Ads Area

Important GK in Bengali WB Police Exam Set - 2 - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১

Important GK in Bengali WB Police Exam Set - 2 - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১


Important GK in Bengali WB Police Exam Set - 2
Important GK in Bengali WB Police Exam Set - 2


পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Important GK in Bengali WB Police Exam Set - 2. গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো General Knowledge Questions And Answers for Competitive Exam.


General Knowledge থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, PSC, Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সমস্ত বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।


আমরা আজ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রথমে চেষ্টা করুন পরে উত্তর দেখুন। প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে।







Important GK in Bengali WB Police Exam Set - 2



১। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল?


A) বাবর

B) আকবর

C) ওরঙ্গজেব

D) শাহজাহান


২। 'UN'এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ করা হয়?


A) ২ বছর

B) ৩ বছর

C) ৫ বছর

D) ৭ বছর


৩। "গীত গোবিন্দ" রচয়িতা কবি জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?


A) ধর্মপাল

B) লক্ষণ সেন

C) দেবপাল

D) এদের কেউই নন


৪। কে ভারতরত্ন এবং নিশান-ই-পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন?


A) ইন্দিরা গান্ধী

B) লাল বাহাদুর শাস্ত্রী

C) মোরারজি দেশাই

D) এদের কেউই নন


৫। যান্ত্রিক সুবিধা সবসময় একই রকম হয় কোন শ্রেণীর যন্ত্রে?


A) প্রথম শ্রেণীর লিভার

B) দ্বিতীয় শ্রেণীর লিভার

C) তৃতীয় শ্রেণীর লিভার

D) কোনোটিই নয়


৬। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো:


A) কোনো ধর্ম পালন না করা

B) একাধিক ধর্ম পালন করা

C) যেকোনো সৎ সঙ্গে যোগ দেওয়া

D) ধর্ম এবং প্রার্থনার স্বাধীনতা


৭। নীচে দেওয়া কোন স্থানটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?


A) পুডুচেরি

B) চন্ডিগড়

C) লাক্ষাদ্বীপ

D) সিকিম


৮। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?


A) ১৯৩০

B) ১৯৩১

C) ১৯৩২

D) ১৯৩৩


৯। কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?


A) ১ বছর

B) ২ বছর

C) ৪ বছর

D) ৫ বছর


১০। মানবদেহের নখ কোন উপাদান দিয়ে তৈরি?


A) কেরাটিন

B) এলাস্টিন

C) অ্যালবুমিন

D) কোনোটিই নয়।


১১। HIV - রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়?


A) ডি এন এ

B) এলিসা

C) প্যাপ স্মিয়ার

D) কোনোটিই নয়


১২। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কোন বিষয়ের সঙ্গে সম্বন্ধিত?


A) বায়ু প্রদূষণ

B) সামুদ্রিক প্রদুষণ

C) খাদ্যে ভেজাল

D) বনভূমি ধ্বংস


১৩। স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?


A) জহরলাল নেহেরু

B) শ্রী রাজাগোপালাচারী

C) সরদার বল্লভ ভাই প্যাটেল

D) মহাত্মা গান্ধী


১৪। নীচে দেওয়া কোনটি একই গোষ্ঠীতে পড়ে না?


A) আন্দামান

B) নিকোবর

C) লাক্ষাদ্বীপ

D) পুডুচেরি


১৫। প্রথম অলিম্পিকের আসর কোথায় বসেছিল?


A) ইংল্যান্ড

B) আমেরিকা

C) গ্রীস

D) ইটালি


Read This ☞ States and Union Territory Capitals in India 2021


১৬। মানব শরীরে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে কোনটি দীর্ঘ?


A) ক্ষুদ্রান্ত

B) বৃহদন্ত্র

C) দুটির দৈর্ঘ্য সমান

D) দৈর্ঘ্য মাপা সম্ভব নয়


১৭। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?


A) ২০ ফেব্রুয়ারি

B) ২৪ ফেব্রুয়ারি

C) ২৬ ফেব্রুয়ারি

D) ২৮ ফেব্রুয়ারি


১৮। নীচের কোন ব্যক্তি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন?


A) সরদার বল্লভ ভাই প্যাটেল

B) রাজা গোপালাচারী

C) মোরারজি দেসাই

D) বি আর আম্বেদকর


১৯। "মঙ্গলকাব্য" গ্রন্থটি কার রচিত?


A) জয়দেব

B) বিজয় গুপ্ত

C) বানভট্ট

D) অশ্বঘোষ


২০। ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়?


A) Pomology

B) Pisciculture

C) Phonetics

D) Urology


২১। "পেরুর" রাজধানীর নাম কি?


A) রাবাত

B) কাম্পালা

C) লিমা

D) কুইটো


২২। "ভদ্রা পরিকল্পনা" - কোন রাজ্যে অবস্থিত?


A) ওড়িশা

B) তামিলনাড়ু

C) কর্ণাটক

D) গুজরাট


২৩। "চন্দ্রপ্রভা অভয়ারণ্য" - কোন রাজ্যে অবস্থিত?


A) ওড়িশা

B) তামিলনাড়ু

C) কর্ণাটক

D) উত্তর প্রদেশ


২৪। "যৌথ তালিকা" - বিষয়টি কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে?


A) আয়ারল্যান্ড

B) অস্ট্রেলিয়া

C) ফ্রান্স

D) জাপান


২৫। নিচের কোনটি তাপ এবং তড়িৎ এর কুপরিবাহী পদার্থ


A) লোহা

B) রুপো

C) অভ্র

D) কাচ



উত্তর:


১। B) আকবর। ২। C) ৫ বছর। ৩। B) লক্ষণ সেন। ৪। C) মোরারজি দেশাই। ৫। C) তৃতীয় শ্রেণীর লিভার। ৬। D) ধর্ম এবং প্রার্থনার স্বাধীনতা। ৭। D) সিকিম। ৮। B) ১৯৩১। ৯। C) ৪ বছর। ১০। A) কেরাটিন। ১১। B) এলিসা। ১২। B) সামুদ্রিক প্রদুষণ। ১৩। C) সরদার বল্লভ ভাই প্যাটেল। ১৪। D) পুডুচেরি। ১৫। C) গ্রীস। ১৬। A) ক্ষুদ্রান্ত। ১৭। D) ২৮ ফেব্রুয়ারি। ১৮। A) সরদার বল্লভ ভাই প্যাটেল। ১৯। B) বিজয় গুপ্ত। ২০। A) Pomology। ২১। C) লিমা। ২২। C) কর্ণাটক। ২৩। D) উত্তর প্রদেশ। ২৪। B) অস্ট্রেলিয়া। ২৫। C) অভ্র।




More Important GK

Link

WBP Exam GK in Bengali Set - 1

Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad