GK Questions in Bengali for WBP Exam Set 4 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১
GK Questions in Bengali for WBP Exam Set 4 |
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions in Bengali for WBP Exam Set 4.
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রথমে চেষ্টা করুন পরে উত্তর দেখুন। প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে।
GK Questions, WBP Exam Special, WBP Constable GK Questions, WBP SI GK Questions, GK Questions in Bengali for WBP Exam, WBP GK Questions in Bengali, WBP Exam 2021, WBP GK in Bengali
READ MORE
GK Questions in Bengali for WBP Exam Set 4
১। 2021 নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন কোন দেশের প্রধানমন্ত্রী?
A) ভারত
B) বাংলাদেশ
C) ইতালি
D) ইজরায়েল
২। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়?
A) 1 ডিসেম্বর
B) 3 ডিসেম্বর
C) 2 ডিসেম্বর
D) 4 ডিসেম্বর
৩। লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত হলেন?
A) অনুপ মিশ্র
B) উৎপল কুমার সিং
C) টি কে বিশ্বনাথন
D) কোনোটিই না
৪। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করবার জন্য অরুণোদয় স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
A) অসম
B) বিহার
C) পশ্চিমবঙ্গ
D) গুজরাট
৫। 25 জানুয়ারি 2021 উড়িষ্যা উপকূল থেকে DRDO কোন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উদ্বোধন করল?
A) Akash-NG
B) Galaxy-NG
C) Prokash-NG
D) কোনাটিই না
৬। লাহোর চুক্তি সম্পাদিত হয় কত সালে?
A) 1846
B) 1847
C) 1848
D) 1849
৭। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়?
A) বালগঙ্গাধর তিলক
B) লালা লাজপত রায়
C) মহাদেব গোবিন্দ রানাডে
D) কোনোটিই নয়।
৮। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' সংগীতটি গাওয়া হয়েছিল?
A) পুনা অধিবেশন (1895)
B) কলকাতা অধিবেশন (1890)
C) কলকাতা অধিবেশন (1896)
D) লক্ষ্ণৌ অধিবেশন (1916)
৯। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
A) মতিলাল নেহেরু
B) দাদাভাই নওরোজি
C) এম জি রানাডে
D) গোপালকৃষ্ণ গোখলে
১০। ভীমা নিচের কোন নদীর একটি উপনদী?
A) মহানদী
B) কৃষ্ণা
C) কাবেরী
D) গোদাবরী
১১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A) পাঁচমারি
B) আনাইমুদি
C) ধূপগড়
D) কোনোটিই নয়
১২। হিমাদ্রি হিমালয় অংশের একটি উল্লেখযোগ্য গিরিপথ হল?
A) পালঘাট
B) বানিহাল
C) পিরপাঞ্জাল
D) নাথুলা
১৩। সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হয়ে থাকে?
A) পর্যায় কাল
B) কৌণিক দূরত্ব
C) গতিশক্তি
D) সবগুলি
১৪। নিচের কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত?
A) ওহমের সূত্র
B) কুলম্বের সূত্র
C) ফ্যারাডের সূত্র
D) ম্যাক্সওয়েলের সূত্র
১৫। হিটারের কয়েল রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়?
A) নাইক্রোম
B) ব্লু ভিট্রিয়ল
C) টেফ্লন
D) কোনোটিই নয়
Read This ☞ গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
১৬। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে?
A) 75(1)
B) 75(2)
C) 75(3)
D) কোনাটিই নয়
১৭। ভারতীয় সংবিধান অনুসারে নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে বিবেচিত হয় না?
A) রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা
B) রাষ্ট্রের আইন মান্য করা
C) জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
D) কর প্রদান
১৮। কোন ব্যক্তিকে গ্রেফতার করার সর্বাধিক কতক্ষনের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপিত করতে হয়?
A) 24 ঘন্টা
B) 48 ঘন্টা
C) 36 ঘন্টা
D) 72 ঘন্টা
১৯। কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয়?
A) শ্রীনিবাস রামানুজ
B) সি ভি রমন
C) এ পি জে আব্দুল কালাম
D) ওপরের কোনোটিই নয়
২০। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?
A) 6 এপ্রিল
B) 7 এপ্রিল
C) 8 এপ্রিল
D) 9 এপ্রিল
২১। ইন্ডিয়া (India) নামের ব্যুৎপত্তি ঘটেছে কোথা থেকে?
A) ব্রহ্মপুত্র নদী
B) ভাগীরথী নদী
C) সিন্ধু নদী
D) গঙ্গা নদী
২২। ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি?
A) ফোর্ট উইলিয়াম
B) সেন্ট ডেভিস দুর্গ
C) ফোর্ট ভিক্টোরিয়া
D) ওপরের কোনোটিই নয়
২৩। কোন দিন মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়?
A) 29 জানুয়ারি
B) 29 মার্চ
C) 29 মে
D) 29 আগস্ট
২৪। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
A) থর মরুভূমি
B) সাহারা মরুভূমি
C) গোবি মরুভূমি
D) সোনোরান মরুভূমি
২৫। কেন্দ্রীয় ধান গবেষণাগার'টি কোথায় অবস্থিত?
A) চেন্নাই
B) বেঙ্গালুরু
C) কলকাতা
D) কটক
উত্তর:
More GK Questions |
Link |
---|---|
WBP GK in Bengali Set 3 |
Please do not enter any spam link in the comment box.