Ads Area

Competitive GK Mock Test in Bengali Part 116 - অনলাইন জিকে মক টেস্ট

Competitive GK Mock Test in Bengali Part 116 - অনলাইন জিকে মক টেস্ট

Competitive GK Mock Test in Bengali Part 116
Competitive GK Mock Test in Bengali Part 116

নমস্কার বন্ধুরা,

Competitive GK Mock Test in Bengali Part 116 গুরুত্বপূর্ণ ২০টি বাংলা জিকে প্রশ্ন উত্তর নিয়ে Competitive Exam প্রস্তুতির সুবিধার্থে বানানো হয়েছে।


GK Mock Test in Bengali হল প্রকৃত পরীক্ষার মতো একটি পরীক্ষা এবং এই GK Mock Test in Bengali সিরিজগুলি সমাধান করা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সম্পর্কে সঠিক ধারণা দেয়।


GK Mock Test in Bengali পর্বগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির একটি সম্পূর্ণ প্রতিলিপি এবং এইধরনের Competitive GK Mock Test in bengali পর্বগুলির মধ্য দিয়ে আপনাকে বাংলা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে নিজের বুদ্ধিমত্তা বৃদ্ধি এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। চাকরির পরীক্ষায় Mock Test এর গুরুত্বের কথা মাথায় রেখে GK Mock Test in Bengali পর্বগুলি আমরা নিয়ে আসব প্রতিনিয়ত।


প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে Competitive GK Mock Test in Bengali Part 116 - অনলাইন জিকে মক টেস্ট তৈরি করা হয়েছে।



আজকের মকটেস্টের প্রশ্নগুলি ᅳ


▶ "Five Point Someone" বইটির লেখক কে?

▶ "ভারতীয় রেলওয়ে" প্রথম কোন রেল স্টেশনে বাচ্চাদের জন্য "মজাদার অঞ্চল" (Fun Zone) চালু করেছে?

▶ নীচের কোনটি একটি দেশের নাম নয়?

▶ সুরাত শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

▶ কত সালে ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয়?

▶ "ন্যাশনাল অ্যানিম্যাল রিসোর্স ফ্যাসিলিটি ফর বায়োমেডিক্যাল রিসার্চ" কোথায় অবস্থিত?

▶ "কালকা-সিমলা রেলওয়ে" কত সালে "ইউনেস্কো"র "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট"এর তকমা পায়?

▶ "অভয় ঘাট" কোন ব্যক্তির জন্য বিখ্যাত?

▶ "শের-ই-কাশ্মীর" নামে কে পরিচিত?

▶ ভারতের প্রথম ট্রেনটিতে যে তিনটি ইঞ্জিন ছিল, নিচের কোনটি সেই তিনটি ইঞ্জিনের নাম ছিল না?

▶ "Let a hundred flowers bloom" উক্তিটি কার?

▶ কোন প্রণালী "আটলান্টিক মহাসাগর" ও "প্রশান্ত মহাসাগর"কে যুক্ত করেছে?

▶ বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিসৌধ হিসাবে তৈরি হতে চলেছে বৈদিক প্লানেটরিয়াম মন্দির। এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

▶ সম্প্রতি পরীক্ষা করা 3.5 কিলোমিটার লম্বা মালগাড়িটির নাম কি?

▶ সম্প্রতি ভারত ও নেপালের মধ্যে চালু হয়েছে "ভারত গৌরব টুরিস্ট ট্রেন"। এই ট্রেনটির গন্তব্যস্থল নেপালের কোন স্টেশন?

▶ ক্ষতস্থান সেলাইয়ের জন্য চিকিৎসকরা যে সুতো ব্যবহার করেন, সেটি কোন পলিমার দিয়ে তৈরি করা হয়?

▶ চলন্ত ট্রেনের কামরার মধ্যে বসা কোনো আরোহী একটি মুদ্রাকে সোজা ওপরে ছুঁড়ে দিলে মুদ্রাটি তার পিছনে পড়ল। ট্রেনটির গতি কিরকম?

▶ "ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড"এর সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত?

▶ "জীরাদেই" নামক স্থানটি নিচের কোন ব্যক্তির জন্য বিখ্যাত?

▶ আসল হীরা সনাক্ত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?




Competitive GK Mock Test in Bengali Part 116 ::


✿ বিষয় - জিকে

✿ প্রশ্ন সংখ্যা - ২০

✿ পূর্ণমান - ২০

✿ সময় - ২০ সেকেন্ড/প্রশ্ন



GK Mock Test

প্রতিটি প্রশ্নের জন্য সময় থাকছে ২০ সেকেন্ড।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:




More Mock Test

Link

Competitive GK Mock Test Part 114

Click Here

Competitive GK Mock Test Part 115

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad