Important GK in Bengali WB Police Exam Set - 3 - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১
Important GK in Bengali WB Police Exam Set - 3 |
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Important GK in Bengali WB Police Exam Set - 3. গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো General Knowledge Questions And Answers for Competitive Exam.
General Knowledge থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, PSC, Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সমস্ত বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আজ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রথমে চেষ্টা করুন পরে উত্তর দেখুন। প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে।
READ MORE
Important GK in Bengali WB Police Exam Set - 3
১। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
A) তামা
B) লোহা
C) ব্রোঞ্জ
D) সোনা
২। কোন রাজার রাজত্বকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে?
A) হর্ষবর্ধন
B) বিক্রমাদিত্য
C) সমুদ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
৩। বুদ্ধচরিত এর রচয়িতা কে?
A) নাগার্জুন
B) অশ্বঘোষ
C) বসুমিত্র
D) বিশাখদত্ত
৪। তকভি বলতে কী বোঝায়?
A) কৃষক ঋণ
B) এক ধরনের উর্বর জমি
C) হিন্দুদের ওপর আরোপিত কর
D) অনুর্বর জমি
৫। কত সালে বাংলার দেওয়ানী দেওয়া হয়?
A) 1757
B) 1756
C) 1772
D) 1784
৬। কোন ধরনের মাটিতে চা চাষ হয়?
A) দোঁআশ
B) পলি
C) হিউমাস
D) নোনা মাটি
৭। রক্তের অজৈব উপাদান টি হল -
A) গ্লুকোজ
B) অ্যালবুমিন
C) গ্লোবিউলিন
D) সোডিয়াম
৮। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) কাইনিন
D) কোনোটিই নয়
৯। শক্তির একক কি?
A) হর্স পাওয়ার
B) কিলোওয়াট
C) জুল
D) ওয়াট
১০। ক্ষারক জলীয় দ্রবণে কি উৎপন্ন করে?
A) OH- আয়ন
B) H+ আয়ন
C) উভয়
D) কোনোটিই নয়।
১১। বয়েলের সূত্র ধ্রুবক হল -
A) গ্যাসের চাপ
B) গ্যাসের ভর
C) গ্যাসের উপাদান
D) কোনোটিই নয়
১২। চিল্কা হ্রদ হল -
A) লবণাক্ত জলের হ্রদ
B) স্বাদু জলের হ্রদ
C) কৃত্রিম হ্রদ
D) কোনোটিই নয়
১৩। আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
A) পশ্চিমবঙ্গ
B) উত্তর প্রদেশ
C) পাঞ্জাব
D) হরিয়ানা
১৪। সাঁওতালি উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
A) নাগাল্যান্ড
B) কেরালা
C) মহারাষ্ট্র
D) বিহার
১৫। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়?
A) কৃষ্ণা
B) কাবেরী
C) গোদাবরী
D) মহানদী
Read This ☞ ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়
১৬। রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার কত মাসের মধ্যে?
A) 1
B) 3
C) 2
D) 6
১৭। ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়?
A) রাষ্ট্রপতি
B) সংসদ
C) লোকসভা
D) বিচার বিভাগ
১৮। সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কী?
A) আঞ্চলিক ভাষা সমূহ
B) মৌলিক অধিকার
C) নির্দেশমূলক নীতি সমূহ
D) সবকটি বিষয়
১৯। ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে?
A) আইনমন্ত্রী
B) লোকসভার অধ্যক্ষ
C) অ্যাটর্নি জেনারেল
D) কেউ নন
২০। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
A) পাকিস্তান ও আফগানিস্তান
B) ভারত ও পাকিস্তান
C) ভারত ও চীন
D) পাকিস্তান ও চীন
২১। ফেলুদা চরিত্রের স্রষ্টা হলেন-
A) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C) সত্যজিৎ রায়
D) নারায়ন গঙ্গোপাধ্যায়
২২। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
A) সাংবাদিকতা
B) সাহিত্য
C) গণিত
D) সংগীত
২৩। ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য?
A) ওড়িশা
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) কেরল
২৪। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বিভাগে বিখ্যাত?
A) বাঁশি
B) সন্তুর
C) সরোদ
D) সানাই
২৫। কাঠপুতলি কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য?
A) রাজস্থান
B) বিহার
C) ছত্রিশগড়
D) মধ্যপ্রদেশ
উত্তর:
More Practice Set |
Link |
---|---|
WBP Police Exam Practice Set - 2 |
Please do not enter any spam link in the comment box.