ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা - ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা - ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার |
ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা:
◾ ভারতে প্রথম ট্রেন 1853 সালে 16 এপ্রিল বোম্বে থেকে থানে।
◾ দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগ ➛ 160-180 km./hr.
◾ ভারতে প্রথম বৈদ্যুতিক রেলপথ ➛ ডেকানকুইন, 1925 সালে, মুম্বাই ভি. টি. থেকে কুরলা হারবার।
◾ ভারতীয় রেল ব্যবস্থা এশিয়াতে দ্বিতীয় ও বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে।
◾ দীর্ঘতম রেলপথ ➛ বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড় - কন্যাকুমারী)
◾ রেলওয়ে প্রশাসনের প্রধান দায়িত্ব ও সার্বিক নিয়ন্ত্রণ রেলবোর্ডের উপর ন্যস্ত যা 1905 সালে স্থাপিত হয়।
রেললাইনের প্রকার:
1. ব্রড গেজ ➛ দুটি রেললাইনের মধ্যে দুরত্ব 1.67 মিঃ
2. মিটার গেজ ➛ দুটি রেললাইনের মধ্যে দুরত্ব 1.00 মিঃ
3. ন্যারো গেজ ➛ দুটি রেললাইনের মধ্যে দুরত্ব 0.762 মিঃ
ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
রেলওয়ে জোন | প্রতিষ্ঠাকাল | আঞ্চলিক সদর কার্যালয় | রেলওয়ে জোনের আওতায় বিভিন্ন বিভাগ |
---|---|---|---|
মধ্য রেল | ১৯৫১ | মুম্বাই | মুম্বাই, নাগপুর, ভুসওয়াল, পুণে, সোলাপুর |
পূর্ব রেল | ১৯৫২ | কলকাতা | হাওড়া-1, হাওড়া-2, শিয়ালদহ, মালদা, আসানসোল, চিত্তরঞ্জন, কলকাতা মেট্রো |
পূর্ব-মধ্য রেল | ২০০২ | হাজিপুর | দানাপুর, মুঘলসরাই, ধানবাদ, শোনপুর, সমস্তিপুর |
পূর্ব উপকূলীয় রেল | ২০০৩ | ভুবনেশ্বর | খুরদা রোড, ওয়ালটেয়ার, সম্বলপুর |
উত্তর রেল | ১৯৫২ | বরোদা হাউস, নতুন দিল্লি | দিল্লি-1, দিল্লি-2, এলাহাবাদ, মোরাদাবাদ, লক্ষ্ণৌ, ফিরোজপুর |
উত্তর-মধ্য রেল | ২০০৩ | এলাহাবাদ | এলাহাবাদ, ঝাঁসি, আগ্রা |
উত্তর-পূর্ব রেল | ১৯৫২ | গোরক্ষপুর | ইজ্জতনগর, লক্ষ্ণৌ, বারাণসী, দিলওয়া |
নর্থ ফ্রন্টিয়ার রেল | ১৯৫৮ | মালিগাও, গুয়াহাটি | কাটিহার, আলিপুরদুয়ার, রাঙ্গিয়া, লামডিং, তিনসুকিয়া |
উত্তর-পশ্চিম রেল | ২০০২ | জয়পুর | জয়পুর, যোধপুর, বিকানীর, আজমীর |
দক্ষিণ রেল | ১৯৫১ | চেন্নাই | চেন্নাই, মাদুরাই, পালঘাট, ত্রিচি, ত্রিবান্দ্রম |
দক্ষিণ-মধ্য রেল | ১৯৬৬ | সেকেন্দ্রাবাদ | সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, গুন্টাকাল, বিজয়ওয়াড়া, নান্দেদ |
দক্ষিণ-পূর্ব রেল | ১৯৫৫ | গার্ডেনরীচ, কলকাতা | খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি, শালিমার |
দক্ষিণ-পূর্ব মধ্য রেল | ২০০৩ | বিলাসপুর | বিলাসপুর, নাগপুর, রায়পুর |
দক্ষিণ-পশ্চিম রেল | ২০০৩ | হুবলি | বেঙ্গালুরু, মাইশোর, হুবলি, ইয়েলহানকা |
পশ্চিম রেল | ১৯৫১ | চার্চগেট | মুম্বাই সেন্ট্রাল, ভাদোদরা, আমেদাবাদ, রতলান, রাজকোট, ভাবনগর |
পশ্চিম-মধ্য রেল | ২০০৩ | জব্বলপুর | জব্বলপুর, ভূপাল, কোটা |
কলকাতা মেট্রো রেল | ১৯৮৪ | কলকাতা | করকাতা মেট্রোপলিটন অঞ্চল, উত্তর ও দক্ষিণ 24 পরগণা |
দক্ষিণ উপকূলীয় রেল | - | বিশাখাপত্তনম | গুন্টাকল, গুন্টুর, বিজয়ওয়াড়া |
ভারতীয় রেল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী
◾ প্রথম ট্রেন ➛ মুম্বাই থেকে থানের মধ্যে 400 জন যাত্রী নিয়ে ভারতবর্ষে প্রথম রেল চলাচল করে। এটি 3টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 34 কিমি পথ অতিক্রম করেছিল। ইঞ্জিনগুলির নাম - সাহিব, সিন্ধ, সুলতান।
◾ ভারতীয় রেলের জনক ➛ লর্ড ডালহৌসি।
◾ প্রথম বৈদ্যুতিক ট্রেন ➛ বোম্বে থেকে কুরলার মধ্যে।
◾ প্রথম বাতানুকূল ডবল ডেকার ট্রেন ➛ শতাব্দী এক্সপ্রেস, মুম্বাই থেকে গোয়ার মধ্যে।
◾ প্রথম মাটির তলা দিয়ে চলাচল করার ট্রেন ➛ কলকাতা মেট্রো 1984।
◾ ভারতের বৃহত্তম রেলওয়ে অঞ্চল ➛ নর্দান রেলওয়ে।
◾ প্রথম রেলওয়ে স্টেশন ➛ ভিক্টোরিয়া টার্মিনাস (বর্তমানে মুম্বাই-এর ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলওয়ে স্টেশন)।
◾ দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন ➛ বিবেক এক্সপ্রেস, এটি উচ্চ আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। এটির যাত্রাপথের দৈর্ঘ্য 4286 কিলোমিটার।
◾ ভারতের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম ➛ গোরক্ষপুর রেলওয়ে স্টেশন, উত্তর প্রদেশ, 1366.33 মিটার।
◾ প্রথম ব্রডগেজ সুপারফাস্ট ট্রেন ➛ রাজধানী এক্সপ্রেস, নতুন দিল্লি থেকে হাওড়া। চলাচল শুরু করে 1 মার্চ, 1969।
◾ প্রথম মিটারগেজ সুপারফাস্ট ট্রেন ➛ পিঙ্ক সিটি এক্সপ্রেস, নতুন দিল্লি থেকে জয়পুর। চলাচল শুরু করে 17 অক্টোবর, 1981।
◾ ভারতীয় রেলের প্রথম টাইমটেবিল ➛ 1853 সালের সেন্ট্রাল ইন্ডিয়া।
◾ প্রথম ন্যারোগেজ সুপারফাস্ট ট্রেন ➛ শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, কালকা থেকে সিমলা পর্যন্ত। চলাচল শুরু করে 9 আগস্ট, 1994।
◾ প্রথম বাতানুকূল ট্রেন ➛ 1936 সালে মুম্বাই থেকে বরোদা-র মধ্যে চলাচল শুরু করে।
◾ ভারতবর্ষের প্রথম ওয়াগন ➛ 1920 সালে কলকাতায় জেসপ্ অ্যান্ড কোং।
◾ প্রথম ভেস্টিবিউল ট্রেন ➛ ডেকান কুইন।
◾ প্রথম রেলওয়ে টানেল ➛ পারসিক টানেল।
◾ প্রথম রেলওয়ে ব্রিজ ➛ দাপৌরিভিয়াডাক্ট, মুম্বাই - থানে রুটে এটি অবস্থিত।
◾ ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ট্রেন যা এখনো চলাচল করছে, চেন্নাই-বেঙ্গালুরু মেল। এটি 1864 সাল থেকে যাতায়াত করছে।
◾ ভারতবর্ষের কোন ট্রেন সবচেয়ে বেশি বার থামে ➛ হাওড়া-অমৃতসর এক্সপ্রেস।
◾ বৃহত্তম ট্রেন ➛ প্রয়াগরাজ এক্সপ্রেস। নতুন দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলাচল করে। এটি 26 কোচ বিশিষ্ট ট্রেন।
◾ সবচেয়ে বেশি সংখ্যক রেলরুট সংযুক্ত রাজ্য ➛ উত্তর প্রদেশ।
◾ তিন ধরনের রেল সংযুক্ত রেলওয়ে স্টেশন ➛ দমদম রেলওয়ে স্টেশন (ইএমইউ রেল সার্ভিস, চক্র রেল এবং মেট্রো রেল)।
◾ দিল্লি মেট্রোর প্রথম মহিলা অপারেটর ➛ মীনাক্ষী শর্মা।
◾ প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় ➛ 2002 সালে নতুন দিল্লিতে।
◾ প্রথম রেলওয়ে কারখানা ➛ জামালপুর, 1890।
Read More...
◾ সংসদ এবং রাজ্য বিধানসভার বিল পাশের বিভিন্ন পদ্ধতি
◾ ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ
◾ প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 73
◾ ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
Please do not enter any spam link in the comment box.