Ads Area

ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা

ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা

List of High Courts in India
List of High Courts in India

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আপনাদের সাথে শেয়ার করলাম ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নাম যেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের নাম, হাইকোর্টগুলির প্রতিষ্ঠাকাল, জুরিসডিকসন ও প্রধান বিচারপতিদের নাম সুন্দরভাবে দেওয়া আছে।


ভারতের এককেন্দ্রিক বিচারব্যবস্থা জাতীয় স্তরে ভারতের সুপ্রিম কোর্ট ও রাজ্যস্তরে ২৫টি উচ্চ আদালত (High Court) নিয়ে সমন্বয় গঠিত। উচ্চ আদালতগুলির এক্তিয়ারে পড়ে একটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা কয়েকটি রাজ্য নিয়ে গঠিত একটি রাজ্যমণ্ডল। ভারতীয় সংবিধানের ষষ্ঠ অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ, ধারা ২১৪ অনুযায়ী উচ্চ আদালতগুলি প্রতিষ্ঠিত। এছাড়াও, ২৩১ অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়েছে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। ভারতের উচ্চ আদালত (High Court) ভারতের রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত। ভারতের উচ্চ আদালতের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।


আজকের এই পাঠটি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় খুবই সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে সম্পূর্ণ পাঠটি একবার দেখে নিন।




ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা



হাইকোর্টের নাম প্রতিষ্ঠাকাল জুরিসডিকশন প্রধান বিচারপতি
এলাহাবাদ হাইকোর্ট ১৮৬৬ উত্তরপ্রদেশ রাজেশ বিন্দল
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ২০১৯ অন্ধ্রপ্রদেশ প্রশান্ত কুমার মিত্র
বোম্বে হাইকোর্ট ১৮৬২ মহারাষ্ট্র, গোয়া, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিও দীপঙ্কর দত্ত
ক্যালকাটা হাইকোর্ট ১৮৬২ পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রকাশ শ্রীবাস্তব
ছত্রিশগড় হাইকোর্ট ২০০০ ছত্রিশগড় অরূপ কুমার গোস্বামী
দিল্লি হাইকোর্ট ১৯৬৬ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সতীশচন্দ্র শর্মা
গুয়াহাটি হাইকোর্ট ১৯৪৮ অরুণাচল প্রদেশ, আসাম রাশমিন মানহারভাই ছায়া
গুজরাট হাইকোর্ট ১৯৬০ গুজরাট অরবিন্দ কুমার
হিমাচল প্রদেশ হাইকোর্ট ১৯৭১ হিমাচল প্রদেশ আমজাদ আহটেশ্যাম সায়েদ
জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট ১৯২৮ জম্মু ও কাশ্মীর পঙ্কজ মিত্তল
ঝাড়খন্ড হাইকোর্ট ২০০০ ঝাড়খন্ড ড. রবি রঞ্জন
কর্ণাটক হাইকোর্ট ১৮৮৪ কর্ণাটক ঝতুরাজ আবস্থি
কেরালা হাইকোর্ট ১৯৫৬ কেরালা, লাক্ষাদ্বীপ এস মণিকুমার
মধ্যপ্রদেশ হাইকোর্ট ১৯৫৬ মধ্যপ্রদেশ রবি মালিমাথ
মাদ্রাজ হাইকোর্ট ১৮৬২ তামিলনাড়ু, পুদুচেরি মুনিশ্বর নাথ ভাণ্ডারি
ওড়িশা হাইকোর্ট ১৯৪৮ উড়িষ্যা এস মুরলীধর
পাটনা হাইকোর্ট ১৯১৬ বিহার সঞ্জয় কারোল
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ১৯৪৭ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় রবি শঙ্কর ঝা
রাজস্থান হাইকোর্ট ১৯৪৯ রাজস্থান সম্ভাজি শিবাজী সিন্দে
সিকিম হাইকোর্ট ১৯৭৫ সিকিম বিশ্বনাথ সমাদ্দার
উত্তরাখণ্ড হাইকোর্ট ২০০০ উত্তরাখন্ড বিপিন সাঙ্ঘী
মণিপুর হাইকোর্ট ২০১৩ মণিপুর পি. ভি সঞ্জয়কুমার
মেঘালয় হাইকোর্ট ২০১৩ মেঘালয় সঞ্জীব ব্যানার্জি
ত্রিপুরা হাইকোর্ট ২০১৩ ত্রিপুরা ইন্দ্রজিৎ মোহান্তি
তেলেঙ্গানা হাইকোর্ট ২০১৯ তেলেঙ্গানা উজ্জ্বল ভূঁইয়্যা



আরও পড়ুন...

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of West Bengal in Bengali

ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of India in Bengali

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 20

Online GK Mock Test in Bengali || Part 110 || সাধারণ জ্ঞান মকটেস্ট পর্ব - ১১০

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ | Geography GK in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad