Ads Area

বিভিন্ন নদীর মিলনস্থল || ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল || ভারতের নদ নদীর নাম

বিভিন্ন নদীর মিলনস্থল || ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল || ভারতের নদ নদীর নাম

বিভিন্ন নদীর মিলনস্থল || ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল || ভারতের নদ নদীর নাম
বিভিন্ন নদীর মিলনস্থল || ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল || ভারতের নদ নদীর নাম

নমস্কার বন্ধুরা,
আজকের পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করব 'বিভিন্ন নদীর মিলনস্থল'এর একটি তালিকা, যেখানে আপনারা ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল এবং ভারতের নদ-নদীর নাম সম্পর্কে জানতে পারবেন।
'বিভিন্ন নদীর মিলনস্থল' এর তালিকায় কোন দুই নদীর মিলিত হয়েছে, মিলনের পরবর্তীতে নদীর কি নাম হয়েছে এবং দুটি নদীর মিলনস্থল সম্পর্কিত তথ্য আলোচনা করেছি।
বিভিন্ন নদীর মিলনস্থল সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গেছে। আজকের এই তালিকাটি থেকে আপনি ভারতের নদ-নদীর নাম, নদ-নদীগুলি একে অপরের সঙ্গে কোথায় মিলিত হয়েছে তার একটি সম্পূর্ণ ধারণা করে নিতে পারবেন। তালিকাটির শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশ্নগুলি ভালো করে দেখে নিন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব কমন দেখা যায়।
ভারতের গুরুত্বপূর্ণ কিছু নদ-নদীর নাম এবং তাদের মিলনস্থল এবং মিলনের পরবর্তীতে নদীর নাম নিচের তালিকায় দেওয়া হল।




বিভিন্ন নদীর মিলনস্থল


নদীর নাম (প্রথম) নদীর নাম (দ্বিতীয়) মিলনের পরবর্তীতে নদীর নাম মিলনস্থল
ধৌলিগঙ্গা অলকানন্দা অলকানন্দা বিষ্ণুপ্রয়াগ, উত্তরাখণ্ড
নন্দাকিনী অলকানন্দা অলকানন্দা নন্দপ্রয়াগ, উত্তরাখণ্ড
পিন্দর অলকানন্দা অলকানন্দা কর্ণপ্রয়াগ, উত্তরাখণ্ড
মন্দাকিনী অলকানন্দা অলকানন্দা রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড
ভাগীরথী অলকানন্দা গঙ্গা দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড
রামগঙ্গা গঙ্গা গঙ্গা ফারুখাবাদ, উত্তরপ্রদেশ
গণ্ডক গঙ্গা গঙ্গা হাজিপুর, বিহার
শোন গঙ্গা গঙ্গা পাটনা, বিহার
কোশি গঙ্গা গঙ্গা কুরশেলা, বিহার
রিহান্দ শোন শোন
মহানন্দা গঙ্গা গঙ্গা গোদাগিরি, নবাবগঞ্জ জেলা, বাংলাদেশ
চন্দ্র ভাগা চন্দ্রভাগা তান্দি, হিমাচল প্রদেশ
অরুণ সান কোশী কোশী ত্রিবেনি, নেপাল
দিহাঙ্গ দিবাঙ্গ ব্রহ্মপুত্র সাদিয়া, অসম
সাগরমতী সরস্বতী লুনী গোবিন্দগড়, মধ্যপ্রদেশ
লাচেন লাচুং তিস্তা চুংথাং, সিকিম
আলাইকুরি দিমা কালজানি আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ
দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ ঘাটাল, পশ্চিমবঙ্গ
কংসাবতি কেলেঘাই হলদি কেশপুর, পশ্চিমবঙ্গ
কোপাই বক্রেশ্বর কুলা বীরভূম, পশ্চিমবঙ্গ
রঙ্গিত তিস্তা তিস্তা ত্রিবেণি, সিকিম
বহ্মপুত্র তিস্তা ব্রহ্মপুত্র তিস্তামুখ, বাংলাদেশ
গঙ্গা ব্রহ্মপুত্র (যমুনা) পদ্মা গোয়ালোন্দ ঘাট, বাংলাদেশ
যমুনা গঙ্গা গঙ্গা প্রয়াগরাজ (এলাহাবাদ), উত্তরপ্রদেশ
ঝিলাম চেনাব চেনাব ত্রিমু, ঝাংজেলা, পাকিস্তান
চেনাব শতদ্রু শতদ্রু ভাওয়ালপুর, পাকিস্তান
রাবি চেনাব চেনাব রংপুর, পাকিস্তান
সিন্ধু শতদ্রু (পঞ্চনদ) সিন্ধু মিঠানকোট, পাকিস্তান
বিপাশা শতদ্রু শতদ্রু হারিকে, পাঞ্জাব
চম্বল যমুনা যমুনা ইটাওয়া, মধ্যপ্রদেশ
দামোদর হুগলি হুগলি উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গ
বরাকর দামোদর দামোদর আসানসোল, পশ্চিমবঙ্গ
সংকোষ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ধুবড়ি, অসম
ধনসিরি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নগাঁও, অসম
সারদা ঘর্ঘরা ঘর্ঘরা বারাবাকি, উত্তরপ্রদেশ
কৃষ্ণা তুঙ্গভদ্রা কৃষ্ণা সঙ্গমেশ্বরম, অন্ধ্রপ্রদেশ
পদ্মা মেঘনা মেঘনা চাঁদপুর, বাংলাদেশ
ইন্দ্রাবতী গোদাবরী গোদাবরী সিরোঞ্চা, মহারাষ্ট্র




বিভিন্ন নদীর মিলনস্থল সম্পর্কিত প্রশ্নঃ


Q. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নদীর নাম কি?


A) গঙ্গা

B) রূপনারায়ন

C) মহানন্দা

D) দামোদর


সঠিক উত্তরঃ B) রূপনারায়ন


Q. ভাগীরথী ও কোন নদীর মিলিত নদী 'গঙ্গা' নামে পরিচিত?


A) রামগঙ্গা

B) মন্দাকিনী

C) অলকানন্দা

D) হুগলি


সঠিক উত্তরঃ C) অলকানন্দা


Q. ব্রহ্মপুত্র নদী কোন দুটি নদীর মিলিত রূপ?


A) দিহাঙ্গ ও দিবাঙ্গ

B) গণ্ডক ও গঙ্গা

C) চন্দ্র ও ভাগা

D) লাচেন ও লাচুং


সঠিক উত্তরঃ A) দিহাঙ্গ ও দিবাঙ্গ


Q. লাচেন ও লাচুং নদী দুটির মিলিত নদীর নাম কি?


A) শোন

B) লুনী

C) কোশী

D) তিস্তা


সঠিক উত্তরঃ D) তিস্তা


Q. সাগরমতী ও সরস্বতী নদী দুটি মিলিত হয়ে কোন নদী সৃষ্টি হয়?


A) শোন

B) লুনী

C) কোশী

D) শতদ্রু


সঠিক উত্তরঃ B) লুনী


Q. ধৌলিগঙ্গা, অলকানন্দার সাথে কোথায় মিলিত হয়েছে?


A) নন্দপ্রয়াগ, উত্তরাখণ্ড

B) কর্ণপ্রয়াগ, উত্তরাখণ্ড

C) বিষ্ণুপ্রয়াগ, উত্তরাখণ্ড

D) রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড


সঠিক উত্তরঃ C) বিষ্ণুপ্রয়াগ, উত্তরাখণ্ড


Q. ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়ে গঙ্গা নদী উৎপন্ন করেছে?


A) কর্ণপ্রয়াগ, উত্তরাখণ্ড

B) রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড

C) নন্দপ্রয়াগ, উত্তরাখণ্ড

D) দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড


সঠিক উত্তরঃ D) দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড







More Important GK Link
স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad