ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা - Famous Museums in India
ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান |
নমস্কার বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা যেখানে ৩২টি ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা আকারে দেওয়া হল।
প্রতিবছর বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা গেছে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই আপনাদের জন্য ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তালিকাটি যত্নসহকারে পড়ুন এবং আগামী পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হোন।
তালিকাটির শেষে আপনাদের জন্য কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো যেগুলি থেকে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই বিষয় থেকে আসা প্রশ্নগুলি সম্পর্কে ধারণা করতে পারবেন।
ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান ::
নং | জাদুঘর | অবস্থান |
---|---|---|
১. | ন্যাশনাল চিলড্রেনস্ মিউজিয়াম | নতুন দিল্লি |
২. | ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট | নতুন দিল্লী |
৩. | নেহেরু মিউজিয়াম | নতুন দিল্লী |
৪. | আর্কিওলজিক্যাল মিউজিয়াম | নতুন দিল্লী |
৫. | রেল ট্রান্সপোর্ট মিউজিয়াম | নতুন দিল্লী |
৬. | ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি | নতুন দিল্লী |
৭. | ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম | নতুন দিল্লী |
৮. | ইন্ডিয়ান এয়ার ফোর্স মিউজিয়াম | দিল্লি |
৯. | বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম | কলকাতা |
১০. | বিড়লা প্ল্যানেটোরিয়াম | কলকাতা |
১১. | নেতাজী মিউজিয়াম | কলকাতা |
১২. | ইন্ডিয়ান মিউজিয়াম | কলকাতা |
১৩. | ন্যাশনাল মিউজিয়াম | কলকাতা |
১৪. | ভিক্টোরিয়া মেমোরিয়াল হল | কলকাতা |
১৫. | আশুতোষ মিউজিয়াম | কলকাতা |
১৬. | গুরু সদয় সংগ্রহশালা | কলকাতা |
১৭. | বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম | কলকাতা |
১৮. | ক্যালিকো টেক্সটাইল মিউজিয়াম | আহমেদাবাদ |
১৯. | গান্ধী স্মারক সংগ্রহশালা | আহমেদাবাদ |
২০. | সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল মেমোরিয়াল | আহমেদাবাদ |
২১. | প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম | মুম্বাই |
২২. | বিশ্বেশ্বরাইয়া ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম | বেঙ্গালুরু |
২৩. | সালার জং মিউজিয়াম | হায়দ্রাবাদ |
২৪. | টিপু সুলতান মিউজিয়াম | শ্রীরঙ্গপত্তমম |
২৫. | শ্রী চিত্র আর্ট গ্যালারি | তিরুবনন্তপুরম |
২৬. | অ্যানথ্রপোলোজিক্যাল মিউজিয়াম | পোর্ট ব্লেয়ার |
২৭. | সারনাথ মিউজিয়াম | উত্তরপ্রদেশ |
২৮. | নালন্দা মিউজিয়াম | বিহার |
২৯. | ডোগরা আর্ট মিউজিয়াম | জম্মু |
৩০. | প্রতাপ সিং মিউজিয়াম | শ্রীনগর |
৩১. | সেন্ট্রাল মিউজিয়াম | নাগপুর |
৩২. | ফরেস্ট মিউজিয়াম | দেরাদুন |
নমুনা প্রশ্নোত্তরঃ-
১) প্রতাপ সিং মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) কলকাতা
B) ব্যাঙ্গালুরু
C) শ্রীনগর
D) মুম্বাই
২) ইণ্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) উত্তরপ্রদেশ
B) কলকাতা
C) উদয়পুর
D) শ্রীরঙ্গপত্তনম
৩) সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) বিহার
B) মুম্বাই
C) নাগপুর
D) হায়দ্রাবাদ
৪) ফরেস্ট মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) দেরাদুন
B) নতুন দিল্লি
C) হায়দ্রাবাদ
D) জয়পুর
৫) টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) দিল্লি
B) কলকাতা
C) শ্রীরঙ্গপত্তনম
D) আহমেদাবাদ
৬) সেন্ট্রাল মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) বিহার
B) হায়দ্রাবাদ
C) মুম্বাই
D) নাগপুর
৭) প্রিন্স অব ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) কলকাতা
B) মুম্বাই
C) ব্যাঙ্গালুরু
D) শ্রীনগর
৮) গুরুসদয় সংগ্রহশালা ও আশুতোষ মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) কলকাতা
B) ব্যাঙ্গালুরু
C) শ্রীনগর
D) মুম্বাই
৯) সারনাথ মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) শ্রীরঙ্গপত্তনম
B) উদয়পুর
C) উত্তরপ্রদেশ
D) কলকাতা
১০) ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট কোথায় অবস্থিত?
A) নতুন দিল্লী
B) কলকাতা
C) মুম্বাই
D) বেঙ্গালুরু
Read More...
◾ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা
◾ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা
◾ বিভিন্ন খেলাধুলায় মাঠের নাম'এর তালিকা
◾ বিখ্যাত ব্যক্তিদের উপাধি বা উপনামের তালিকা
◾ সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের উৎসের তালিকা
Please do not enter any spam link in the comment box.