Ads Area

GK Questions with Answers in Bengali Part 27 - বাংলা জিকে প্রশ্ন ও উত্তর

GK Questions with Answers in Bengali Part 27 - বাংলা জিকে প্রশ্ন ও উত্তর

GK Questions with Answers in Bengali Part 27
GK Questions with Answers in Bengali Part 27

নমস্কার বন্ধুরা,

GK Questions with Answers in Bengali Part 27 এ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল।


বাংলা জিকে প্রশ্ন ও উত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions with Answers in Bengali দেওয়া হল।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions with Answers in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



আরও পড়ুন...

Jainism - Important History Questions and Answers

Buddhism - Important History Questions and Answers

16 Mahajanapadas GK Questions and Answers in Bengali

List of Dams in India in Bengali

GK abut the States and Union territories Capitals of India




GK Questions with Answers in Bengali ::


১। 'বেলচা' কোন শ্রেণীর লিভারের অন্তর্গত?

➥ প্রথম শ্রেণী।


২। তাপ বিকিরণ মাপার যন্ত্রকে কি বলে?

➥ রেডিও মাইক্রোমিটার।


৩। বেকার শিল্পে কেক ও পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়?

➥ ঈস্ট।


৪। দেহ পরিপোষক খাদ্য কোনটি?

➥ প্রোটিন।


৫। উদ্ভিদ দেহে কোন খনিজের অভাবে 'ক্লোরোসিস' রোগ দেখা যায়?

➥ ম্যাগনেসিয়াম।


৬। কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম?

➥ ঈস্ট।


৭। ফণীমনসার কিরকম অভিযোজন দেখা যায়?

➥ জাঙ্গল।


৮। কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় না?

➥ নারকেল।


৯। 'বায়োজেনেটিক' তত্ত্বের প্রবক্তা কে?

➥ আর্নস্ট হেকেল।


১০। সংশ্লেষের ফলে সৃষ্ট জাইগোটকে কি বলে?

➥ জুস্পোর।


১১। চন্দ্রগুপ্তের মায়ের নাম কি ছিল?

➥ মুরা।


১২। বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন?

➥ অমিত্রঘাত।


১৩। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ওইদিন কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন?

➥ অরবিন্দ ঘোষ।


১৪। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?

➥ ধননন্দ।


১৫। 'গৌড়বাহো' কাব্য কে রচনা করেন?

➥ বাকপতি।


১৬। 'বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়' কার আদেশে তৈরি হয়েছিল?

➥ ধর্মপাল।


১৭। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?

➥ কর্ণসুবর্ণ।


১৮। গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কি ছিল?

➥ বাহাউদ্দিন।


১৯। ইলতুৎমিসের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন. তার নাম কি?

➥ বন্দেগান-ই চাহালগান।


২০। 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ' কে গঠন করেন?

➥ রাসবিহারী বসু।


২১। কোন দিন সূর্যের উত্তরায়ণ শুরু হয়?

➥ ২১ ডিসেম্বর।


২২। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল?

➥ মেরু অঞ্চলে।


২৩। কোন শ্রেণীর শিলায় জীবাশ্ম দেখা যায়?

➥ পাললিক শিলায়।


২৪। 'লাইমস্টোন' কি জাতীয় শিলা?

➥ জৈব পদার্থ দিয়ে গঠিত পাললিক শিলা।


২৫। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

➥ গোর্গাবুরু।


২৬। ভারতের কোন শহর গঙ্গা-যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে আছে?

➥ এলাহাবাদ।


২৭। ভারতের 'ব্র্যাঘ্র প্রকল্প' কবে শুরু হয়?

➥ ১৯৭৩ সালের ১ এপ্রিল।


২৮। দাক্ষিণাত্যের সবথেকে বড় নদী কোনটি?

➥ গোদাবরী।


২৯। 'তিলাইয়া বাঁধ' কোন নদীর ওপর আছে?

➥ দামোদর।


৩০। ভারতের কোন শহরে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয়?

➥ বেনারস।




More Important GK Link
জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২৪ Click Here
জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২৫ Click Here
জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২৬ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad