Ads Area

Important GK in Bengali WB Police Exam Set - 1 - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১

Important GK in Bengali WB Police Exam Set - 1 - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১


Important GK in Bengali WB Police Exam Set - 1
Important GK in Bengali WB Police Exam Set - 1


পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Important GK in Bengali WB Police Exam Set - 1. গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো General Knowledge Questions And Answers for Competitive Exam.


General Knowledge থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সমস্ত বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আজ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রথমে চেষ্টা করুন পরে উত্তর দেখুন। প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে।


জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk quiz bengali police exam, Wbp প্রশ্ন, পুলিশের পরীক্ষার প্রশ্ন 2021, জি কে প্রশ্ন 2021, WBP GK Questions, WBP GK in Bengali




Important GK in Bengali WB Police Exam Set - 1



১। ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি?


A) পৃথিবী

B) অগ্নি

C) আকাশ

D) কোনোটিই নয়


২। "A Writer's People" গ্রন্থটি কার লেখা?


A) অরুন্ধতী রায়

B) ভি এস নাইপল

C) ঝুম্পা লাহিরি

D) কোনোটিই নয়


৩। সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুর ব্যবহার ছিল না?


A) তামা

B) ব্রোঞ্জ

C) রুপা

D) লোহা


৪। ভিটামিন C এর অপর নাম কি?


A) ফলিক অ্যাসিড

B) সাইট্রিক অ্যাসিড

C) অ্যাসকরবিক অ্যাসিড

D) কোনোটিই নয়


৫। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল?


A) প্রথম কুমারগুপ্ত

B) সমুদ্র গুপ্ত

C) স্কন্দগুপ্ত

D) কোনোটিই নয়


৬। জাতায়পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?


A) কর্ণাটক

B) মহারাষ্ট্র

C) উত্তর প্রদেশ

D) গুজরাট


৭। বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ, কে আবিষ্কার করেছেন?


A) মেন্ডেল

B) উইলিয়াম হার্ভে

C) ডারউইন

D) কোনোটিই নয়


৮। একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি?


A) কুমির

B) তিমি

C) উপরের দুটিই

D) কোনোটিই নয়


৯। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?


A) ৫৫ তম

B) ৫৮ তম

C) ৬০ তম

D) ৬১ তম


১০। গোদ রোগের জন্য নিচের কোন জীবাণু দায়ী?


A) প্লাজমোডিয়াম

B) ফাইলেরিয়া

C) সালমনেরা

D) কোনোটিই নয়।


১১। ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়?


A) একটি

B) দুটি

C) তিনটি

D) চারটি


১২। রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?


A) যকৃত

B) লোহিত অস্থিমজ্জায়

C) হৃদপিণ্ড

D) পাকস্থলী


১৩। OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


A) ভিয়েনা

B) মেক্সিকো

C) জেনেভা

D) কোনোটিই নয়


১৪। পেন্সিলের শীষ তৈরি হয় কী থেকে?


A) কার্বন

B) কয়লা

C) গ্রাফাইট

D) কোনোটিই নয়


১৫। দার্শনিকের উল কাকে বলে?


A) জিংক অক্সাইড

B) জিংক নাইট্রেট

C) জিংক ক্লোরাইড

D) জিংক সালফেট


১৬। নিচের কোনটি মিশ্র পদার্থ?


A) জল

B) বেনজিন

C) পেট্রোলিয়াম

D) কোনোটিই নয়


১৭। কেরালার কোন নৃত্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয়?


A) কুচিপুড়ি

B) কথাকলি

C) মোহিনীঅট্টম

D) কত্থক


১৮। স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারন কি?


A) জলের অনুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি

B) জলের ব্যতিক্রান্ত প্রসারণ

C) জলের ঘনত্ব কম

D) জন একটি যৌগিক পদার্থ


১৯। ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয়?


A) ব্ল্যাক ফুট

B) মিনামাটা

C) ইটাই ইটাই

D) কোনোটিই নয়


২০। ফিতাকৃমি কোন ধরনের প্রাণী?


A) আংশিক পরজীবী

B) অন্তঃপরজীবী

C) মৃতজীবী

D) কোনোটিই নয়


২১। জিআইএস (GIS) এর পুরো নাম কি?


A) জেনারেল ইমিউনিটি সিস্টেম

B) জিওগ্রাফিক্যাল ইন্ট্রিগেটেড সিস্টেম

C) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম

D) জেনারেল ইনফরমেশন সার্ভিস


২২। পাস্তুরাইজেশন এর মাধ্যমে নিচের কোনটিকে জীবাণুমুক্ত করা হয়?


A) দুধ

B) খাবার জল

C) অ্যালকোহল

D) তেল


২৩। ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?


A) লর্ড ডালহৌসি

B) লর্ড মিন্টো

C) লর্ড ডাফরিন

D) লর্ড রিপন


২৪। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি (BCG) টিকা ব্যবহার করা হয়?


A) কলেরা

B) যক্ষা

C) টাইফয়েড

D) ম্যালেরিয়া


২৫। ন্যাশনাল AIDS রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?


A) পুনে

B) চেন্নাই

C) কলকাতা

D) মুম্বাই



উত্তর:


১। A) পৃথিবী। ২। B) ভি এস নাইপল। ৩। D) লোহা। ৪। C) অ্যাসকরবিক অ্যাসিড। ৫। A) প্রথম কুমারগুপ্ত। ৬। B) মহারাষ্ট্র। ৭। B) উইলিয়াম হার্ভে। ৮। C) উপরের দুটিই। ৯। D) ৬১ তম। ১০। B) ফাইলেরিয়া। ১১। C) তিনটি। ১২। B) লোহিত অস্থিমজ্জায়। ১৩। A) ভিয়েনা। ১৪। C) গ্রাফাইট। ১৫। A) জিংক অক্সাইড। ১৬। C) পেট্রোলিয়াম। ১৭। B) কথাকলি। ১৮। A) জলের অনুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি। ১৯। C) ইটাই ইটাই। ২০। B) অন্তঃপরজীবী। ২১। C) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ২২। A) দুধ। ২৩। D) লর্ড রিপন। ২৪। B) যক্ষা। ২৫। A) পুনে।



More Important GK

Link

History GK in Bengali Part 1

Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad