Polity GK in Bengali: মৌলিক অধিকার ও কর্তব্য জিকে প্রশ্ন ও উত্তর
![]() |
Polity GK in Bengali: মৌলিক অধিকার ও কর্তব্য জিকে প্রশ্ন ও উত্তর |
Polity GK in Bengali: সংবিধানের মৌলিক অধিকার ও নাগরিক কর্তব্য নিয়ে জিকে প্রশ্ন ও উত্তর, সহজ ভাষায়।
এই ব্লগ পোস্টে বাংলায় উপস্থাপন করা হয়েছে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ—মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য নিয়ে জিকে প্রশ্ন ও উত্তর। WBCS, UPSC, SSC ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলি অত্যন্ত সহায়ক। প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট ও সহজ ভাষায় ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে, যাতে আপনি দ্রুত মনে রাখতে ও পরীক্ষায় প্রয়োগ করতে পারেন।
ভারতের সংবিধানে মৌলিক অধিকার: সংক্ষিপ্ত পরিচিতি
ভারতের সংবিধানের অধ্যায় III (Part III)-তে মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে। এগুলি এমন অধিকার যা নাগরিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করে। ভারতীয় গণতন্ত্রের ভিত্তি গঠনে এই অধিকারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাগরিকদের মৌলিক কর্তব্য: মূল বিষয়বস্তু
৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে (1976 সালে) সংবিধানের Part IVA (অনুচ্ছেদ 51A)-তে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এগুলির মাধ্যমে প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে উৎসাহিত করা হয়।
WBCS Preparation 2025: ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর
মৌলিক অধিকার
৬টি মৌলিক অধিকার সংক্ষেপে:
1. সমতার অধিকার (Right to Equality) – অনুচ্ছেদ 14-18
2. স্বাধীনতার অধিকার (Right to Freedom) – অনুচ্ছেদ 19-22
3. শোষণবিরোধী অধিকার (Right against Exploitation) – অনুচ্ছেদ 23-24
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) – অনুচ্ছেদ 25-28
5. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার (Cultural & Educational Rights) – অনুচ্ছেদ 29-30
6. সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার (Right to Constitutional Remedies) – অনুচ্ছেদ 32
বিস্তারিত পড়ুন: মৌলিক অধিকার - Fundamental Rights
বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা:
উদাহরণস্বরূপ, যদি সরকার কোনো নাগরিককে তার মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করে, তবে সেই ব্যক্তি অনুচ্ছেদ 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে রিট দায়ের করতে পারেন।
মৌলিক কর্তব্য
১১টি মৌলিক কর্তব্যের তালিকা (অনুচ্ছেদ 51A):
1. সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।
2. স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা এবং তা বজায় রাখা।
3. ভারতের প্রতিরক্ষা ও সেবায় আহ্বান জানালে তা সম্পাদন করা।
4. জাতির গৌর্য, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা ও উন্নয়নে সচেষ্ট হওয়া।
5. ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
6. নারী ও শিশুদের প্রতি সম্মান প্রদর্শন করা ও তাঁদের অধিকার রক্ষা করা।
7. প্রাকৃতিক পরিবেশ, বন, জলাশয়, নদী ও বন্যপ্রাণ রক্ষা করা।
8. বিজ্ঞানমনস্কতা, মানবতা ও যুক্তিবাদী মনোভাব লালন করা।
9. সর্বজনীন শিক্ষা ও উৎকর্ষ সাধনে ব্যক্তিগত ও সামষ্টিক প্রয়াস নেওয়া।
10. সমাজের সার্বিক উন্নয়নে ব্যক্তি হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করা।
11. নিজের সন্তানের মধ্যে ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। (এই কর্তব্যটি ৮৬তম সংশোধনীতে ২০০২ সালে যোগ হয়।)
পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে?
প্রশ্ন সাধারণত অনুচ্ছেদ নম্বর, বছর, সংশোধনী এবং কর্তব্যের ধরনভিত্তিক হয়ে থাকে। যেমন—
● "মৌলিক কর্তব্য কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়?"
● "Right to Equality সংবিধানের কোন অনুচ্ছেদে?"
সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
মৌলিক অধিকার ও কর্তব্য জিকে প্রশ্ন ও উত্তর
1. বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কত?
উঃ ৬ টি।
2. ভারতের সংবিধানের কোন কোন ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে?
উঃ ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ নং ধারায়।
3. দু’টি নিবর্তনমূলক আটক আইনের নাম কর।
উঃ এসমা (ESMA) এবং টাডা (TADA)।
4. মৌলিক অধিকারের সং নির্দেশমূলক নীতির বিরোধ বাঁধলে আদালতে কোনটি বলবৎ হবে?
উঃ মৌলিক অধিকার।
5. কোন মৌলিক অধিকারকে ডঃ আম্বেদকর সংবিধানের ‘প্রাণশক্তি ও হৃদয়’ বলে অভিহিত করেছেন?
উঃ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার।
6. কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে?
উঃ ৪২ তম সংবিধান-সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অর্থায়ে।
7. গান্ধীবাদী নীতিকে সুনিশ্চিত করার চেষ্টা করে এমন একটি নির্দেশ মূলক নীতির উল্লেখ কর।
উঃ রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত গঠনের নীতি (৪০ নং ধারায়)।
8. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সংবিধানের কোন অংশের অন্তর্ভূক্ত?
উঃ চতুর্থ অংশ।
9. ভারতের সংবিধানে কতগুলি ‘লেখ’ (writ)-এর অল্লেখ আছে?
উঃ ৫ টি।
10. মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কোন বছরে বর্জিত হয়?
উঃ ১৯৭৮ সালে।
11. ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার গুলি কী ধরণের?
উঃ প্রধানত আইনগত ও রাজনৈতিক।
12. জরুরী অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের কোন মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে না?
উঃ ২১ নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে।
13. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সংবিধানের কোন ধারা অনুসারে ‘লেখ’ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে?
উ.৩২ নং ধারায় এবং ২২৬ নং ধারায়।
14. ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়?
উঃ ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
15. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা ক’টি?
উঃ ১১ টি।
16. ‘হেবিয়াস করপাস’-এর অর্থ কী?
উঃ বন্দীকে সশরীরে আদালতে হাজির করা।
17. ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সঙ্গে সংবিধানের কোন ধারা যুক্ত?
উঃ ৫১ (ক) ধারা।
18. মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ হয়েছে?
উঃ তৃতীয় অংশে।
19. শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকে এমন একটি মৌলিক অধিকারের উল্লেখ কর?
উঃ শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার।
20. সংবিধানের ১৪ নং ধারায় বর্ণিত ‘আইনের দৃষ্টিতে সমতা’ নীতির একটি ব্যতিক্রমের উল্লেখ কর।
উঃ স্বপদে আসীন থাকাকালীন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না।
(ads1)
21. সংবিধানের ১৯(১) নং ধারায় কত প্রকার স্বাধীনতার উল্লেখ করা হয়েছে?
উঃ ৬ প্রকার।
22. ভারতে বিনা বিচারে আটক থাকতে পারে এমন দু’ধরণের ব্যক্তি কারা?
উঃ শত্রুভাবাপন্ন বিদেশী ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তি।
23. ভারতের নাগরিকদের একটি মৌলিক কর্তব্যের উল্লেখ কর।
উঃ জাতীয় সম্পত্তি রক্ষা করা।
24. সংবিধানের কত নং ধারায় নাগরিকদের ভোটাধিকার উল্লিখিত হয়েছে?
উঃ ৩২৬ নং ধারায়
25. মৌলিক অধিকার গুলি ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে?
উঃ ১২ থেকে ৩৫ নং ধারায়।
26. মৌলিক অধিকার গুলি হল “গণতান্ত্রিক জীবনধারার যথার্থ ভিত্তি’-এ কথা কে বলেছেন?
উঃ বিচারপতি গজেন্দ্রগাদকার।
27. ভারতীয় সংবিধানের কত নং সংশোধনীতে ৬-১৪ বছর বয়সী সন্তান-সন্ততিদের শিক্ষার সুযোগ দানকে অভিভাবকের কর্তব্য বলে ঘোষণা করা হয়েছে?
উঃ ২০০২ সালের ৮০ তম সংবিধান সংশোধনীতে।
28. দু’টি ‘লেখ’ বা ‘writ’-এর উল্লেখ কর।
উঃ প্রতিষেধ ও অধিকার পৃচ্ছা।
29. সংবিধানের কোন ধারায় বেগার শ্রম ও মানুষ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে?
উঃ ২৩ (১) নং ধারা।
30. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে কোন রাষ্ট্রীয় আইনের বিরোধ বাধলে কোনটি বাতিল হবে?
উঃ নির্দেশমূলকনীতি।
31. অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতির উল্লেখ কর।
উঃ রাষ্ট্র কর্তৃক স্ত্রীপুরুষ নির্বিশেষে সব নাগরিককে জীবিকা অর্জনের অধিকার প্রদান।
32. সামাজিক আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতির উল্লেখ কর।
উঃ স্বাধীন অমর্যাদাপূর্ণ পরিবেশে শিশুদের বড়ো হওয়ার জন্য রাষ্ট্র সমান সুযোগের ব্যবস্থা হবে।
33. আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সম্পর্কিত একটি নির্দেশমূলক নীতির উল্লেখ কর।
উঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতির জন্য রাষ্ট্র সচেষ্ট হবে।
34. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে?
উঃ ৩৬-৫১ নং ধারায়।
35. সংবিধানের ৩২ নং ধারার লক্ষ্য কী?
উঃ মৌলিক অধিকারগুলি বলবৎ করার ব্যাপারে নিশ্চয়তা সৃষ্টি করা।
36. কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত আইন পাস হয়?
উঃ ১৯৫৫ সালে।
37. কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি গৃহীত হয়েছে?
উঃ আয়ারল্যাণ্ড।
38. নির্দেশমূলক নীতি কোন ধরণের রাষ্ট্র গঠনে উৎসাহিত করে?
উঃ জনকল্যাণকর রাষ্ট্র গঠন।
39. ‘আইনের দৃষ্টিতে সাম্য’-নীতিটি কোন দেশের আইনের অনুকরণে রচিত হয়েছে?
উঃ গ্রেট ব্রিটেন।
40. ‘আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার’ কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
41. ‘নাগরিকের স্বাধীনতা সংরক্ষণের জন্য সাধারণ আইনই যথেষ্ট’-কে বলেছেন?
উঃ এ ভি ডাইসি।
42. জে সি জোহারি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে ক’টি শ্রেণিতে ভাগ করেছেন?
উঃ তিনটি।
43. সংবাদপত্রের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভূক্ত?
উঃ বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত।
44. ১৯ নং ধারায় সমবেত হওয়ার অধিকার কীভাবে দেওয়া হয়েছে?
উঃ শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে।
45. কোন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা অস্ত্র হাতে সমবেত হতে পারে?
উঃ শিখ ধর্মীয় সম্প্রদায়।
46. সংবিধানের নির্দেশমূলক নীতির সংখ্যা ক’টি?
উঃ ১৭ টি।
47. কত নং ধারাকে আম্বেদকর ‘সংবিধানের প্রাণ’ বলে মন্তব্য করেছেন?
উঃ ৩২ নং ধারা।
48. মৌলিক অধিকার কে বলবৎ করে?
উঃ ভারতের সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টগুলি।
49. মৌলিক অধিকার ছাড়া ‘অন্যান্য প্রয়োজনে’ কে লেখ জারি করতে পারে?
উঃ হাইকোর্ট।
50. ‘আদালত বিচার করবে না ঠিকই, কিন্তু সরকার নির্দেশমূলক নীতিগুলি ঠিকমত কার্যকর করছে কিনা তার বিচার নির্বাচক মণ্ডলী অবশ্যই করবে’-কে বলেছেন?
উঃ বি আর আম্বেদকর।
51. কীভাবে নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হয়?
উঃ পার্লামেণ্ট আইন প্রণয়ন করলে নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হয়।
52. নির্দেশমূলক নীতিগুলি কেমন রাষ্ট্র গঠন করতে চায়?
উঃ কল্যাণকামী রাষ্ট্র গঠন।
53. নিবর্তনমূলক আটক আইন কোন ধারার অন্তর্গত?
উঃ ২২ (৩) নং ধারা।
54. সংবিধানের কোন ধারায় সরকারী চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে?
উঃ ২৬ নং ধারায়।
55. শ্রীমতি গান্ধীর সরকার জারি করেছিল এমন একটি নিবর্তনমূলক আটক আইনের নাম লেখ।
উঃ NSA – National Security Act, 1980 (জাতীয় নিরাপত্তা আইন)।
56. মূল সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কত?
উঃ ৭ টি।
57. COFEPOSA-পুরো কথাটি লেখ।
উঃ Conservation of Foreign exchange and Prevention of Smuggling activities (1971)।
58. ESMA-এর পুরো কথাটি কী?
উঃ Essential services Maintenance Act 1981।
59. ভারতীয় সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে?
উঃ তৃতীয় ভাগে।
60. কততম সংবিধান সংশোধন আইন শিক্ষার মৌলিক অধিকার দিয়েছে?
উঃ ৮৬ তম।
(ads2)
61. ভারতীয় সংবিধানের ১৯ নং ধারায় ক’টি স্বাধীনতার অধিকার রয়েছে?
উঃ ৬ টি।
62. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় দেওয়া হয়েছে?
উঃ ৩২ নং ধারায়।
63. সুপ্রিম কোর্ট কত সালে মানেকা গান্ধী মামলার রায় দেয়?
উঃ ১৯৭৮ সালে।
64. সংবিধানের কত নং ধারায় বেগার খাটান নিষিদ্ধ হয়েছে?
উঃ ২৩ নং ধারায়।
65. সংবিধান অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা যায় না?
উঃ ১৪ বছরের কম বয়সি।
66. সংবিধানের ২৫ নং ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর ক’টি কারণে নিয়ন্ত্রণ আরোপ করা যায়?
উঃ ৩ টি কারণে।
67. সংখ্যালঘু সম্প্রদায়কে বিদ্যায়তন প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার কত নং ধারায় দেওয়া হয়েছে?
উঃ ৩০ নং ধারায়।
68. সংবিধানের কত নং ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করেছে?
উঃ ৩৭ নং ধারায়।
69. কততম সংবিধান সংশোধন আইন অনুযায়ী সংবিধানে ৩১(গ) ধারা যোগ হয়েছে?
উঃ ২৫ তম।
70. বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা ক’টি?
উঃ ১১ টি।
71. সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে?
উঃ ৪২ তম (১৯৭৬)।
72. সংবিধানের ২১(ক) নং ধারায় কোন অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে?
উঃ শিক্ষার অধিকারকে।
73. সংবিধানের ৩২ নং ধারা অনুযায়ী কে লেখ নির্দেশ জারি করে?
উঃ সুপ্রিমকোর্ট।
74. ভারতের সংবিধানে বর্ণিত সম্পত্তির অধিকার রদ করা হয়েছে কততম সংশোধনীর দ্বারা?
উঃ ৪৪ তম (১৯৭৮)।
75. ভারতীয় সংবিধানে ক’টি নির্দেশমূলক নীতির উল্লেখ আছে?
উঃ ১৭ টি।
76. ১৯৭৬ সালে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে সংবিধানের কোন অংশে?
উঃ চতুর্থ অংশে।
77. সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির উল্লেখ আছে?
উঃ ৫১(ক) নং ধারায়।
78. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কে রক্ষা করতে পারে?
উঃ সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট।
79. ভারতীয় সংবিধানের ২২ নং ধারা অনুযায়ী আটক ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্টেটের কাছে হাজির করতে হয়?
উঃ ২৪ ঘণ্টার মধ্যে।
80. ভারতীয় নাগরিকদের বেকার ভাতা প্রদানের বিষয়টি কোন নীতির অন্তর্ভুক্ত?
উঃ নির্দেশমূলক নীতির।
81. ভারতীয় সংবিধানে ক’টি স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে?
উঃ ৬টি।
82. ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নং ধারায় কোন অধিকার প্রদান করা হয়েছে?
উঃ সাম্যের অধিকার।
83. ভারতীয় সংবিধানে ক’টি মৌলিক কর্তব্য আছে?
উঃ ১১ টি।
উপসংহার: মৌলিক অধিকার-কর্তব্য নিয়ে প্রস্তুতির সঠিক পথ
WBCS, UPSC কিংবা যেকোনো সরকারি পরীক্ষায় ভারতীয় রাজনীতি (Polity) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার ও কর্তব্যের মতো সংবিধানভিত্তিক অংশ ভালোভাবে আয়ত্তে রাখতে পারলে প্রশ্নে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
নিয়মিত MCQ অনুশীলন, সংক্ষিপ্ত নোট এবং অনুচ্ছেদ নম্বর মনে রাখা প্রস্তুতির মূল চাবিকাঠি।
আরও পড়ুনঃ
◼️ বিভিন্ন জৈবযৌগের সংকেত, গোত্র, বৈশিষ্ট্য ও ব্যবহার
◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History
◼️ ৫০+ গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন
Please do not enter any spam link in the comment box.