Ads Area

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 5

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 5

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 5
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 5

WBCS (West Bengal Civil Service) পরীক্ষার জন্য Indian History GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ভারতের ইতিহাস কভার করে, যেখানে বৈদিক সভ্যতা, মুঘল শাসন, ব্রিটিশ উপনিবেশবাদ, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর ভারতের ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে। 


📌 প্রাচীন ভারত: সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান-পতন, ধর্ম ও সংস্কৃতি (বৌদ্ধ ও জৈন ধর্ম)।


📌 মধ্যযুগীয় ভারত: দিল্লির সালতানাত, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল শাসন, মারাঠা শক্তির উত্থান, বাংলার নবাব ও ব্রিটিশ আগ্রাসন।


📌 আধুনিক ভারত: ব্রিটিশ শাসন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, ১৮৫৭ সালের বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধীজীর ভূমিকা, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা।


WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় এবং বাংলার ইতিহাসের উপর জোর দেওয়া হয়। সঠিক প্রস্তুতির জন্য NCERT বই, ইতিহাসের রেফারেন্স বই এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা অত্যন্ত দরকারি।


এই পর্বে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিন।


WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 5


1. ________ বৌদ্ধ মতবাদের মধ্যে রয়েছে।


(a) জাতক

(b) উপনিষদ

(c) সাতপাঠ

(d) ধম্মপদ


Ans: (d) ধম্মপদ


2. মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র শহরের পৌর প্রশাসনের তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল-


(a) ইন্দ্র

(b) অর্থশাস্ত্র

(c) মুদ্রারক্ষা

(d) অশোকন শিলালিপি


Ans: (b) অর্থশাস্ত্র


3. নিম্নের কোন দেবতা ঋক বৈদিক যুগের অন্তর্গত নয়?


(a) ইন্দ্র

(b) সূর্য

(c) শিব

(d) অদিতি


Ans: (c) শিব


4. বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন?


(a) পুষ্যমিত্র শুঙ্গ

(b) অগ্নিমিত্র শুঙ্গ

(c) বাসুদেব কণ্ব

(d) গৌতমীপুত্র সাতকর্ণী


Ans: (a) পুষ্যমিত্র শুঙ্গ


5. চালুক্যরা কোথায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল?


(a) গুজরাট

(b) মালওয়া

(c) দাক্ষিণাত্য

(d) লক্ষণাবতী


Ans: (c) দাক্ষিণাত্য


(ads1)


6. 'সভা' এবং 'সমিতি' ছিল ________ দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান।


(a) বৈদিক যুগের

(b) দ্রাবিড় অঞ্চলের

(c) মগধের

(d) সিন্ধু সভ্যতার


Ans: (a) বৈদিক যুগের


7. 'সি-ইউ-কি'-এর লেখক কে ছিলেন?


(a) হিউয়েন সাং

(b) ফা-হিয়েন

(c) মেগাস্থিনিস

(d) ইজিং


Ans: (a) হিউয়েন সাং


8. নিম্নের কে 'আঙ্কোরভাট' নির্মাণ করেন?


(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(b) আর্যভট্ট

(c) সূর্যবর্মণ

(d) কনিস্ক


Ans: (c) সূর্যবর্মণ


9. পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?


(a) সিকন্দর শাহ

(b) ফিরুজ-তুঘলক

(c) জয়ন-উল-আবেদীন

(d) হোসেন শাহ


Ans: (a) সিকন্দর শাহ


10. শিখদের দশম ও শেষ গুরু কে ছিলেন?


(a) গুরু হরগোবিন্দ

(b) গুরু তেগ বাহাদুর

(c) গুরু রাম দাস

(d) গুরু গোবিন্দ


Ans: (d) গুরু গোবিন্দ


আরও পড়ুনঃ ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা


11. কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয়ের জন্য অভিযান পরিচালনা করেন?


(a) আলাউদ্দিন খিলজি

(b) বলবন

(c) ফিরুজ তুঘলক

(d) মোঃ বিন-তুঘলক


Ans: (a) আলাউদ্দিন খিলজি


12. 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?


(a) বাবর ও ইব্রাহিম লোদী

(b) বাবর ও রানা সাঙ্গা

(c) বাবর ও শের খান

(d) আকবর ও হিমু


Ans: (a) বাবর ও ইব্রাহিম লোদী


13. 'দিন-ই-ইলাহী' কে প্রবর্তন করেন?


(a) বাবর

(b) আকবর

(c) জাহাঙ্গীর

(d) শাহজাহান


Ans: (b) আকবর


14. কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন?


(a) আকবর

(b) জাহাঙ্গীর

(c) ঔরঙ্গজেব

(d) দ্বিতীয় বাহাদুর শাহ


Ans: (c) ঔরঙ্গজেব


15. 'ভারতের তোতাপাখি' নামে কে পরিচিত?


(a) জিমুতবাহন

(b) আল-বেরুনী

(c) ইবন বতুতা

(d) আমীর খুসরু


Ans: (d) আমীর খুসরু


(ads2)


16. দিল্লির শেষ সুলতান কে ছিলেন?


(a) ফিরোজ তুঘলক

(b) বহলুল খান লোদী

(c) ইব্রাহিম লোদী

(d) সিকান্দার লোদী


Ans: (c) ইব্রাহিম লোদী


17. দিল্লির কোন সুলতান প্রথম উত্তর-পশ্চিম সীমান্ত নীতি প্রবর্তন করেন?


(a) ইলতুৎমিস

(b) বলবন

(c) রাজিয়া

(d) আলাউদ্দিন খিলজী


Ans: (b) বলবন


18. 'অমুক্তমাল্যদা' গ্রন্থটি কে লিখেছেন?


(a) মাধবাচার্য

(b) মালাধর বসু

(c) রামানুজ

(d) কৃষ্ণদেব রায়


Ans: (d) কৃষ্ণদেব রায়


19. নিম্নলিখিত কোনটি দিল্লি সুলতানির রাজবংশগুলির সঠিক কালানুক্রমিক ক্রম?


(a) লোদি, ইলবারি তুর্কি, তুঘলক, খলজি

(b) ইলবারি তুর্কি, খলজি, তুঘলক, লোদি

(c) তুঘলক, খলজি, লোদি, ইলবারি তুর্কি

(d) খলজি, লোদি, তুঘলক, ইলবারি তুর্কি


Ans: (b) ইলবারি তুর্কি, খলজি, তুঘলক, লোদি


20. বুলন্দ দর‌ওয়াজা কে নির্মাণ করেন?


(a) আকবর

(b) হুমায়ুন

(c) শাহজাহান

(d) ঔরঙ্গজেব


Ans: (a) আকবর


আরও পড়ুনঃ ভারতের প্রধান প্রধান জাতীয় জলপথ সমূহ


21. কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন?

(a) খসরু

(b) সেলিম

(c) আজিমুশহান

(d) খুররম


Ans: (b) সেলিম


22. নিম্নের কোন জোড়া মিলছে না?


(a) জৌনপুর - আতালা মসজিদ

(b) মাল‌ওয়া - জাহাজ মহল

(c) আজমীর - কুওয়াত-উল-ইসলাম

(d) গৌড় - বড় সোনা মসজিদ


Ans: (c) আজমীর - কুওয়াত-উল-ইসলাম


23. হুমায়ুননামা কে লিখেছেন?


(a) গুলবদন বেগম

(b) হুমায়ুন

(c) বীরবল

(d) আবুল ফজল


Ans: (a) গুলবদন বেগম


24. ভারতে সর্বপ্রথম 'তুলঘুমা'-কে সামরিক কৌশল হিসেবে ব্যবহার করেন কে?


(a) আলাউদ্দিন খিলজি

(b) মহম্মদ বিন তুঘলক

(c) বাবর

(d) আকবর


Ans: (c) বাবর


25. চাঁদবিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসন করতেন?


(a) আহমেদনগর

(b) বেরার

(c) গোলকোন্ডা

(d) বিজাপুর


Ans: (a) আহমেদনগর


26. নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ইকতা, সেনাবাহিনী, মুদ্রা এবং দিল্লি সুলতানির অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির আয়োজন করেছিলেন?


(a) শামসুদ্দিন ইলতুৎমিস

(b) গিয়াসউদ্দিন বলবন

(c) মুহাম্মদ বিন তুঘলক

(d) আলাউদ্দিন খিলজি


Ans: (a) শামসুদ্দিন ইলতুৎমিস


27. মুঘল সম্রাটদের মধ্যে কে উপনিষদ ফারসি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেছিলেন?


(a) বাবর

(b) আকবর

(c) শাহজাহান

(d) দারা শিকো


Ans: (d) দারা শিকো


28. নিম্নের কোন রাজবংশকে আরব ভ্রমণকারীরা 'বলহার' হিসেবে মনোনীত করেছিলেন?


(a) চালুক্য

(b) ছোলা

(c) রাষ্ট্রকূট

(d) পান্ড্য


Ans: (c) রাষ্ট্রকূট


29. কোন চোল রাজা তার রাজ্যভিষেকের আগে অরুমলিবর্মন নামে পরিচিত ছিলেন?


(a) বীর রাজেন্দ্র

(b) প্রথম রাজরাজ

(c) প্রথম কুলোতুঙ্গা

(d) কেউই নন


Ans: (b) প্রথম রাজরাজ


আরও পড়ুনঃ

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 3

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 1



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad