ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ২ | Quiz on Indian Polity
Bangla GK DiaryNovember 01, 2022
0
ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ২ | Quiz on Indian Polity
Quiz on Indian Polity
প্রিয় বন্ধুরা,
বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করছি ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ২ যেখানে থাকছে গুরুত্বপূর্ণ 17টি ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর।
Indian Polity & Constitution বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই পর্বগুলির মাধ্যমে নিয়ে এসেছি Quiz on Indian Polity যেটি আপনাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংবিধান এর উপর ছোট প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে।
ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্বের প্রশ্নগুলি যত্নসহকারে পড়ুন এবং আগামী পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হোন।
Quiz on Indian Polity ::
1. কোন সংশোধনী আইনের মাধ্যমে সিন্ধি ভাষাকে ১৫তম আঞ্চলিক ভাষা হিসাবে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
2. রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করেন?
উত্তরঃ (A) 1/6
3. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 'পঞ্চায়েতি রাজ' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য?
উত্তরঃ (C) Democratic decentralization
4. ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা হয়েছে?
উত্তরঃ (C) Part XII
5. লোকসভার স্পিকার নির্বাচিত হন ________ দ্বারা?
উত্তরঃ (B) লোকসভার সমস্ত সদস্য
6. নাগাল্যান্ড কত সালে পৃথক রাজ্য হিসেবে তৈরি হয়েছিল?
উত্তরঃ (D) 1963
7. ভারতীয় সংবিধান রাজ্যের ক্ষমতা ও কার্যাবলীকে ভাগ করেছে কতগুলি তালিকায়?
উত্তরঃ (D) 3 টি তালিকায়
8. ভারতীয় সংবিধানের কোন ধারাটি ভারতীয় সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়?
উত্তরঃ (A) Article 368
9. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? ভারতীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করেছে?
উত্তরঃ (B) Government of India Act, 1919
10. ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার সময় কে প্রথম রাজ্যসভা থেকে নিযুক্ত হন?
উত্তরঃ (C) ইন্দিরা গান্ধী
11. 'পাবলিক অ্যাকাউন্টস কমিটি'র (PAC) মৌলিক কাজগুলি কি কি?
উত্তরঃ (B) To examine the statement of accounts showing the income and expenditure of state corporations, trading and manufacturing schemes and projects.
12. নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়?
উত্তরঃ (B) Planning Commission
13. কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে সিকিমকে ভারতের ইউনিয়নের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়?
Please do not enter any spam link in the comment box.