Ads Area

WBCS Preliminary GK Questions in Bengali || Part 7 || ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৭

WBCS Preliminary GK Questions in Bengali || Part 7 || ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৭

WBCS Preliminary GK Questions in Bengali
WBCS Preliminary GK Questions in Bengali

এই পেজে WBCS Preliminary GK Questions in Bengali Part 7 - ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৭ এ থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।


ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর


প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।


এই পর্ব গুলির মাধ্যমে WBCS Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।


◾ Read More - WBCS GK in Bengali



ডব্লুবিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৭



1) কোন ধর্মে ছেতিয়াগিরি (Chethiyagiri) বিহারা উৎসব পালন করা হয়?


A) জৈন

B) শিখ

C) হিন্দু

D) বুদ্ধ


সঠিক উত্তরঃ D) বুদ্ধ



2) অশোকের কোন মাইনর রক শিলালিপি কর্নাটকে পাওয়া যায়নি?


A) ব্রহ্মগিরি

B) গভিমঠ

C) রুপনাথ

D) উধে গুলাম (Udegolam)


সঠিক উত্তরঃ C) রুপনাথ



3) নিচের কোন অধ্যাপক নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন না?


A) নাগার্জুন

B) ধর্মপাল

C) দিন্বাগ

D) অতীশ দীপঙ্কর


সঠিক উত্তরঃ D) অতীশ দীপঙ্কর



4) কে মনুস্মৃতি (Manu Smriti) ইংরেজিতে অনুবাদ করে?


A) HG Wells

B) George Buller

C) Raiph Griffith

D) Wilson


সঠিক উত্তরঃ B) George Buller



5) বিশ্বের দ্বিতীয় উঁচু শিব মূর্তি মরুদেস্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) সারনাথ

B) ওড়িশা

C) কর্ণাটক

D) তামিলনাড়ু


সঠিক উত্তরঃ C) কর্ণাটক



6) ভেন্নির যুদ্ধে (130CE) চোল রাজা কারিকল কাদের পরাজিত করে?


A) পান্ড ও চেরা

B) সাতবাহন ও শক

C) পল্লব ও চোল

D) পান্ড ও ব্যাকটেরিয়ান


সঠিক উত্তরঃ B) সাতবাহন ও শক



7) কোন বেদে বলা হয়েছে সভা-সমিতি প্রজাপতির দুই কন্যা?


A) ঋক বেদে

B) সাম বেদে

C) অথর্ব বেদে

D) শতপথ ব্রাহ্মণ


সঠিক উত্তরঃ C) অথর্ব বেদে



8) নিচের কোন সুলতানের স্মৃতিতে জৈনপুর শহরটি প্রতিষ্ঠা করা হয়?


A) ফিরোজ শাহ তুঘলক

B) মহম্মদ বিন তুঘলক

C) গিয়াসউদ্দিন তুঘলক

D) গিয়াসউদ্দিন বলবন


সঠিক উত্তরঃ B) মহম্মদ বিন তুঘলক



9) প্রথম তামিল ভাষায় মহাভারত অনুবাদ করে-


A) Perunduanar

B) Kamban

C) Hala

D) Bharbi


সঠিক উত্তরঃ A) Perunduanar



10) Vakataka Dynasty প্রতিষ্ঠা করেন-


A) Pravara sena

B) Vindhyashakti

C) Harisena

D) Rudra sena


সঠিক উত্তরঃ B) Vindhyashakti


◾ Read More - ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জেলার সংখ্যা ও রাজধানী তালিকা



11) আদি বরাহ উপাধি গ্রহণ করেন কোন গুর্জর প্রতিহার শাসক?


A) বৎসরাজ

B) নাগভট্ট-II

C) মিহিরভোজ

D) নাগভট্ট-I


সঠিক উত্তরঃ C) মিহিরভোজ



12) কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় অষ্ট দিকগজ হলেন আটজন-


A) সেনাপতি

B) তেলেগু কবি

C) মন্ত্রী

D) উপদেষ্টা


সঠিক উত্তরঃ B) তেলেগু কবি



13) গুপ্ত যুগে রুপোর মুদ্রা কী নামে পরিচিত?


A) কর্ষপন

B) দিনার

C) রূপক

D) নিষ্ক


সঠিক উত্তরঃ C) রূপক



14) ভারতের নামকরণের প্রসঙ্গে 'ভারতবর্ষ' নিম্নলিখিত কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে?


A) অষ্টাধ্যায়ী

B) অর্থশাস্ত্র

C) ইন্ডিকা

D) শতরঞ্জ


সঠিক উত্তরঃ A) অষ্টাধ্যায়ী



15) গুপ্ত যুগে কোন রাজাকে লিছবি দৌহিত্র বলা হয়েছে?


A) চন্দ্রগুপ্ত-I

B) চন্দ্রগুপ্ত-II

C) সমুদ্রগুপ্ত

D) কুমার গুপ্ত


সঠিক উত্তরঃ C) সমুদ্রগুপ্ত



16) কে প্রথম 'সিন্ধু সভ্যতা' কথাটি ব্যবহার করে?


A) চার্লস ম্যাসন

B) আলেকজান্ডার ক্যানিংহাম

C) কর্নেল বার্নস

D) জন মার্শাল


সঠিক উত্তরঃ D) জন মার্শাল



17) হরপ্পা সভ্যতার কোন জায়গায় টেরাকোটার কৃষিক্ষেত্র পাওয়া গেছে?


A) ধোলাভিরা

B) বানওয়ালি

C) কালিবঙ্গান

D) লোথাল


সঠিক উত্তরঃ B) বানওয়ালি



18) বাল গঙ্গাধর তিলককে নিচের কোন আন্দোলনের সক্রিয় লোকমান্য তিলক বলে ভূষিত করা হয়?


A) আইন অমান্য আন্দোলন

B) অসহযোগ আন্দোলন

C) হোমরুল আন্দোলন

D) চম্পারণ আন্দোলন


সঠিক উত্তরঃ C) হোমরুল আন্দোলন



19) কোন জোড়াটি সঠিক নয়?


A) চন্দ্রগুপ্ত - মেগাস্থিনিস

B) হর্ষবর্ধন - হিউয়েন সাঙ

C) প্রথম দেব রায় - নিকোলো কন্টি

D) অশোক - মার্কোপোলো


সঠিক উত্তরঃ D) অশোক - মার্কোপোলো



20) 'মন্ত্র শাস্ত্র' কার লেখা?


A) ভবরুচি

B) বেতালভট্ট

C) বিশাখদত্ত

D) কলহন


সঠিক উত্তরঃ B) বেতালভট্ট


◾ Read More - ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স



21) নিচের কোন কেসটি আধার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কিত?


A) K.S. Puttaswamy

B) Navotei Singh Lohar

C) Indra Sawhney

D) Lily Thomas


সঠিক উত্তরঃ A) K.S. Puttaswamy



22) 'Court of Record' অভিলেখ আদালত কত নং ধারায় উল্লেখ আছে?


A) ধারা 129

B) ধারা 124

C) ধারা 143

D) ধারা 151


সঠিক উত্তরঃ A) ধারা 129



23) 'ন্যাশনাল হেরিটেজ সাইট'এর সংরক্ষণ কত নং ধারায় উল্লেখ আছে?


A) ধারা 49

B) ধারা 48

C) ধারা 47

D) ধারা 45


সঠিক উত্তরঃ A) ধারা 49



24) যে বিলে সম্মতি বা, অসম্মতি কিছুই প্রদান না করে অনির্দিষ্ট কালের জন্য রাষ্ট্রপতি তার নিজের অধীনে রাখেন - এটি হল?


A) Pocket Veto

B) Suspensive Veto

C) Absolute Veto

D) Qualified Veto


সঠিক উত্তরঃ A) Pocket Veto



25) জাতীয় জরুরি অবস্থায় সরকার মৌলিক অধিকারের কোন দুটি ধারা খর্ব করতে পারে না?


A) ধারা 19 & 20

B) ধারা 20 & 21

C) ধারা 21 & 22

D) ধারা 20 & 22


সঠিক উত্তরঃ B) ধারা 20 & 21



আরও পড়ুনঃ

ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

GK Mock Test in Bengali

কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা

পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ও গভীরতম


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad