Ads Area

WBCS Preliminary GK Questions in Bengali || Part 8 || ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৮

WBCS Preliminary GK Questions in Bengali || Part 8 || ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৮

WBCS Preliminary GK Questions in Bengali Part 8
WBCS Preliminary GK Questions in Bengali Part 8

বাংলা জিকে ডায়েরি 📘

এই পেজে WBCS Preliminary GK Questions in Bengali Part 8 - ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৮ এ থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।


ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর


প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।


এই পর্ব গুলির মাধ্যমে WBCS Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।



ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৮



1) চৌধুরী চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কোন সময়ে?


A) 1989-90

B) 1979-80

C) 1996-97

D) 1991-92


সঠিক উত্তরঃ B) 1979-80



2) কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিতে আইনসভা সৃষ্টি করা হল?


A) 69th

B) 70th

C) 71st

D) 72nd


সঠিক উত্তরঃ A) 69th



3) 1952 সালে পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনে বিধানসভার আসন সংখ্যা কত ছিল?


A) 233

B) 238

C) 280

D) 285


সঠিক উত্তরঃ B) 238



4) ধরম কাঁটা কোন তালিকার অন্তর্ভুক্ত?


A) কেন্দ্র তালিকা

B) রাজ্য তালিকা

C) যৌথ তালিকা

D) কোনোটিই নয়


সঠিক উত্তরঃ C) যৌথ তালিকা



5) নিচের কোন ধারাটিতে সম্পত্তির অধিকার (Right to Property)-এর উল্লেখ আছে?


A) 300A

B) 31

C) 310

D) 301


সঠিক উত্তরঃ A) 300A



6) কোন আইনের মাধ্যমে লন্ডনে ভারতের হয়ে হাই কমিশনার নিযুক্ত করা হয়?


A) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট - 1892

B) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট - 1909

C) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট - 1919

D) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট - 1935


সঠিক উত্তরঃ C) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট - 1919



7) Law & Order ন্যায় ও বিচার ভারতের সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে?


A) সুইডেন

B) ব্রিটেন

C) রাশিয়া

D) কানাডা


সঠিক উত্তরঃ C) রাশিয়া



8) 'ফজল আলি কমিশন' কীসের সঙ্গে সম্পর্কিত?


A) ভাষাভিত্তিক রাজ্য গঠন

B) ব্যাঙ্কিং ব্যবস্থার গঠন

C) কর কাঠামো সংশোধন

D) নির্বাচন সংক্রান্ত


সঠিক উত্তরঃ A) ভাষাভিত্তিক রাজ্য গঠন



9) 'Principles of Economics' বইটির রচয়িতা কে?


A) J.M Keynes

B) Adam Smith

C) Alfred Marshall

D) Monr Singh


সঠিক উত্তরঃ C) Alfred Marshall



10) 'পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক' কত সালে প্রতিষ্ঠা হয়?


A) 1806

B) 1894

C) 1906

D) 1911


সঠিক উত্তরঃ B) 1894


◾ Read More - ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল



11) Deflation কী?


A) দ্রব্যমূল্যের দামের স্তর বৃদ্ধি

B) দ্রব্যমূল্যের দামের স্তর ক্রমাগত হ্রাস

C) দ্রব্যমূল্যের দাম প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায়

D) দ্রব্যমূল্য দামে প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পায়


সঠিক উত্তরঃ B) দ্রব্যমূল্যের দামের স্তর ক্রমাগত হ্রাস



12) 'ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন' কত সালে চালু হয়?


A) 2004

B) 2005

C) 2006

D) 2007


সঠিক উত্তরঃ D) 2007



13) নিচের কোন সংস্থাটি 'মহারত্ন' কোম্পানি মর্যাদাসম্পন্ন নয়?


A) NTPC

B) GAIL

C) HAL

D) SAIL


সঠিক উত্তরঃ C) HAL



14) নিচের কোন পরিকল্পনায় LPG নীতি গৃহীত হয়?


A) বার্ষিক পরিকল্পনা 1990-1992

B) অষ্টম পরিকল্পনা 1992-1997

C) নবম পরিকল্পনা 1997-2002

D) দশম পরিকল্পনা 2002-2007


সঠিক উত্তরঃ A) বার্ষিক পরিকল্পনা 1990-1992



15) রেস্তোরাঁতে GST-এর হার কত শতাংশ?


A) 5%

B) 9%

C) 12%

D) 18%


সঠিক উত্তরঃ A) 5%



16) Family Planning ভারত সরকার কত সালে প্রথম গ্রহণ করে?


A) 1950

B) 1951

C) 1952

D) 1991


সঠিক উত্তরঃ C) 1952



17) Economic Census ভারতের প্রথম কত সালে প্রকাশিত হয়?


A) 1977

B) 1986

C) 2000

D) 2005


সঠিক উত্তরঃ A) 1977



18) 'Essential Commodities Act' কত সালে প্রথম চালু হয়?


A) 1952

B) 1955

C) 1991

D) 2003


সঠিক উত্তরঃ B) 1955



19) SUDA (State Urban Development Agency) পশ্চিমবঙ্গে কত সালে প্রতিষ্ঠিত হয়?


A) 1989

B) 1991

C) 2001

D) 2005


সঠিক উত্তরঃ B) 1991



20) 'মাটির সৃষ্টি' প্রকল্প সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?


A) 2021 সালে প্রকল্পটি চালু হয়

B) এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের 6টি জেলায় প্রযোজ্য

C) বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়খন্ড এই জেলাগুলিতে প্রযোজ্য

D) এই প্রকল্পের জন্য 50,000 একর জায়গাকে চিহ্নিত করা হয়েছে


সঠিক উত্তরঃ A) 2021 সালে প্রকল্পটি চালু হয়


◾ Read More - প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব



21) জনঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজালে কোন জোড়টি সঠিক?


A) অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ

B) অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, হিমাচল প্রদেশ

C) মিজোরাম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম

D) অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম, মিজোরাম


সঠিক উত্তরঃ B) অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, হিমাচল প্রদেশ



22) ভারতের কোন রাজ্য তামাক উৎপাদনে প্রথম?


A) হরিয়ানা

B) উত্তর প্রদেশ

C) কর্ণাটক

D) অন্ধ্রপ্রদেশ


সঠিক উত্তরঃ D) অন্ধ্রপ্রদেশ



23) 'Indian Bureau of Mines'এর সদরদফতর কোথায় অবস্থিত?


A) কলকাতা

B) নাগপুর

C) ভুবনেশ্বর

D) নয়া দিল্লি


সঠিক উত্তরঃ B) নাগপুর



24) ভারতে 'হলুদ বিপ্লব' কিসের সঙ্গে যুক্ত?


A) সোনা উৎপাদন

B) রূপো উৎপাদন

C) তৈলবীজ উৎপাদন

D) তামা উৎপাদন


সঠিক উত্তরঃ C) তৈলবীজ উৎপাদন



25) অলকানন্দা, পিন্দার নদী কোন স্থানে মিলিত হয়েছে?


A) নন্দপ্রয়াগ

B) রুদ্রপ্রয়াগ

C) বিষ্ণুপ্রয়াগ

D) কর্ণপ্রয়াগ


সঠিক উত্তরঃ D) কর্ণপ্রয়াগ



আরও পড়ুনঃ

Online GK Mock Test in Bengali

ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১

বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড়ের সংখ্যা

বিভিন্ন খেলাধুলায় মাঠের নাম'এর তালিকা

বিবিধ খেলার বিভিন্ন বিষয়ের পরিমাপ সংক্রান্ত তথ্যাবলী


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad