Ads Area

ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali - WBP, KP Exam 2025

ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali - WBP, KP Exam 2025

ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali
ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali

ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali" নিয়ে বিস্তারিত প্রশ্নোত্তর সংগ্রহ করুন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। এখানে ভারতের ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন নদ-নদী, পর্বত, মালভূমি, জলবায়ু, কৃষি, বনসম্পদ, খনিজ সম্পদ, রাজ্যভিত্তিক ভূগোল ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হয়েছে। WBCS, PSC, SSC, Railway, Banking ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য এটি অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন করুন এবং সফলতার পথে এগিয়ে যান!


ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali


1. নিম্নলিখিত কোন জেলাটি অত্যাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত?


(a) জলপাইগুড়ি

(b) পুরুলিয়া

(c) উত্তর দিনাজপুর

(d) মালদা


Ans: (a) জলপাইগুড়ি


2. 'ISRO' সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে-


(a) শ্রীহরিকোটা থেকে

(b) বালেশ্বর থেকে

(c) আমেদাবাদ থেকে

(d) ট্রাম্বে থেকে


Ans: (a) শ্রীহরিকোটা থেকে


3. 'পম্পাস' তৃণভূমি কোন মহাদেশ দেখতে পাওয়া যায়?


(a) এশিয়া

(b) আফ্রিকা

(c) উত্তর আমেরিকা

(d) দক্ষিণ আমেরিকা


Ans: (d) দক্ষিণ আমেরিকা


4. নিম্নোক্ত কোনটি একটি 'বামনগ্রহ' নয়?


(a) প্লুটো

(b) নেপচুন

(c) ইরিস

(d) সিরেস


Ans: (b) নেপচুন


5. নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি?


(a) ক্যানবেরা

(b) আক্রা

(c) অসলো

(d) দামাস্কাস


Ans: (d) দামাস্কাস


(ads1)


6. ________ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 'ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের' উদ্যোগ নেওয়া হয়েছিল।


(a) চতুর্থ

(b) পঞ্চম

(c) সপ্তম

(d) ষষ্ঠ


Ans: (b) পঞ্চম


7. জীবাশ্ম দাহ করলে কোন Greenhouse গ্যাস নির্গত হয়?


(a) কার্বন ডাই অক্সাইড

(b) ওজোন

(c) নাইট্রাস অক্সাইড

(d) মিথেন


Ans: (a) কার্বন ডাই অক্সাইড


8. সৌরজগৎ কে আবিষ্কার করেন?


(a) গ্যালিলিও

(b) আর্যভট্ট

(c) কোপারনিকাস

(d) কেপলার


Ans: (c) কোপারনিকাস


9. 4 ঘটিকার বৃষ্টি (4 o'clock rain) নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়?


(a) হোয়াংহো অববাহিকায়

(b) ইয়াংসে অববাহিকায়

(c) আমাজন ও কঙ্গো অববাহিকায়

(d) নীলনদের অববাহিকায়


Ans: (c) আমাজন ও কঙ্গো অববাহিকায়


10. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?


(a) মাউন্ট মৌনালোয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ

(b) মাউন্ট ফুজিয়ামা, জাপান

(c) নেভাডস্ ওজোস্ ডেল সালাডো, আর্জেন্টিনা

(d) ভিসুভিয়াস, ইটালি


Ans: (c) নেভাডস্ ওজোস্ ডেল সালাডো, আর্জেন্টিনা


আরও পড়ুনঃ ভারতে কোম্পানির আমলে শাসনতান্ত্রিক ও বিচারবিভাগীয় সংস্কারসমূহ


11. কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে?


(a) 24 ঘন্টা

(b) 12 ঘন্টা

(c) 6 ঘন্টা

(d) 18 ঘন্টা


Ans: (c) 6 ঘন্টা


12. যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকত, তবে পৃথিবী কেমন হত?


(a) অত্যাধিক উষ্ণ

(b) সামান্য উষ্ণ

(c) সামান্য শীতল

(d) অত্যাধিক শীতল


Ans: (d) অত্যাধিক শীতল


13. বাস্তুতন্ত্রের দুটি উপাদান হল-


(a) উদ্ভিদ এবং প্রাণী

(b) আগাছা এবং প্রাণী

(c) সজীব এবং জড় উপাদান

(d) ব্যাং এবং মানুষ


Ans: (c) সজীব এবং জড় উপাদান


14. ভারতের Satellite Tracking এবং Ranging Station কোথায় অবস্থিত?


(a) শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ)

(b) কাভালুর (তামিলনাড়ু)

(c) থুম্বা (ত্রিবান্দ্রম)

(d) আমেদাবাদ (গুজরাট)


Ans: (b) কাভালুর (তামিলনাড়ু)


15. Plate Tectonics তত্ত্ব ব্যাখ্যা করে-


(a) ভূমিকম্পের সৃষ্টি

(b) সমুদ্রতলের ব্যাপ্তি

(c) পর্বতমালার সৃষ্টি

(d) উপরোক্ত সবকটি


Ans: (d) উপরোক্ত সবকটি


(ads2)


16. পৃথিবীর উচ্চতম স্থলভিত্তিক (Ground Based) টেলিস্কোপিক অব‌জার‌ভেটোরি অবস্থিত-


(a) নেপালে

(b) মার্কিন যুক্তরাষ্ট্রে

(c) কলম্বিয়াতে

(d) ভারতে


Ans: (d) ভারতে


17. অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


(a) সরযূ

(b) গোমতী

(c) চম্বল

(d) তাপ্তি


Ans: (a) সরযূ


18. উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটি?


(a) ব্যান্ডেল

(b) ফারাক্কা

(c) মেজিয়া

(d) কোলাঘাট


Ans: (c) মেজিয়া


19. কোথা থেকে পূর্বঘাট পর্বতমালা দেখতে পাওয়া যায়?


(a) বিশাখাপত্তনম

(b) উত্তর আর্কট

(c) গঞ্জম

(d) কারনুল


Ans: (a) বিশাখাপত্তনম


20. ভারতের কত শতাংশ জমি সমতল?


(a) ৪২.৩

(b) ৪৩.৩

(c) ৪১.৩

(d) ৪০.৩


Ans: (b) ৪৩.৩


আরও পড়ুনঃ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


21. ভারতের দক্ষিণে কি অবস্থিত?

(a) কেরালা

(b) কণ্যাকুমারী

(c) লাক্ষা দ্বীপ

(d) নিকোবর দ্বীপপুঞ্জ


Ans: (d) নিকোবর দ্বীপপুঞ্জ


22. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল-


(a) শিলং

(b) মিরিক

(c) নকরেক

(d) কোনোটিই নয়


Ans: (a) শিলং


23. ভারতের কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম?


(a) অন্ধ্রপ্রদেশ

(b) তামিলনাড়ু

(c) গুজরাট

(d) কেরল


Ans: (c) গুজরাট


24. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন?


(a) পাঞ্জাব

(b) হরিয়ানা

(c) সিকিম

(d) জম্মু-কাশ্মীর


Ans: (b) হরিয়ানা


25. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?


(a) ডুয়ার্স

(b) তরাই

(c) রাঢ়

(d) বারিন্দ্র


Ans: (b) তরাই


আরও পড়ুনঃ

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History

◼️ ভারতের বিখ্যাত স্থাপত্য, প্রতিষ্ঠাতা, স্থান ও গুরুত্বপূর্ণ তথ্য

◼️ ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad