Ads Area

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা - Bangla GK Diary

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা - Famous Official Residences of Heads of State of the World in Bengali

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা

নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা সুন্দর ভাবে আপনাদের জন্য শেয়ার করলাম। এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন গুলি নাম - রাষ্ট্রপতির বাসভবন / প্রধানমন্ত্রীর বাসভবন গুলির নাম তালিকার আকারে দেওয়া আছে।


বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন থেকে প্রশ্ন এসেছে। এই তালিকা থেকে আপনি এই ধরনের প্রশ্ন গুলির উত্তর খুব সহজে পেয়ে যাবেন যেমন ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি?, রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম?, তুরস্কের প্রেসিডেন্ট ভবন, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? ইত্যাদি।




বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা


পদাধিকারী ব্যক্তি সরকারি বাসভবন
ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন
ভারতের প্রধানমন্ত্রী লোক কল্যাণ মার্গ
বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবন
বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন
নেপালের রাষ্ট্রপতি শীতল নিবাস
পাকিস্তানের রাষ্ট্রপতি আইওয়ান-ই-সদর
আমেরিকার রাষ্ট্রপতি হোয়াইট হাউস
ফ্রান্সের রাষ্ট্রপতি এলিসি প্রসাদ
জার্মানির রাষ্ট্রপতি বিউলিভ প্যালেস
মালদ্বীপের রাষ্ট্রপতি মিউলিয়াগে
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ব্লু হাউজ
ব্রাজিলের রাষ্ট্রপতি প্যালসিও দ্য অ্যালভেরাদা
আর্জেন্টিনার রাষ্ট্রপতি দ্য পিঙ্ক হাউস
সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ইস্তানা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিরিবিলি হাউস
বেলজিয়ামের রাষ্ট্রপতি এগমন্ট প্রাসাদ
আফগানিস্তানের রাষ্ট্রপতি দ্য আর্গ
ইরানের রাষ্ট্রপতি সাদবাদ প্যালেস
সুইডেনের প্রধানমন্ত্রী সাগর হাউস
ইতালির রাষ্ট্রপতি কুইরিনাল প্যালেস
মেক্সিকোর রাষ্ট্রপতি লস পিনোস
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মহলোম্বা ডেলাপফু
ব্রিটেনের প্রধানমন্ত্রী ১০ নং ডাউনিং স্ট্রিট
রাশিয়ার রাষ্ট্রপতি ক্রেমলিন
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বেগোর প্যালেস
মিশরের রাষ্ট্রপতি আবেদিন প্রাসাদ
কানাডার প্রধানমন্ত্রী ২৪ সাসেক্স ড্রাইভ
ফিলিপাইনের রাষ্ট্রপতি মালকানাং প্রাসাদ
আফ্রিকার রাষ্ট্রপতি গ্রোয়েটে স্কুর
বলিভিয়ার রাষ্ট্রপতি প্যালেসি ডি গোবিরনো
ভেনিজুয়েলার রাষ্ট্রপতি প্যালেসিও ডা মিরাফ্লোর্স
তুরস্কের রাষ্ট্রপতি ক্যানকায়া কোজকু
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বান পিটসানুলক
ইতালির প্রধানমন্ত্রী চিগি প্যালেস





Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad