Ads Area

W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. - 2011 || Modern Indian History Questions - আধুনিক ভারতের ইতিহাস পর্ব

W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. - 2011 || Modern Indian History Questions - আধুনিক ভারতের ইতিহাস পর্ব




নমস্কার বন্ধুরা,

এই পাঠে W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. - 2011 || Modern Indian History Questions - আধুনিক ভারতের ইতিহাস পর্ব থেকে আসা প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব।

বিগত 10 বছরে W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. এ আধুনিক ভারতের ইতিহাস থেকে যেসকল প্রশ্নগুলি এসেছে সেগুলি আপনাদের জন্য নিয়ে আসবো আগামী পর্বগুলিতে। আজকের পাঠে 2011 সালের W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. এ আধুনিক ভারতের ইতিহাস থেকে আসা 29 টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি।

Modern Indian History থেকে অনেক প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. এর জন্য বিগত 10 বছরের প্রশ্ন-উত্তর গুলি আপনাদের জন্য খুবই উপযোগী হবে।

নিচের প্রশ্ন উত্তর গুলি ভালো করে দেখে নিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে আগামী W.B.C.S (EXECUTIVE) Prelim Exam. এ আধুনিক ভারতের ইতিহাসের সমস্ত প্রশ্নগুলি আপনাদের কাছে সহজ হয়ে ওঠে।


Modern Indian History Questions - আধুনিক ভারতের ইতিহাস পর্ব


1. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


A) লর্ড কর্নওয়ালিস

B) ওয়ারেন হেস্টিংস

C) লর্ড ডালহৌসি

D) লর্ড বেন্টিং


সঠিক উত্তরঃ A) লর্ড কর্নওয়ালিস


2. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন?


A) জে. এল. নেহেরু

B) দাদাভাই নওরোজি

C) এম. কে. গান্ধী

D) উপরের কেউই নন


সঠিক উত্তরঃ B) দাদাভাই নওরোজি


3. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?


A) জে. এল. নেহেরু

B) সর্দার প্যাটেল

C) জে. বি. কৃপালিনী

D) আবুল কালাম আজাদ


সঠিক উত্তরঃ C) জে. বি. কৃপালিনী


4. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


A) এম. এন. যোশী

B) জে. এল. নেহেরু

C) লালা লাজপত রায়

D) মোজাফ্ফর আহমেদ


সঠিক উত্তরঃ C) লালা লাজপত রায়


5. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে?


A) মহম্মদ আলি

B) বদরুদ্দীন তায়েবজি

C) আবুল কালাম আজাদ

D) উপরের কেউই নন


সঠিক উত্তরঃ B) বদরুদ্দীন তায়েবজি


6. লৌহমানব কাকে বলা হয়?


A) জে. এল. নেহেরু

B) সর্দার বল্লভভাই প্যাটেল

C) মহাত্মা গান্ধী

D) সুভাষচন্দ্র বসু


সঠিক উত্তরঃ B) সর্দার বল্লভভাই প্যাটেল


7. কাকে বলা হয় 'ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা'?


A) রবীন্দ্রনাথ ঠাকুর

B) রাজা রামমোহন রায়

C) এম. কে. গান্ধী

D) স্বামী বিবেকানন্দ


সঠিক উত্তরঃ B) রাজা রামমোহন রায়


8. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল?


A) ১৮৫৪ - ১৮৫৫

B) ১৮৯০

C) ১৮৯৯ - ১৯০০

D) ১৯০২


সঠিক উত্তরঃ C) ১৮৯৯ - ১৯০০


9. আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?


A) লর্ড লিটন

B) লর্ড মেয়ো

C) লর্ড কার্জন

D) উপরের কেউই নন


সঠিক উত্তরঃ B) লর্ড মেয়ো


10. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?


A) ভারত ও পাকিস্তান

B) ভারত ও চীন

C) ভারত ও নেপাল

D) ভারত ও বাংলাদেশ


সঠিক উত্তরঃ B) ভারত ও চীন


11. কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল?


A) লর্ড ডালহৌসি

B) লর্ড কার্জন

C) লর্ড উইলিয়াম বেন্টিং

D) লর্ড কর্নওয়ালিস


সঠিক উত্তরঃ D) লর্ড কর্নওয়ালিস


12. গান্ধীজীর ভারতে গন আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?


A) বরদৌলি

B) ডান্ডি

C) চৌরিচৌরা

D) চম্পারন


সঠিক উত্তরঃ D) চম্পারন


13. কে বলেছিলেন, কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে?


A) জে. এল. নেহেরু

B) এম. কে. গান্ধী

C) বল্লভভাই প্যাটেল

D) ডঃ রাজেন্দ্র প্রসাদ


সঠিক উত্তরঃ B) এম. কে. গান্ধী


14. ইম্পিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে?


A) ১৮৮০

B) ১৮৮৩

C) ১৮৮৫

D) উপরের কোনোটিই নয়


সঠিক উত্তরঃ B) ১৮৮৩


15. বাংলার নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছরে?


A) ১৮৫৯

B) ১৮৬০

C) ১৮৬৩

D) ১৮৬৯


সঠিক উত্তরঃ A) ১৮৫৯


Read This ☞ Famous Dams in India


16. কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল?


A) ১৮৫৪

B) ১৮৫৭

C) ১৮৬০

D) ১৮৭৮


সঠিক উত্তরঃ B) ১৮৫৭


17. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন?


A) মুঙ্গের

B) মুর্শিদাবাদ

C) গৌড়

D) পান্ডুয়া


সঠিক উত্তরঃ B) মুর্শিদাবাদ


18. ১৮৫৭-এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?


A) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ

B) নানা সাহেব

C) বাহাদুর শাহ জাফর

D) উপরোক্ত কেউই নন


সঠিক উত্তরঃ C) বাহাদুর শাহ জাফর


19. ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি?


A) ব্রহ্ম সমাজ

B) আর্য সমাজ

C) বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি (ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ১৮৫২)

D) ওপরের কোনোটিই নয়


সঠিক উত্তরঃ C) বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি (ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ১৮৫২)


20. বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল?


A) ১৯৪২

B) ১৯৪৪

C) ১৯৪৫

D) ১৯৪৬


সঠিক উত্তরঃ D) ১৯৪৬


21. 'ইনক্লাব জিন্দাবাদ' স্লোগান কে দিয়েছিলেন?


A) সুভাষচন্দ্র বসু

B) ভগৎ সিং

C) স্যার মহম্মদ ইকবাল

D) লালা লাজপত রায়


সঠিক উত্তরঃ B) ভগৎ সিং


22. ন্যাশনাল ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কত সালে?


A) ১৮৮৩

B) ১৮৮৪

C) ১৮৮৫

D) ১৯০৫


সঠিক উত্তরঃ C) ১৮৮৫


23. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল?


A) নিউইয়র্ক

B) টোকিও

C) সানফ্রান্সিসকো

D) লাহোর


সঠিক উত্তরঃ C) সানফ্রান্সিসকো


24. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন?


A) ডালহৌসি

B) ক্যানিং

C) ওয়েলেসলি

D) ওয়ারেন হেস্টিংস


সঠিক উত্তরঃ C) ওয়েলেসলি


25. 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া' সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?


A) এম. এন. যোশী

B) এইচ. এন. কুঞ্জুরু

C) বি. জি. তিলক

D) ভি. ডি. সাভারকার


সঠিক উত্তরঃ (25 নং প্রশ্নের সকল বিকল্প ভুল। সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলে, ১৯১৫ খ্রিঃ)


26. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন?


A) রাজা রামমোহন রায়

B) এ. ভি. ডিরোজিও

C) দেবেন্দ্রনাথ ঠাকুর

D) ডেভিড হেয়ার


সঠিক উত্তরঃ B) এ. ভি. ডিরোজিও


27. সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন?


A) এই কমিশনে কোন ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি

B) ভারতীয়রা ১৯১৯ খ্রিঃ আইন এর কার্যকরিতা সম্বন্ধে সমালোচনা চাইতো না

C) এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈতশাসন ব্যবস্থা বিলোপের সুপারিশ করেছিল

D) ওপরের কোনোটিই নয়


সঠিক উত্তরঃ A) এই কমিশনে কোন ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি


28. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল কোন বছরে?


A) ১৯১৪

B) ১৯১৬

C) ১৯১৯

D) ১৯২৯


সঠিক উত্তরঃ C) ১৯১৯


29. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে?


A) জাহাঙ্গীর

B) শাহজাহান

C) ঔরঙ্গজেব

D) প্রথম বাহাদুর শাহ


সঠিক উত্তরঃ A) জাহাঙ্গীর




More Important GK Link
স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad