Railway Group D Exam 17th August 2022 1st Shift Questions in Bengali
![]() |
Railway Group D Exam 17th August 2022 (Shift - 1) |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে Railway Group D Exam 17th August 2022 1st Shift এর কিছু সাধারণ জ্ঞান, Current Affairs এবং সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী ও বিভিন্ন ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল থেকে। আসুন দেরী না করে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন।
Railway Group D Exam 17th August 2022 1st Shift ::
১) বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) কবে পালন করা হয়?
উত্তরঃ- 2 ফেব্রুয়ারি
২) ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ- ক্যালসিফেরোল
৩) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তরঃ- সমুদ্র গুপ্ত
৪) সি ভি রমন কবে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ- 1930 সালে
৫) ভারতের প্রথম লোকপাল কে ছিলেন?
উত্তরঃ- পিনাকী চন্দ্র ঘোষ
৬) পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ- কেরালা
৭) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়?
উত্তরঃ- Harrad Damar Model
৮) কোনটি কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ- সোডিয়াম কার্বনেট
৯) MIC গ্যাসের পুরো নাম কি?
উত্তরঃ- মিথাইল আইসোসায়ানাইট
১০) জিপসামকে গরম করলে কি উৎপন্ন হয়?
উত্তরঃ- প্লাস্টার অফ প্যারিস
১১) কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে?
উত্তরঃ- লাইসোজোম
১২) নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিসের সাথে জড়িত?
উত্তরঃ- বলের পরিমাপ
১৩) মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে?
উত্তরঃ- ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
১৪) হিলিয়ামের জারণ সংখ্যা কত?
উত্তরঃ- 0
১৫) ELISA Test কোন রোগের জন্য করা হয়?
উত্তরঃ- AIDS (acquired immuno deficiency syndrome)
১৬) অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে?
উত্তরঃ- সালফিউরিক অ্যাসিড
১৭) কোন ভিটামিনের অনুপস্থিতি রক্ততঞ্চনে বাধা দেয়?
উত্তরঃ- Vitamin K
১৮) বিশ্বের মধ্যে পশুদের প্রথম করোনা ভ্যাকসিন কোনটি?
উত্তরঃ- Carnivac-Cov
১৯) Vaccine Maitri Initiative কোন দেশ চালু করেছিল?
উত্তরঃ- ভারত
২০) ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ এ পদক পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে?
উত্তরঃ- অংশু মালীক
২১) গ্যালভানাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তরঃ- জিংক
২২) উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
উত্তরঃ- অক্ষয় কুমার
Please do not enter any spam link in the comment box.