ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ১ | Indian Polity MCQ in Bengali
![]() |
ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করছি ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্ব - ১ যেখানে থাকছে গুরুত্বপূর্ণ 18টি ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর।
Indian Polity & Constitution বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই পর্বগুলির মাধ্যমে নিয়ে এসেছি Indian Polity MCQ in Bengali যেটি আপনাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংবিধান এর উপর ছোট প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে।
ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর পর্বের প্রশ্নগুলি যত্নসহকারে পড়ুন এবং আগামী পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হোন।
Indian Polity MCQ in Bengali ::
1. "Abolition of Untouchability" কোন ধারাটির সাথে সম্পর্কিত?
2. কোন ধারাটি "কিছুক্ষেত্রে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা" প্রদান করে?
3. সংবিধানকে সম্পূর্ণভাবে তৈরি করতে গণপরিষদের কত সময় লেগেছিল?
4. ছত্রিশগড় রাজ্যটি কবে অস্তিত্ব লাভ করে?
5. সংবিধানের কোন ধারায় সংসদকে বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র গঠনের ক্ষমতা দেয়?
6. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন?
7. অবিভক্ত ভারতের গণপরিষদের প্রথম বৈঠক কবে বসে?
8. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?
9. বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত?
10. সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। এটি কার দ্বারা সুরক্ষিত?
11. নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
12. সংবিধানের খসড়া কমিটির সামনে প্রস্তাবনা কে প্রস্তাব করেছিলেন?
13. রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন?
14. নিম্নোক্ত কে শপথ গ্রহণ করেন না?
15. ভারতীয় মূল সংবিধানে প্রকৃতপক্ষে কতগুলি ধারা আছে?
16. পার্লামেন্টে প্রথম অনাস্থা প্রস্তাব এবং দ্বিতীয় অনাস্থা প্রস্তাবের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত?
17. সর্বপ্রথম সংসদীয় শাসনব্যবস্থা গঠনের কথা কোথায় বলা হয়েছিল?
18. ভারতের সংবিধানে প্রদত্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের (প্রধান বিচারপতিসহ) সংখ্যা কত?
Read More...
◾ GK Questions with Answers in Bengali
◾ ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা
◾ Competitive GK Mock Test in Bengali
◾ History GK Questions - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
◾ ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা
Please do not enter any spam link in the comment box.