ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা - List of Popular Ropeways in India in Bengali
ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা |
রজ্জুপথ (Rope Way):
◾ দুর্গম পার্বত্য অঞ্চলে বা খনি অঞ্চলে গভীর উপত্যকা পারাপার করার জন্য দড়ির মাধ্যমে নির্মিত পথকে রজ্জুপথ বলে। এগুলি মোটর চালিত তারের মাধ্যমে যাতায়াত করে।
◾ রজ্জুপথের মাধ্যমে পার্বত্য বা খনি অঞ্চলের মতো দুর্গম অঞ্চলে পরিবহন করা হয়। এছাড়া পর্যটনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
ভারতের রজ্জুপথ এর গুরুত্ব কি কি?
1) পরিবহনের মাধ্যম: রাজুপথ ভারতের পার্বত্য ও খনিজ অঞ্চলে পরিবহনের অন্যতম মাধ্যম।
2) শ্রম এবং সময়: রোপওয়ে দ্বারা পরিবহনের শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় হয়।
3) বাণিজ্যিক পথ: রাজুপথের মাধ্যমে বাণিজ্যিক পথগুলি সহজতর করা হয়।
4) পণ্যের দ্রুত সরবরাহ: রাজুপথের মাধ্যমে দ্রুত পণ্য সরবরাহ করা যেতে পারে।
ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা
রোপওয়ের নাম | অবস্থান |
---|---|
ঝরিয়া কয়লাখনি রোপওয়ে | ঝরিয়া, ঝাড়খন্ড |
গুলমার্গ গন্ডোলা রোপওয়ে | গুলমার্গ-কোংদোরি উপত্যকা, জম্মু ও কাশ্মীর |
পাটনিটপ রোপওয়ে | পাটনিটপ-সঙ্গীত উপত্যকা, জম্মু ও কাশ্মীর |
আউলি কেবল কার | আউলি-যোশিমঠ, উত্তরাখণ্ড |
মানালি রোপওয়ে | সোলাং উপত্যকা-পাত্রু শৃঙ্গ, হিমাচল প্রদেশ |
গুন পর্বত রোপওয়ে | মিসৌরি, উত্তরাখণ্ড |
গ্যাংটক রোপওয়ে | দেওরালি বাজার-নামাং-তাশিলিং |
দার্জিলিং রোপওয়ে | সিঙ্গমারি-সিংলা বাজার, পশ্চিমবঙ্গ |
মনসাপূর্ণা কারনি মাতা রোপওয়া | দীনদয়াল উপাধ্যায় পার্ক-কারনি মাতা মন্দির |
রাজগীর রোপওয়ে | রত্নগিরি পর্বত, বিহার |
মা মহাকালিকা উদ্যানখাটোলা | ভাদোদরা, গুজরাট |
জাখু মন্দির রোপওয়ে | জাখু মন্দির, সিমলা |
Read More...
◾ ভারতের প্রধান প্রধান জাতীয় জলপথ সমূহ
◾ ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ
◾ ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
◾ ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ
◾ প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
Please do not enter any spam link in the comment box.