Ads Area

ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা - Samadhi Sthal of Famous Leaders in India

ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা - Samadhi Sthal of Famous Leaders in India

ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল
ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল

নমস্কার বন্ধুরা,

এই পেজে আমরা আপনাদের জন্য ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা ও সমাধিস্থল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর শেয়ার করলাম।


গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নাম, পরিচিতি, মৃত্যু সাল ও সমাধিস্থলের নাম উল্লেখ আছে এবং সমাধিস্থল সম্পর্কিত গুরুত্বপূর্ণ 23টি প্রশ্নোত্তর এই পেজে আপনাদের জন্য দেওয়া হল।


বিগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল গুলির নাম সম্পর্কিত প্রশ্ন এসেছে। উদাহরণস্বরূপ, শান্তিবন কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়? অভয় ঘাট কার সমাধিস্থল? রাজঘাট কার সমাধি? বিজয় ঘাট কার সমাধিস্থল? কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? ইত্যাদি।


আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের সমস্ত প্রশ্নগুলির উত্তর দিতে আজকের এই ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকাটি আপনাকে খুবই সাহায্য করবে।




ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা



নাম পরিচিতি মৃত্যু সাল সমাধি স্থল
মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বাধিনায়ক 1948 রাজঘাট
জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1964 শান্তিবন
লালবাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী 1966 বিজয়ঘাট
ইন্দিরা গান্ধী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী 1984 শক্তি স্থল
জগজীবন রাম ভারতের চতুর্থ উপ-প্রধানমন্ত্রী 1986 সমতা স্থল
চৌধুরী চরণ সিং ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী 1987 কিষান ঘাট
রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী 1991 বীর ভূমি
জৈল সিং ভারতের সপ্তম রাষ্ট্রপতি 1994 একতা স্থল
শঙ্কর দয়াল শর্মা ভারতের নবম রাষ্ট্রপতি 1999 কর্মভূমি
দেবী লাল ভারতের ষষ্ঠ উপ-প্রধানমন্ত্রী 2001 সংঘর্ষ স্থল
কে. আর. নারায়নণ ভারতের দশম রাষ্ট্রপতি 2005 উদয় ভুমি
চন্দ্রশেখর ভারতের অষ্টম প্রধানমন্ত্রী 2007 জননায়ক স্থল
ইন্দ্রকুমার গুজরাল ভারতের ১২তম প্রধানমন্ত্রী 2012 স্মৃতি স্থল
এপিজে আবদুল কালাম ভারতের ১১তম রাষ্ট্রপতি 2015 রামেশ্বরম ঘাট
অটল বিহারী বাজপেয়ী ভারতের দশম প্রধানমন্ত্রী 2018 সদাইব অটল
অরুণ জেটলি ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী 2019 নিগামবোধ ঘাট
সুষমা স্বরাজ ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী 2019 লোধী ঘাট
মোরারজি দেশাই প্রাক্তন প্রধানমন্ত্রী 1995 অভয় ঘাট (আমেদাবাদ)
রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি 1963 মহাপ্রয়াণ ঘাট (পাটনা)
গুলজারিলাল নন্দ ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী 1998 নারায়ণ ঘাট (আমেদাবাদ)
পি. ভি. নরসিমা রাও (রবীন্দ্র সেতু) ভারতের নবম প্রধানমন্ত্রী 2004 পি. ভি. ঘাট (বুদ্ধ পূর্ণিমা পার্ক)
বি. আর. আম্বেদকর সংবিধান প্রণেতা ও স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী 1956 চৈত্য ভূমি (দাদর)
কৃষ্ণ কান্ত ভারতের দশম উপরাষ্ট্রপতি 2002 নিগমভূত ঘাট





সমাধিস্থল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


1. প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজ ঘাট

C) নিগামবোধ ঘাট

D) শান্তিবন


উত্তরঃ C) নিগামবোধ ঘাট


2. চন্দ্রশেখর এর সমাধিস্থল কোথায়?


A) শক্তি স্থল

B) জননায়ক স্থল

C) একতা স্থল

D) রাজঘাট


উত্তরঃ B) জননায়ক স্থল


3. চৌধুরী চরন সিং এর সমাধিস্থল কোথায়?


A) একতা স্থল

B) নারায়ণ ঘাট

C) সংঘর্ষ স্থল

D) কিষান ঘাট


উত্তরঃ D) কিষান ঘাট


4. প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী দেবী লাল এর সমাধিস্থল কোথায়?


A) সংঘর্ষ স্থল

B) একতা স্থল

C) কিষান ঘাট

D) নারায়ণ ঘাট


উত্তরঃ A) সংঘর্ষ স্থল


5. প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এর সমাধিস্থল কোথায়?


A) সদাইব অটল

B) একতা স্থল

C) কিষান ঘাট

D) নারায়ণ ঘাট


উত্তরঃ A) সদাইব অটল


6. গিয়ানি জৈল সিং এর সমাধিস্থল কোথায়?


A) কিষান ঘাট

B) একতা স্থল

C) সংঘর্ষ স্থল

D) নারায়ণ ঘাট


উত্তরঃ B) একতা স্থল


7. প্রাক্তন প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ এর সমাধিস্থল কোথায়?


A) একতা স্থল

B) সংঘর্ষ স্থল

C) কিষান ঘাট

D) নারায়ণ ঘাট


উত্তরঃ D) নারায়ণ ঘাট


8. প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এর সমাধিস্থল কোথায়?


A) রামেশ্বরম ঘাট

B) তিরুবনন্তপুরম ঘাট

C) বারানসি

D) শিলং


উত্তরঃ A) রামেশ্বরম ঘাট


9. প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল এর সমাধিস্থল কোথায়?


A) একতা স্থল

B) স্মৃতি স্থল

C) সংঘর্ষ স্থল

D) নারায়ন ঘাট


উত্তরঃ B) স্মৃতি স্থল


10. প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর সমাধিস্থল কোথায়?


A) একতা স্থল

B) কিষান ঘাট

C) সংঘর্ষস্থ স্থল

D) শক্তি স্থল


উত্তরঃ D) শক্তি স্থল


11. প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর সমাধিস্থল কোথায়?


A) মহাপ্রয়াণ ঘাট

B) বীরভূমি

C) একতা স্থল

D) পি ভি ঘাট


উত্তরঃ B) বীরভূমি


12. প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কোথায়?


A) মহাপ্রয়াণ ঘাট

B) বীরভূমি

C) একতা স্থল

D) পি ভি ঘাট


উত্তরঃ A) মহাপ্রয়াণ ঘাট


13. প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা এর সমাধিস্থল কোথায়?


A) মহাপ্রয়াণ ঘাট

B) কর্মভূমি

C) একতা স্থল

D) পি ভি ঘাট


উত্তরঃ B) কর্মভূমি


14. প্রাক্তন রাষ্ট্রপতি কে. আর. নারায়ন এর সমাধিস্থল কোথায়?


A) মহাপ্রয়াণ ঘাট

B) বীরভূমি

C) একতা স্থল

D) পি ভি ঘাট


উত্তরঃ C) একতা স্থল


15. প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসীমা রাও এর সমাধিস্থল কোথায়?


A) মহাপ্রয়াণ ঘাট

B) বীরভূমি

C) একতা স্থল

D) পি ভি ঘাট


উত্তরঃ D) পি ভি ঘাট


16. প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজঘাট

C) বিজয় ঘাট

D) শান্তিবন


উত্তরঃ A) অভয় ঘাট


17. জাতির জনক মহাত্মা গান্ধী এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজঘাট

C) বিজয় ঘাট

D) শান্তিবন


উত্তরঃ B) রাজঘাট


18. প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজঘাট

C) বিজয় ঘাট

D) শান্তিবন


উত্তরঃ C) বিজয় ঘাট


19. প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজঘাট

C) বিজয় ঘাট

D) শান্তিবন


উত্তরঃ D) শান্তিবন


20. প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জগজীবন রাম এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) সমতা স্থল

C) বিজয় ঘাট

D) শান্তিবন


উত্তরঃ B) সমতা স্থল


21. প্রাক্তন উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্ত এর সমাধিস্থল কোথায়?


A) অভয় ঘাট

B) রাজঘাট

C) নিগামবোধ ঘাট

D) শান্তিবন


উত্তরঃ C) নিগামবোধ ঘাট


22. প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এর সমাধিস্থল কোথায়?


A) লোধী ঘাট

B) রাজঘাট

C) নিগামবোধ ঘাট

D) শান্তিবন


উত্তরঃ A) লোধী ঘাট


23. বি. আর. আম্বেদকর এর সমাধিস্থল কোথায়?


A) লোধী ঘাট

B) রাজঘাট

C) অভয় ঘাট

D) চৈত্য ভূমি


উত্তরঃ D) চৈত্য ভূমি






Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad