রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর
![]() |
রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর |
রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর সংগ্রহ করুন সহজ বাংলায়। এখানে ভারতীয় রেলওয়ে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে নির্বাচিত প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে। WBCS, PSC, SSC, Railway ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন করে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন এবং সফলতার পথে এগিয়ে যান!
রেলওয়ে গ্রুপ D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর
প্রশ্ন : “সিক্স মেশিন” কার আত্মজীবনী?
উত্তর : ক্রিস গেইল।
প্রশ্ন : India Wins Freedom গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আবুল কালাম আজাদ।
প্রশ্ন: মানস জাতীয় উদ্যান কোথায়?
উত্তর : অসম।
প্রশ্ন : দিল্লির শেষ সুলতান কে ছিলেন?
উত্তর : ইব্রাহিম লোদি।
প্রশ্ন: ধরিত্রী দিবস (Earth Day) কবে?
উত্তর : ২২ এপ্রিল।
(ads1)
প্রশ্নঃ ভারতের ব্যস্ততম সেতু কোনটি?
উঃ কলকাতার হাওড়া ব্রীজ ( রবীন্দ্র সেতু )।
প্রশ্নঃ ভারতের প্রথম পরমানু কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উঃ মহারাষ্ট্রের তারাপুরে।
প্রশ্নঃ ভারতের উচ্চতম যান চলাচলকারী সেতু কোনটি?
উঃ লাদাখের খারদুংলা।
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম তার দিয়ে ঝুলন্ত সেতু কোনটি?
উঃ কলকাতার বিদ্যাসাগর সেতু।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম বসতবাড়ি কোনটি?
উঃ নিউ দিল্লীর রাস্ট্রপতি ভবন।
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম খাল কোনটি?
উঃ রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম গুহা কোনটি?
উঃ জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি?
উঃ মহারাষ্ট্রের ইলোরা।
প্রশ্নঃ ভারতের প্রাচীনতম চার্চ কোনটি?
উঃ কেরলের ত্রিচুরে অবস্থিত সেন্ট থমাস চার্চ (৫২ খ্রীঃ পুঃ তৈরি)।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটার কোনটি?
উঃ তামিলনাড়ুর মাদুরাইয়ের থঙ্গম।
প্রশ্নঃ ভারতের প্রথম কলেজ কোনটি?
উঃ কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি?
উঃ কলকাতার বেথুন কলেজ। (এটি এশিয়ার মধ্যেও প্রথম মহিলা কলেজ)।
প্রশ্ন : IC একটি ইলেকট্রনিক ডিভাইস। এর পুরো কথা কী?
উত্তর : ইন্টিগ্রেটেড সার্কিট।
প্রশ্ন : আলোকবর্ষ কীসের প্রতীক?
উত্তর : দূরত্ব।
প্রশ্ন : হিস্টোলজি কী?
উত্তর : কোশ ও টিসু সংক্রান্ত সমীক্ষা এবং পড়াশোনা।
(ads2)
প্রশ্ন : কোডাক ক্যামেরার আবিষ্কর্তা কে?
উত্তর : জর্জ ইস্টম্যান।
প্রশ্ন : মিসিসিপি নদী কোথায়?
উত্তর : অ্যামেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : পোলোনিয়াম ও রেডিয়াম কার আবিষ্কার?
উত্তর : মেরি কুরি।
প্রশ্ন : ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে?
উত্তর : অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antony Van Leeuwenhoek)।
প্রশ্ন : কোন দেশ প্রথম বিশ্বকাপ ফুটবল জেতে?
উত্তর : উরুগুয়ে।
প্রশ্ন : সাধারণ লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : বিউটেন।
আরও পড়ুনঃ
◼️ ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর - Indian Geography GK in Bengali
◼️ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা
◼️ ভারতীয় নতুন মুদ্রার নোটের বৈশিষ্ট্য
Please do not enter any spam link in the comment box.