Ads Area

ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা - List of Popular Ropeways in India in Bengali

ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা - List of Popular Ropeways in India in Bengali

ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা
ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা

রজ্জুপথ (Rope Way):

◾ দুর্গম পার্বত্য অঞ্চলে বা খনি অঞ্চলে গভীর উপত্যকা পারাপার করার জন্য দড়ির মাধ্যমে নির্মিত পথকে রজ্জুপথ বলে। এগুলি মোটর চালিত তারের মাধ্যমে যাতায়াত করে।

◾ রজ্জুপথের মাধ্যমে পার্বত্য বা খনি অঞ্চলের মতো দুর্গম অঞ্চলে পরিবহন করা হয়। এছাড়া পর্যটনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়।



ভারতের রজ্জুপথ এর গুরুত্ব কি কি?

1) পরিবহনের মাধ্যম: রাজুপথ ভারতের পার্বত্য ও খনিজ অঞ্চলে পরিবহনের অন্যতম মাধ্যম।

  2) শ্রম এবং সময়: রোপওয়ে দ্বারা পরিবহনের শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় হয়।

  3) বাণিজ্যিক পথ: রাজুপথের মাধ্যমে বাণিজ্যিক পথগুলি সহজতর করা হয়।

  4) পণ্যের দ্রুত সরবরাহ: রাজুপথের মাধ্যমে দ্রুত পণ্য সরবরাহ করা যেতে পারে।


ভারতের উল্লেখযোগ্য রজ্জুপথগুলির তালিকা


রোপওয়ের নাম অবস্থান
ঝরিয়া কয়লাখনি রোপওয়ে ঝরিয়া, ঝাড়খন্ড
গুলমার্গ গন্ডোলা রোপওয়ে গুলমার্গ-কোংদোরি উপত্যকা, জম্মু ও কাশ্মীর
পাটনিটপ রোপওয়ে পাটনিটপ-সঙ্গীত উপত্যকা, জম্মু ও কাশ্মীর
আউলি কেবল কার আউলি-যোশিমঠ, উত্তরাখণ্ড
মানালি রোপওয়ে সোলাং উপত্যকা-পাত্রু শৃঙ্গ, হিমাচল প্রদেশ
গুন পর্বত রোপওয়ে মিসৌরি, উত্তরাখণ্ড
গ্যাংটক রোপওয়ে দেওরালি বাজার-নামাং-তাশিলিং
দার্জিলিং রোপওয়ে সিঙ্গমারি-সিংলা বাজার, পশ্চিমবঙ্গ
মনসাপূর্ণা কারনি মাতা রোপওয়া দীনদয়াল উপাধ্যায় পার্ক-কারনি মাতা মন্দির
রাজগীর রোপওয়ে রত্নগিরি পর্বত, বিহার
মা মহাকালিকা উদ্যানখাটোলা ভাদোদরা, গুজরাট
জাখু মন্দির রোপওয়ে জাখু মন্দির, সিমলা


Read More...

ভারতের প্রধান প্রধান জাতীয় জলপথ সমূহ

ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ

ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার

ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ

প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad