Ads Area

Railway Group D Exam 18th August 2022 Questions in Bengali

Railway Group D Exam 18th August 2022 Questions in Bengali

Railway Group D Exam 18th August 2022
Railway Group D Exam 18th August 2022

নমস্কার বন্ধুরা,

এই পাঠে Railway Group D Exam 18th August 2022 এর কিছু সাধারণ জ্ঞান, Current Affairs এবং সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


এই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী ও বিভিন্ন ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল থেকে। আসুন দেরী না করে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন।




Railway Group D Exam 18th August 2022 Questions in Bengali ::


১) লোসার উৎসব কোথায় পালিত হয়?


উত্তরঃ- লাদাখে।


২) ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে কি উল্লেখ আছে?


উত্তরঃ- জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা।


৩) ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?


উত্তরঃ- রাজা রামমোহন রায়।


৪) ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়?


উত্তরঃ- পশ্চিমবঙ্গ।


৫) ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট?


উত্তরঃ- ৭৪৬ ওয়াট।


৬) পোঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয়?


উত্তরঃ- সূর্য।


৭) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?


উত্তরঃ- স্বামী বিবেকানন্দ।


৮) ইসলাম ধর্মের প্রবর্তক কে?


উত্তরঃ- হযরত মুহাম্মদ।


৯) ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত?


উত্তরঃ- পঞ্চায়েতি রাজ।


১০) ভারতের সংবিধানে মোট কতগুলি ভাষা স্বীকৃত দেওয়া হয়েছে?


উত্তরঃ- ২২টি।


১১) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?


উত্তরঃ- রাজা রামমোহন রায়।


১২) সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- রাজীব কুমার।


১৩) স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন?


উত্তরঃ- জাহাঙ্গীর।


১৪) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তরঃ- ১৮৭৫ সালে।


১৫) বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?


উত্তরঃ- কর্ণাটক।


১৬) কস্টিক সোডার রাসায়নিক নাম কি?


উত্তরঃ- NaOH


১৭) জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত?


উত্তরঃ- তৃতীয়।


১৮) পঙ্কজ আদবানি কাকে হারিয়ে 19তম এশিয়ান 100 আপ বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2022 জিতেছে?


উত্তরঃ- ধ্রুব সিতওয়ালা (Dhruv Sitwala).


১৯) তারাদের ঝিকিমিকি করার কারণ কি?


উত্তরঃ- বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।


২০) সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি?


উত্তরঃ- সিজিয়াম।


২১) Official Languages Act কবে কার্যকর হয়েছিল?


উত্তরঃ- ১৯৬৩ সালে।


২২) তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?


উত্তরঃ- মহারাষ্ট্র।


২৩) সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি?


উত্তরঃ- NaHCO3.


২৪) এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ এ ভারতের স্থান কত?


উত্তরঃ- ১৮০।


২৫) অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন?


উত্তরঃ- কর্ণাটক।


২৬) ফ্লোয়েম এর কাজ কি?


উত্তরঃ- খাদ্য পরিবহণ করা।


২৭) প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়?


উত্তরঃ- ২৬শে জানুয়ারি।


২৮) মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয়?


উত্তরঃ- মেডোলা।


২৯) ডবেরিয়ানের ত্রয়ী সূত্র কেমন ভাবে সাজানো?


উত্তরঃ- পারমাণবিক ভর (Atomic Mass) অনুযায়ী।


৩০) অবতল দর্পণের ফোকাসে কোন বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে?


উত্তরঃ- বাস্তব এবং উল্টানো।


৩১) অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট (Economic Survey Report) কে প্রকাশিত করে?


উত্তরঃ- Finance Ministry.


৩২) AC জেনারেটর কোন Law (সূত্র) মেনে কাজ করে?


উত্তরঃ- Faraday's Law (ফ্যারাডের সূত্র)।


৩৩) অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট (Economic Survey Report) কে প্রকাশিত করে?


উত্তরঃ- Finance Ministry.


৩৪) ভারত কোন দেশের সাথে 30th anniversary "gehri dosti (deep friendship)" পালন করল?


উত্তরঃ- ইজরাইল (Israel)


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad