Current Affairs in Bengali 2022 - October (Part 3) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
Current Affairs in Bengali 2022 - October (Part 3) |
নমস্কার বন্ধুরা,
বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs in Bengali 2022 - October (Part 3) যেখানে থাকছে ৪২টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Current Affairs in Bengali 2022 - October (Part 3) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
Read More...
➤ Current Affairs in Bengali - September 2022
Current Affairs 2022 in Bengali - October (Part 3) ::
১) 'ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি'র পরবর্তী এক্সিকিউটিভ চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- 'সুপ্রিম কোর্ট'এর বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
২) রাজ্যে নতুন ৩টি জেলা যুক্ত হওয়ার পর, এখন ছত্রিশগড়ের মোট জেলার সংখ্যা কত?
উত্তরঃ- ৩১।
৩) পৃথিবীতে সম্প্রতি কোন শ্রেণীর ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হানল?
উত্তরঃ- জি-২ (মধ্যম) শ্রেণীর।
৪) কাকে সম্প্রতি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক পদমর্যাদায় ভূষিত করা হল?
উত্তরঃ- ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।
৫) দেশের স্কুলগুলির সার্বিক উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন প্রকল্পের ঘোষণা করেছেন?
উত্তরঃ- 'প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া' যোজনা।
৬) 'আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্পোরেশন লিমিটেড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও কান্ট্রি ম্যানেজার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জয় খান্না।
৭) সম্প্রতি প্রয়াত উপ্পালাপতি ভেঙ্কটা কৃষ্ণম রাজু (৮২ বছর) কোন ভাষার অভিনেতা ছিলেন?
উত্তরঃ- তেলেগু।
৮) অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট এখন কে?
উত্তরঃ- জোয়াও লরেঙ্কো।
৯) সম্প্রতি কোন দিনটিকে আনুষ্ঠানিকভাবে 'স্কুইড গেম দিবস' হিসাবে মনোনীত করল লস অ্যাঞ্জেলেস সিটি?
উত্তরঃ- ১৭ সেপ্টেম্বর (দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স সিরিজ 'স্কুইড গেম'এর সাফল্যের স্বীকৃতি হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।
১০) ভারতের প্রথম রাজ্য হিসাবে, কারা সম্প্রতি মিশন অমৃত সরোবর এর অধীনে, দেশে ৮,৬৪২টি অমৃত সরোবর (হ্রদ) তৈরি করে শীর্ষে স্থান পেল?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
১১) ভারতের কোন রাজ্যে 'ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স' তৈরি হতে চলেছে?
উত্তরঃ- গুজরাত।
১২) ভারতের অ্যাটর্নি জেনারেল এখন কে?
উত্তরঃ- আর. ভেঙ্কটরামানি।
১৩) 'বুরজিল হোল্ডিংস'এর প্রচার দূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বলিউড অভিনেতা শাহরুখ খান।
১৪) ভারতের কোন রাজ্যের সরকারি স্কুলগুলি সপ্তাহের প্রতি মঙ্গলবার দিনটিকে 'সুস্থতা দিবস' হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ- ঝাড়খন্ড।
১৫) ভারতের প্রথম বন বিদ্যালয় কোথায় গড়ে উঠতে চলেছে?
উত্তরঃ- তেলেঙ্গানা।
১৬) ইরিত্রিয়ায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- প্রকাশ চাঁদ।
১৭) কেরালা বিধানসভার অধ্যক্ষ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- এ. এন. শামসির।
১৮) হরপ্পা সংস্কৃতির ওপর বিশ্বের বৃহত্তম মিউজিয়াম কোথায় তৈরি হতে চলেছে?
উত্তরঃ- হরিয়ানার রাখিগড়ীতে।
১৯) জাপানে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সিবি জর্জ।
২০) সম্পূর্ণ ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম বাস্তবায়নের জন্য, কোন শহর সম্প্রতি সফটওয়্যার কোম্পানি 'পাটা নেভিগেশন প্রাইভেট লিমিটেড'এর সঙ্গে সমঝোত চুক্তি স্বাক্ষর করল?
উত্তরঃ- ইন্দোর (এর ফলে, ডিজিটাল ঠিকানা সহ দেশের প্রথম 'স্মার্ট সিটি' হতে চলেছে মধ্যপ্রদেশের এই শহরটি)।
২১) সম্প্রতি অরুণাচল প্রদেশে, ভারতীয় সেনাবাহিনীর কিবিথু সামরিক বেস ক্যাম্পের নামকরণ করা হল কার নামে?
উত্তরঃ- দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (এখন এই বেস ক্যাম্পের নাম 'জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি প্যারিসন')।
২২) ভারত পাকিস্তান সীমান্ত বরাবর প্রথম মহিলা উট রাইডিং স্কোয়াড মোতায়েন করেছে কারা?
উত্তরঃ- বর্ডার সিকিউরিটি ফোর্স।
২৩) 'কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ'এর মাধ্যমে প্রকাশিত তালিকায়, কোন চিড়িয়াখানা সম্প্রতি দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার শিরোপা পেল?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের 'পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক'।
২৪) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'কমিউনিটি হার্নেসিং অ্যান্ড হারভেস্টিং রেনওয়াটার আর্টিফিশিয়ালি ফ্রম টেরেস টু অ্যাকুইফার' নামে বৃষ্টির জল সংগ্রহের প্রকল্প চালু করল?
উত্তরঃ- ওড়িশা।
২৫) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ভারতের প্রথম 'স্বচ্ছ সুজন প্রদেশ'এর তকমা পেল?
উত্তরঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
২৬) ভারতের বাণিজ্য সচিব হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সুনীল বর্থবাল।
২৭) নেদারল্যান্ডসে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ভারতীয় বংশদ্ভূত শেফালী রাজধানী রাজদান দুগ্বাল।
২৮) 'এশিয়া প্যাসিফিক ফোরাম'এর গভর্ন্যান্স কমিটির সদস্য হিসাবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
উত্তরঃ- অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র।
২৯) নির্মাণাধীন রাজ্য সচিবালয় কমপ্লেক্সের নাম সম্প্রতি কার নামে রাখার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার?
উত্তরঃ- সংবিধানের জনক ড. ভীমরাও রামজি আম্বেদকর।
৩০) ২০২২-'২৩ সালের জন্য, 'সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স'এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বিনোদ আগরওয়াল।
৩১) কাকে সম্প্রতি রাষ্ট্রসংঘ শিশু তহবিলের শুভেচ্ছা দূত হিসাবে মনোনীত করল 'ইউনিসেফ'?
উত্তরঃ- উগান্ডার ২৫ বছর বয়সী জলবায়ু কর্মী ভ্যানেসা নাকাতে।
৩২) আহমেদাবাদের মণিনগরের 'এএমসি মেট মেডিক্যাল কলেজ'এর নাম বদলে সম্প্রতি কার নামে রাখা হল?
উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (এখন থেকে ওই কলেজের নাম 'নরেন্দ্র মোদী মেডিকেল কলেজ')।
৩৩) কোথায় সম্প্রতি ভারতের প্রথম লিথিয়াম-আয়ন সেল কারখানা চালু হল?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশের তিরুপতি।
৩৪) কে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'নাইট অফ দ্য লিজিয়ঁ অফ অনর' পেলেন?
উত্তরঃ- 'পিরামল গ্রুপ'এর ভাইস চেয়ারপার্সন স্বাতী পিরামল।
৩৫) প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের জন্মবার্ষিকীকে (১৭ মার্চ) সম্প্রতি কোন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার?
উত্তরঃ- অনুপ্রেরণা দিবস।
৩৬) কে সম্প্রতি বিশ্বের প্রথম 'চিতা পুনর্বাসন প্রকল্প' চালু করলেন?
উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (এই প্রকল্পের আওতায়, আফ্রিকার নামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে মধ্যপ্রদেশের 'কুনো জাতীয় উদ্যান'এ ছাড়লেন নরেন্দ্র মোদী)।
৩৭) দেশের প্রথম পুলিশ বাহিনী হিসাবে, কারা ৬ বছরেরও বেশি শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে ফরেনসিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করছে?
উত্তরঃ- দিল্লী পুলিশ।
৩৮) ভারতীয় সেনাবাহিনী কোথায় সম্প্রতি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করল?
উত্তরঃ- বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র 'সিয়াচেন' হিমবাহের ১৯,০৬১ ফুট উচ্চতায়।
৩৯) মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের কাছে অবস্থিত দৌলতাবাদ দুর্গের নাম বদল করে নতুন নাম কি রাখা হচ্ছে?
উত্তরঃ- দেবগিরি।
৪০) কে সম্প্রতি টোয়েন্টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন?
উত্তরঃ- রোহিত শর্মা (এখন টোয়েন্টি-২০ ক্রিকেটে তার মোট ছক্কা মারার সংখ্যা ১৭৬)।
৪১) সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কারি ঝুলন গোস্বামী ভারতের কোন রাজ্যের বাসিন্দা?
উত্তরঃ- পশ্চিমবঙ্গ।
৪২) কোন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সম্প্রতি ডোপিং বিরোধী আইন লঙ্ঘনের কারণে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যেকোনো ধরনের প্রতিযোগিতা থেকে বরখাস্ত হলেন?
উত্তরঃ- শিবপাল সিং।
More Current Affairs |
Link |
---|---|
Current Affairs 2022 in Bengali - October (Part 1) |
|
Current Affairs 2022 in Bengali - October (Part 2) |
Please do not enter any spam link in the comment box.