Ads Area

Railway Group D Exam Questions in Bengali || রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর

Railway Group D Exam 22nd August 2022 Questions in Bengali

Railway Group D Exam 22nd August 2022
Railway Group D Exam 22nd August 2022

নমস্কার বন্ধুরা,

এই পাঠে শেয়ার করলাম Railway Group D Exam 22nd August 2022 এর কিছু সাধারণ জ্ঞান, Current Affairs এবং সাধারণ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর।


এই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থী ও বিভিন্ন ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল থেকে। আসুন দেরী না করে "রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর" গুলি দেখে নিন।



Railway Group D Exam 22nd August 2022 Questions in Bengali::



১) মানব শরীরে অটোজোমের সংখ্যা কত?


উত্তরঃ- ২২ জোড়া।


২) ভারতে জিএসটি কবে চালু হয়?


উত্তরঃ- ১লা জুলাই ২০১৭ সালে।


৩) সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয়?


উত্তরঃ- সিকিম।


৪) রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন?


উত্তরঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর।


৫) কোন ব্যক্তির জন্ম দিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয়?


উত্তরঃ- সুভাষচন্দ্র বসু।


৬) অ্যালকোহলের সঙ্গে NaCl মিশ্রিত করলে কি পাওয়া যাবে?


উত্তরঃ- হাইড্রোজেন।


৭) ইস্ট এর প্রয়োগ কোথায় করা হয়?


উত্তরঃ- অ্যালকোহল তৈরি করতে।


৮) ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত?


উত্তরঃ- ঝাড়খণ্ড।


৯) ধাতুর সঙ্গে জল মেশালে কি পাওয়া যাবে?


উত্তরঃ- ক্ষার।


১০) Regional Rural Bank Act কবে কার্যকর হয়?


উত্তরঃ- ১৯৭৬ সালে।


১১) মৌলিক কর্তব্য কোন কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে?


উত্তরঃ- সরণ সিং কমিটি।


১২) ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে?


উত্তরঃ- লখনউ, উত্তরপ্রদেশ।


১৩) অটল পেনশন যোজনার সর্বোচ্চ বয়সসীমা কত?


উত্তরঃ- ৬০ বছর।


১৪) গাছের গ্যাসীয় বর্জ্য কীসের মাধ্যমে নির্গত হয়?


উত্তরঃ- পাতার স্টোমাটার মাধ্যমে।


১৫) নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম ও শেষ মৌল কোনটি?


উত্তরঃ- হাইড্রোজেন ও থোরিয়াম।


১৬) পঞ্চায়েতি রাজ ভারতের কোন অধ্যায়ে রয়েছে?


উত্তরঃ- নবম অধ্যায়ে


১৭) ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে?


উত্তরঃ- তৃতীয় অধ্যায়ে।


১৮) মেঘালয়ের গারো উপজাতিরা কোন উৎসব পালন করে?


উত্তরঃ- ওয়ানগালা


১৯) চৌরিচৌরা ঘটনা কবে সংঘটিত হয়েছিল?


উত্তরঃ- ৪ঠা ফেব্রুয়ারি ১৯২২ সালে।


২০) সিন্ধু দর্শন উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়?


উত্তরঃ- লাদাখে।


২১) কোন প্রক্রিয়ার ফলে চৌম্বকীয় প্রভাবে একটি পরিবাহীর মধ্যে বিভবের সৃষ্টি হয়?


উত্তরঃ- Electro Magnetic Induction.


২২) পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মোট কতগুলি বিষয়ের কথা উল্লেখ রয়েছে?


উত্তরঃ- ২৯টি বিষয়।


২৩) Science and Engineering এর ক্ষেত্রে ২০২২ সালে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন?


উত্তরঃ- শ্রী সঞ্জয় রাজারাম (মরণোত্তর)।


২৪) কোন গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত?


উত্তরঃ- ত্রিপিটক।


২৫) ভারতে GST কবে থেকে শুরু হয়েছে?


উত্তরঃ- ১ জুলাই ২০১৭।


২৬) আধুনিক পর্যায় সারণিতে ক্ষার ধাতু কোন গ্রুপে থাকে?


উত্তরঃ- Group 1.


২৭) একটি বছরে মোট ১০০ দিনের গ্যারান্টি রোজকার কোন যোজনার আওতায় আছে?


উত্তরঃ- MNREGA.


২৮) Direction of Current কোন rule মেনে চলে?


উত্তরঃ- Fleming Right Hand Rule.


২৯) St. Thomas Cathedral Basillica Church কোথায় অবস্থিত?


উত্তরঃ- তামিলনাড়ু।


৩০) ফ্লোয়েম এর কাজ কি?


উত্তরঃ- পাতায় উৎপন্ন খাদ্য শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া।


৩১) প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কোনটি ব্যবহার করা উচিত?


উত্তরঃ- কাগজের ব্যাগ।


৩২) কোন রাজ্য তাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল বাজেটের মধ্যে আলাদাভাবে চাইল্ড বাজেটকে সংযুক্ত করেছে?


উত্তরঃ- মধ্যপ্রদেশ।


৩৩) কমনওয়েলথ গেমস ২০২২ Opening Ceremony তে ভারতের Flag bearer কে ছিলেন?


উত্তরঃ- পি. ভি. সিন্ধু।


৩৪) 2022 Cricket U19 World Cup এর Final এ ভারত কোন দল কে হারিয়ে Champion হয়েছে?


উত্তরঃ- ইংল্যান্ড।


৩৫) 15th Finance Commission এর Chairman হলেন কে?


উত্তরঃ- N. K. Singh


৩৬) ভারতে মোট কতগুলি 'Classical Language' রয়েছে?


উত্তরঃ- ৬টি (তামিল, সংস্কৃত, কানাড়া, তেলেগু, মালায়ালাম, উড়িয়া)।


৩৭) প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো বেরোনোর সময় কোন রং এর আলোর Wavelength বেশি হয়?


উত্তরঃ- লাল আলো।


৩৮) কোক বোরক ভাষা যেটি ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 19th January 2022 এটার কততম দিবস পালন করা হলো?


উত্তরঃ- 44th.


৩৯) ইন্দিরা গান্ধীর সময় কতগুলি ব্যাঙ্কের রাষ্ট্রীয় পালন করা হয়েছিল?


উত্তরঃ- ১৪টি (১৯৬৯ সালে)।


৪০) DPSP এর কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে?


উত্তরঃ- Article 40.




আরও পড়ুন...

Railway Group D Exam 17th August 2022 Questions in Bengali


আরও পড়ুন...

Railway Group D Exam 18th August 2022 Questions in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad