Current Affairs in Bengali 2022 - October (Part 2) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
Current Affairs 2022 in Bengali - October (Part 2) |
নমস্কার বন্ধুরা,
বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs in Bengali 2022 - October (Part 2) যেখানে থাকছে ৪৮টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Current Affairs in Bengali 2022 - October (Part 2) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
✲ Current Affairs 2022 - October (Part 1)
Current Affairs 2022 in Bengali - October (Part 2) ::
১) 'মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স' সমীক্ষা অনুসারে, বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় কে সম্প্রতি শীর্ষ স্থান পেলেন?
উত্তরঃ- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (৭৫ শতাংশের অনুমোদন রেটিং পেয়ে শীর্ষে রয়েছেন তিনি)।।
২) 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'এর চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বিজ্ঞানী ড. সমীর ভি. কামাত।
৩) 'আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার'এ ভারতের জন্য এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- কৃষ্ণমূর্তি ভেঙ্কটা সুব্রমনিয়ান।
৪) ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য, কোন কোম্পানি সম্প্রতি 'ইউনেস্কো'র সঙ্গে চুক্তি করল?
উত্তরঃ- রয়্যাল এনফিল্ড।
৫) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কনৌজকে সুগন্ধি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- উত্তর প্রদেশ সরকার।
৬) ২০২২ সালে কে 'ইউনেস্কো শান্তি পুরস্কার' পেলেন?
উত্তরঃ- প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল (শরণার্থীদের স্বাগত জানানোর পদক্ষেপের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার পেলেন তিনি)।
৭) পেটকেয়ার ব্র্যান্ড 'হেডস আপ ফর টেইলস'এর প্রথম প্রচারদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
৮) কোথায় সম্প্রতি ৩০০ শয্যাবিশিষ্ট 'হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- পাঞ্জাবের মোহালি।
৯) কোন সংস্থা সম্প্রতি চিনির বিকল্প 'জাইলিটল' উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কার করল?
উত্তরঃ- আইআইটি গুয়াহাটি।
১০) 'ন্যাশনাল সিকিউরিটি গার্ড'এর ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- মেজর জেনারেল প্রবীণ ছাবরা।
১১) ভারতের প্রথম নাইট সাফারি পার্ক কোথায় তৈরি হবে?
উত্তরঃ- উত্তরপ্রদেশের লখনউয়ে।
১২) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রী উদ্যমান খিলাড়ি উন্নয়ন যোজনা' চালু করল?
উত্তরঃ- উত্তরাখণ্ড।
১৩) কোথায় সম্প্রতি পথচারী ও সাইকেল চালকদের জন্য ৩০০ মিটার দীর্ঘ 'অটল সেতু'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- গুজরাতের আহমেদাবাদে।
১৪) কে সম্প্রতি 'আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজি'র ফেলো হিসাবে নির্বাচিত হলেন?
উত্তরঃ- সিনিয়র নিউরোলজিস্ট ড. এন. ভি. সুন্দরা চারি।
১৫) পশ্চিমবঙ্গের কোন মন্দির বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিসৌধ হিসাবে তৈরি হতে চলেছে?
উত্তরঃ- নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত বৈদিক প্ল্যানেটরিয়াম মন্দির।
১৬) নয়া দিল্লির ঐতিহাসিক 'রাজপথ'এর নাম বদলে নতুন নাম সম্প্রতি কি রাখা হয়েছে?
উত্তরঃ- কর্তব্য পথ।
১৭) সম্প্রতি ভারতের প্রথম জৈব গ্রাম তৈরি করল কোন রাজ্য?
উত্তরঃ- ত্রিপুরা।
১৮) কোন দেশ সম্প্রতি 'ইয়াওগান-৩৩ ০২' নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট চালু করল?
উত্তরঃ- চীন।
১৯) কানাডায়, ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জয় কুমার ভার্মা।
২০) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় সম্প্রতি ১,৩২০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১ উদ্বোধন করলেন?
উত্তরঃ- বাংলাদেশের খুলনার বাগেরহাটের রামপালে।
২১) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- লিজ ট্রাস।
২২) উত্তরপ্রদেশে প্রথম কোন গ্রামের প্রতিটি বাড়িতে আর. ও ওয়াটার সরবরাহ পরিষেবা রয়েছে?
উত্তরঃ- ভরতৌল।
২৩) 'শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বিনেশ কুমার ত্যাগী।
২৪) কে সম্প্রতি টেলিভিশন বিনোদন জগতের অন্যতম পুরস্কার 'এমি' পেলেন?
উত্তরঃ- প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'এ প্রচারিত তথ্যচিত্র 'আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস'এ কন্ঠ দেওয়ার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে)।
২৫) ২০২২ সালে ৬৭ তম 'ফিল্মফেয়ার পুরস্কার'এ কোন চলচ্চিত্র সম্প্রতি 'সেরা চলচ্চিত্র'এর পুরস্কার পেল?
উত্তরঃ- শেরশাহ।
২৬) সম্প্রতি প্রয়াত অভিজিৎ সেন (৭২ বছর) কে ছিলেন?
উত্তরঃ- কৃষি অর্থনীতিবিদ।
২৭) থাইল্যান্ডে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- নগেশ সিং।
২৮) 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ'এর চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি কোথায় ভারতের প্রথম ও বিশ্বের বৃহত্তম কার্বন ফাইবার প্ল্যান্ট গড়ার ঘোষণা করলেন?
উত্তরঃ- গুজরাটের হাজিরা।
২৯) ভারতের প্রথম রাজ্য হিসাবে, কারা সম্প্রতি 'জুতো ও চামড়ার পণ্য নীতি ২০২২' চালু করল?
উত্তরঃ- তামিলনাড়ু।
৩০) কোন রেলস্টেশনে 'মেঘদূত' মেশিন স্থাপন করেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ?
উত্তরঃ- মুম্বাই।
৩১) 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন'এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- রাজেশ কুমার শ্রীবাস্তব।
৩২) দেশের প্রথম ভার্চুয়াল স্কুল কোথায় চালু হয়েছে?
উত্তরঃ- দিল্লি (www.dmvs.ac.in ওয়েবসাইটের মাধ্যমে এই স্কুলে পঠন-পাঠন করা যাবে)।
৩৩) সার্বিয়ার প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- আনা বারনাবিক।
৩৪) সম্প্রতি 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া' ও 'ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি'র যৌথ উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম টিকা চালু করল ভারত। টিকাটির নাম কি?
উত্তরঃ- কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন।
৩৫) কৃষকদের কল্যাণে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রুরাল ব্যাকইয়ার্ড পিগারি স্কিম' চালু করল?
উত্তরঃ- মেঘালয়।
৩৬) বাংলাদেশ সম্প্রতি কোন দেশের কাছ থেকে '36 F-7BGI' এয়ারক্র্যাফট কিনলো?
উত্তরঃ- চিন।
৩৭) সম্প্রতি প্রথম 'হোমিওপ্যাথি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- দুবাই।
৩৮) কোন প্রাক্তন সোভিয়েত নেতা সম্প্রতি মারা গেলেন?
উত্তরঃ- মিখাইল গর্বাচভ (৯১ বছর)।
৩৯) 'এনএইচপিসি লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে?
উত্তরঃ- যমুনা কুমার চৌবে।
৪০) ভারতের প্রথম 'নাইট স্কাই স্যাংচুয়ারি' কোথায় চালু হতে চলেছে?
উত্তরঃ- লাদাখের হ্যানলেতে।
৪১) 'অল ইন্ডিয়া রেডিও'র নিউজ সার্ভিসেস ডিভিশনের ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ড. বসুধা গুপ্ত।
৪২) ঋণের মাধ্যমে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মহিলা নিধি' প্রকল্প চালু করল?
উত্তরঃ- রাজস্থান।
৪৩) 'অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন'এর অন্তর্বর্তী প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- মামিডালা জগদেশ কুমার।
৪৪) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'ব্যাগলেস ডে' চালু করল?
উত্তরঃ- মধ্য প্রদেশ (এই নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে ১ দিন স্কুল ব্যাগ ছাড়াই স্কুলে যেতে পারবে পড়ুয়ারা)।
৪৫) দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের আদলে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রাজ্য রাজধানী অঞ্চল' গড়ে তোলার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
৪৬) 'হকি ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- দিলীপ তিরকি।
৪৭) কে সম্প্রতি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে, 'ট্যুইটার'এর ৫০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুলেন?
উত্তরঃ- বিরাট কোহলি।
৪৮) ২০২২ সালে কোন দল 'এশিয়া কাপ' জিতল?
উত্তরঃ- শ্রীলঙ্কা (পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে)।
More Current Affairs |
Link |
---|---|
Current Affairs - August 2022 |
|
Current Affairs - September 2022 |
Please do not enter any spam link in the comment box.