Ads Area

GK Questions in Bengali for WBP Exam Set 5 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১

GK Questions in Bengali for WBP Exam Set 5 - WBP GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১


GK Questions in Bengali for WBP Exam Set 5
GK Questions in Bengali for WBP Exam Set 5


পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২১ এর প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions in Bengali for WBP Exam Set 5.


এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রথমে চেষ্টা করুন পরে উত্তর দেখুন। প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে।


GK Questions, WBP Exam Special, WBP Constable GK Questions, WBP SI GK Questions, GK Questions in Bengali for WBP Exam, WBP GK Questions in Bengali, WBP Exam 2021, WBP GK in Bengali






GK Questions in Bengali for WBP Exam Set 5



১। জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রী সেলসিয়াস?


A) 100

B) 312

C) 95

D) 110


২। বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক?


A) অক্সিজেন

B) কার্বন ডাই অক্সাইড

C) আর্গন

D) নাইট্রোজেন


৩। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আম্লীক প্রকৃতির?


A) চিনি

B) চুন

C) বেকিং পাউডার

D) ভিনিগার


৪। লোহিত কণিকার রঞ্জক পদার্থ কোনটি?


A) বেসোফিল

B) ক্রোমোফিল

C) হিমোগ্লোবিন

D) মনোসাইট


৫। বংশগতিবিদ্যার জনক কে?


A) মেন্ডেল

B) মেন্ডেলিফ

C) ল্যামার্ক

D) বেনেডেন


৬। কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়?


A) সোয়ান কোষে

B) উদ্ভিদ কোষে

C) প্রাণী কোষে

D) সব কোষে


৭। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়?


A) লর্ড ক্যানিং

B) লর্ড ডালহৌসি

C) লর্ড হেস্টিংস

D) লর্ড কর্নওয়ালিস


৮। ওয়াহাবি আন্দোলনে বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন কে?


A) তিতুমীর

B) বিষ্ণুচরন বিশ্বাস

C) দিগম্বর বিশ্বাস

D) কেউই নন


৯। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?


A) দেবেন্দ্রনাথ ঠাকুর

B) অক্ষয় কুমার দত্ত

C) প্যারীচাঁদ মিত্র

D) ঈশ্বর গুপ্ত


১০। ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?


A) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B) রাজা রামমোহন রায়

C) কেশব চন্দ্র সেন

D) দয়া নন্দ সরস্বতী


১১। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?


A) কলকাতা

B) বোম্বাই

C) বিহার

D) দিল্লি


১২। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?


A) প্রধানমন্ত্রী

B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

C) রাষ্ট্রপতি

D) স্পিকার


[ Read This ☞ কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩ ]


১৩। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে কত মাস?


A) 3 মাস

B) 6 মাস

C) 2 মাস

D) 1 মাস


১৪। সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নম্বর ধারাকে?


A) 32

B) 33

C) 34

D) 35


১৫। বিদেশে রাষ্ট্রদূতরা নিযুক্ত হন কার দ্বারা?


A) প্রধানমন্ত্রীর দ্বারা

B) অ্যাটর্নি জেনারেল দ্বারা

C) রাষ্ট্রপতি দ্বারা

D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা


১৬। রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধি সবথেকে বেশি?


A) মধ্যপ্রদেশ

B) উত্তর প্রদেশ

C) গুজরাট

D) কেরালা


১৭। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?


A) NH 27

B) NH 48

C) NH 6

D) NH 44


১৮। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?


A) কলকাতা

B) মুম্বাই

C) দিল্লি

D) নাগপুর


১৯। আবর্তন এর দিক থেকে যে গ্রহ দ্রুততম সেটি হল?


A) নেপচুন

B) বৃহস্পতি

C) শুক্র

D) বুধ


২০। সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপর কবে পড়ে?


A) 21 মার্চ

B) 22 ডিসেম্বর

C) 21 জুন

D) 4 জুলাই


২১। ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসীমা কে কি বলে?


A) স্ট্র্যাটোপজ

B) ট্রপোপজ

C) মেসোপজ

D) কোনোটিই নয়


২২। কথাকলি নৃত্য কোন রাজ্য বিখ্যাত?


A) তামিলনাড়ু

B) ওড়িশা

C) কেরল

D) অসম


২৩। তানপুরাতে তারের সংখ্যা কটি?


A) 1টি

B) 4টি

C) 3টি

D) 5টি


২৪। বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন?


A) 9

B) 7

C) 5

D) 6


২৫। www এর পুরো নাম কি?


A) World Work Web

B) Wide Work Web

C) Wide World Web

D) World Wide Web





উত্তর:


১। A) 100, ২। D) নাইট্রোজেন, ৩। D) ভিনিগার, ৪। C) হিমোগ্লোবিন, ৫। A) মেন্ডেল, ৬। B) উদ্ভিদ কোষে, ৭। B) লর্ড ডালহৌসি, ৮। A) তিতুমীর, ৯। D) ঈশ্বর গুপ্ত, ১০। B) রাজা রামমোহন রায়, ১১। B) বোম্বাই, ১২। C) রাষ্ট্রপতি, ১৩। B) 6 মাস, ১৪। A) 32, ১৫। C) রাষ্ট্রপতি দ্বারা, ১৬। B) উত্তর প্রদেশ, ১৭। D) NH 44, ১৮। B) মুম্বাই, ১৯। C) শুক্র, ২০। A) 21 মার্চ, ২১। B) ট্রপোপজ, ২২। C) কেরল, ২৩। B) 4টি, ২৪। C) 5, ২৫। D) World Wide Web



More Important GK

Link

WBP GK in Bengali Set 4

Click Here



Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad