ওয়েব পোর্টাল চালু করলেন?

➥ মহাত্মা গান্ধীর নাতনি সুমিত্রা গান্ধী কুলকার্নি।


★ ২০২২ সালে কোন ২টি দেশ যৌথভাবে 'বালিকাতান' নামে মিলিটারি ড্রিল আয়োজন করেছে?

➥ ফিলিপিন্স ও মার্কিন যুক্তরাষ্ট্র।


★ বিশ্বের বৃহত্তম কুরিয়ার কোম্পানি 'ফেড এক্স কর্পোরেশন'এর প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ভারতীয় বংশোদ্ভূত রাজ সুব্রমনিয়াম।


★ আন্দামান ও নিকোবরের ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ নীরজ ঠাকুর।


★ পীযূষ গোয়েল সম্প্রতি কোথায় 'ইন্ডিয়ান জুয়েলারি এক্সপোজিশন সেন্টার ভবন'এর উদ্বোধন করলেন?

➥ দুবাই।


★ ২০২২ সালে 'জাতীয় জল পুরষ্কার'এ জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সম্প্রতি 'সেরা রাজ্য পুরস্কার' পেল?

➥ উত্তর প্রদেশ।


★ 'অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ সুমন্ত সিনহা।




More Important GK Link
সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad